1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History Questions Answers in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF.
নিচে History Questions Answers in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF || History Questions Answers in Bengali
1)ভারতে কে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।
2) চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেন?
Ans: 324 খ্রীঃপূ।
3)কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে ছিলেন?
Ans: নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে।
4)চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: চাণক্য।
5)চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আগত গ্রীক পর্যটক এর নাম কি?
Ans: মেগাস্থিনিস।
6) মেগাস্থিনিস কে ছিলেন?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে সেলুকাস প্রেরিত গ্রীক রাজদূত।
7)মেগাস্থিনিসের লেখা ভারত সংক্রান্ত বইয়ের নাম কি?
Ans: ইন্ডিকা।
8)কোন কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?
Ans: অর্থশাস্ত্র, ইন্ডিকা, মুদ্রারাক্ষস।
9)কোন মৌর্য সম্রাট "লিবারেটর" উপাধি গ্রহণ করেছিলেন?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।
10)চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি?
Ans: মুরা।
11)চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
Ans: জৈন ধর্ম।
12)চন্দ্রগুপ্ত মৌর্যের কোথায় জীবনাবসান ঘটে?
Ans: শ্রবণবেলাগলায়।
13)চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন?
Ans: বিন্দুসার।
14)কোন মৌর্য সম্রাট "অমিত্রাঘাত" উপাধি গ্রহণ করেছিলেন?
Ans: বিন্দুসার।
15)বিন্দুসার কোন ধর্মের অনুরাগী ছিলেন?
Ans: আজীবক।
16)বিন্দুসারের মৃত্যুর পর কে মৌর্য সিংহাসনে বসেন
Ans: অশোক।
17)অশোক কবে সিংহাসনে বসেন?
Ans: 273 খ্রিস্টপূর্বাব্দে।
18)অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল?
Ans: 269 খ্রিস্টপূর্বাব্দে।
20)মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
Ans: সম্রাট অশোক?
21)কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?
Ans: 261 খ্রিস্টপূর্বাব্দে।
22)মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশের নাম কি?
Ans: কলিঙ্গ।
23)কলিঙ্গের রাজধানীর নাম কি?
Ans: তোষালি।
24)সম্রাট অশোক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন?
Ans: উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে।
25)অশোকের প্রচারিত ধর্ম কে কি বলা হয়?
Ans: ধম্ম।
26)কোন লিপিতে সর্বপ্রথম "ধম্ম"কথাটি ব্যবহার করা হয়?
Ans: মাস্কি লিপি।
27)অশোকের কোন শিলালিপিতে বিহার যাত্রার পরিবর্তে ধর্ম যাত্রা প্রবর্তনের কথা বলা আছে?
Ans: অষ্টম শিলালিপিতে।
28)সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
Ans: ত্রয়োদশ শিলালিপিতে।
29)কোন মৌর্য সম্রাট "প্রিয়দর্শী" উপাধি গ্রহণ করেছিলেন?
Ans: সম্রাট অশোক।
30)বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোক কাদের সিংহলে পাঠান?
Ans: পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে।
31)কোন ঐতিহাসিক অশোককে "মানবজাতির প্রথম ধর্মগুরু"বলে অভিহিত করেছেন?
Ans: ভিনসেন্ট স্মিথ।
32)"সব মুনিষে প্রজা মম" উক্তিটি কার?
Ans: সম্রাট অশোক?
33)কোন ঐতিহাসিক অশোককে "ইতিহাসের পাতায় হাজার হাজার নরপতির মধ্যে একমাত্র উজ্জ্বলতম নক্ষত্র"বলে অভিহিত করেছেন?
Ans: এইচ.জি.ওয়েলস।
35)অশোকের কোন লিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
Ans: ত্রয়োদশ লিপিতে।
36)সম্রাট অশোক তার কোন লিপিতে বলেছেন " সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ"?
Ans: একাদশ লিপিতে।
37)কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
Ans: জেমস প্রিন্সেপ।
38)মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
Ans: বৃহদ্রথ।
39)আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
Ans: গোসাল ।
40)সাঁচী স্তূপ কে নির্মাণ করেন?
Ans: সম্রাট অশোক।
411)ভারতের বৈদিক সভ্যতার সময়কাল কত?
Ans: 1500-600 খ্রিস্টপূর্বাব্দ।
42)পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি?
Ans: ঋগ্বেদ।
43)বেদ কয় প্রকার ও কি কি?
Ans: চার প্রকার।যথা-ঋগ্বেদ, সামবেদ, যর্জুবেদ, অথর্ববেদ।
44)ঋকবেদের রচনাকালের ভিত্তিতে বৈদিক যুগ কে কয় ভাগে ভাগ করা হয় কি কি?
Ans: দুই ভাগে; যথা-ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ।
45)ঋক বৈদিক যুগের সময়কাল কত?
Ans: আনুমানিক 1500-1000 খ্রিস্টপূর্বাব্দ।
46)পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?
Ans: আনুমানিক 1000-600 খ্রিস্টপূর্বাব্দ।
47)ঋক বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন?
Ans: যুদ্ধ,বজ্র ও বৃষ্টির দেবতা।
48)ঋকবেদে ইন্দ্র কে কি নামে অভিহিত করা হয়েছে?
Ans: পুরন্দর ও বৃত্রঘ্ন।
49)ঋকবেদে কতগুলি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে রচনা করা হয়েছে ?
Ans: 200টি।
50)গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে
Ans: সাবিত্রী।
51)মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
Ans: আকবর।
52)আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
Ans: আব্দুল লতিফ খান।
53)আকবরের জীবনী কে রচনা করেন?
Ans: আবুল ফজল।
54)আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
Ans: আইন-ই-আকবরী ও আকবরনামা।
55)আকবরের ধর্মনীতি প্রধান দিক গুলি কি কি?
Ans: সুল-ই-কুল ও দীন-ই-ইলাহী।
56) "সুল-ই-কুল" শব্দের অর্থ কি?
Ans: ধর্ম সহিষ্ণুতা।
57)আকবর কবে হিন্দুদের ওপর থেকে তীর্থকর তুলে নেন?
Ans: 1563 খ্রীঃ।
58)আকবর কবে জিজিয়া কর তুলে নেন?
Ans: 1564 খ্রীঃ।
59)ইবাদৎখানা কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: মোগল সম্রাট আকবর ফতেপুর সিক্রি তে(1575 খ্রীঃ)।
60) ইবাদৎ খানা কি?
Ans: আকবর প্রতিষ্ঠিত ধর্মালোচনার কক্ষ।
61)আকবর কবে মাহজারনামা ঘোষণা করেন?
Ans: 1579 খ্রিস্টাব্দে।
62)আকবরের মাহজারনামা ঘোষণাকে কে "অভ্রান্ত কর্তৃত্ব" বলে অভিহিত করেন?
Ans: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
63)সমকালীন উলেমা শ্রেণী কোন মোগল সম্রাট কে "ধর্মদ্রোহী" বলে ঘোষণা করেছিলেন?
Ans: সম্রাট আকবর।
64)খ্রিস্টান পাদরি ফাদার মনসারেট কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
Ans: আকবর।
65) আকবর কবে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন?
Ans: 1582 খ্রিস্টাব্দে।
66)প্রথম কোন হিন্দু দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণ করেছিলে?
Ans: বীরবল।
67)মোট কতজন মুসলমান দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণ করেছিলেন?
Ans: 18 জন।
68)কোন ঐতিহাসিক দীন-ই-ইলাহী কে আকবরের "নির্বুদ্ধিতার প্রধান স্তম্ভ" বলে অভিহিত করেছেন?
Ans: ভিন সেন্ট স্মিথ।
69)কে দীন-ই-ইলাহী কে তৌহিদ ই-ইলাহী বলে অভিহিত করেছেন?
Ans: আবুল ফজল ও বদাউনি।
70)মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
Ans: আকবর।
71)সেনাবাহিনীতে "দাগ ও হুলিয়া ব্যবস্থা" কে প্রচলন করেন?
Ans: আলাউদ্দিন খলজি।
72)কোন সুলতান প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?
Ans: গিয়াসউদ্দিন বলবন।
73)জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?
Ans: খিবার শাসক।
74)কোন সুলতান মুদ্রায় নিজেকে "খলিফার সেনাপতি" বলে অভিহিত করতেন?
Ans: ইলতুৎমিস।
75)কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?
Ans: ইলতুৎমিস।
76)হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?
Ans: দ্বারসমুদ্র।
77)"আমির-ই-কোহী" নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?
Ans: মহম্মদ বিন তুঘলক।
78)কোন সুলতান সেনাবাহিনী থেকে "দাগ ও হুলিয়া" প্রথা তুলে দেন?
Ans: ফিরোজ শাহ তুঘলক।
79)কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?
Ans: ফিরোজ শাহ তুঘলক।
80)জাহানপনা শহর কে নির্মাণ করেন?
Ans: মহম্মদ বিন তুঘলক।
81)ভাস্কো ডা গামা যখন(1498 খ্রীঃ) কালিকটে আসেন তখন কালিকটের রাজা কে ছিলেন?
Ans: জামোরিন।
82)ভারতে প্রথম পর্তুগীজ গর্ভনর কে ছিলেন?
Ans: ফ্রান্সিসকো দ্য আলমিদিয়া।
83)পর্তুগীজরা কবে গোয়া অধিকার করে?
Ans: 1510 খ্রীঃ(বিজাপুরের সুলতানের কাছ থেকে)।
84)ভারতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কোথায় ছিল?
Ans: নাগাপত্তনম।
85)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়?
Ans: 1599 খ্রীঃ।
86)ফরাসীরা ভারতের কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেন?
Ans: সুরাট(1667 খ্রীঃ)
87)বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
Ans: রবার্ট ক্লাইভ।
88)কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রথম সনদ আইন পাশ হয়?
Ans: স্যার জন শোর(1793 খ্রীঃ)
89))ভেলোরে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
Ans: 1806 খ্রীঃ (জর্জ বার্লো র শাসনকালে)
90)কোন ইউরোপীয় দেশের হাত ধরে ভারতে তামাকের প্রচলন হয়?
Ans: পর্তুগীজ।
91)1916 খ্রীঃ জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন?
Ans: অম্বিকাচরণ মজুমদার।
92)চম্পারণ কৃষি বিল কবে পাশ হয়?
Ans: 1917 খ্রীঃ।
93)ব্রিটিশ শাসিত ভারতের কেন্দ্রীয় আইনসভার প্রথম স্পীকার কে ছিলেন?
Ans: বিঠল ভাই প্যাটেল।(1925 খ্রীঃ)
94)জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের (1922 খ্রীঃ) সভাপতি কে ছিলেন?
Ans: চিত্তরঞ্জন দাশ।
95)স্বরাজ্য দল কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1923 খ্রীঃ চিত্তরঞ্জন দাশ ও মোতিলাল নেহেরু।
96)বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
Ans: আবুল কাশেম ফজলুল হক।
97)1929 খ্রী 8ই এপ্রিল কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন?
Ans: বটুকেশ্বর দত্ত।
98)জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?
Ans: 1930 খ্রীঃ 26 শে জানুয়ারী।
99)সুভাষ চন্দ্র বসুর পদত্যাগের পর কে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন?
Ans: রাজেন্দ্র প্রসাদ।
100)1930 খ্রীঃ রাইটার্স বিল্ডিং অভিযান কোন বিপ্লবী দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল?
Ans: বেঙ্গল ভলান্টিয়ার্স।
Please do not share any spam link in the comment box