স্থানীয় বায়ু কাকে বলে? List of Local Winds: ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির আঞ্চলিক পার্থক্যের কারণে বায়ু চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় বায়ু বলে। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় এই বায়ুর নামকরণ করা হয়। ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয়।
উদাহরণ: ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে 'লু' নামক স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়।
Please do not share any spam link in the comment box