গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর | Gautama Buddha and Buddhism Questions and Answers

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gautama Buddha and Buddhism Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর PDF.

নিচে Gautama Buddha and Buddhism Questions and Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর | Gautama Buddha and Buddhism Questions and Answers


গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম প্রশ্নোত্তর | Gautama Buddha and Buddhism Questions and Answers


1)খ্রীঃ পূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলি প্রতিবাদী ধর্মমতের উদ্ভব ঘটেছিল?


Ans: 63 টি।


2)আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?


Ans: গোসাল।


3)কোন কোন গ্রন্থ থেকে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা যায়?


Ans: জাতক, সূত্তনিকায়, দীপবংশ, মহাবংশ, ললিতবিস্তার, বুদ্ধচরিত ইত্যাদি।


4) গৌতম বুদ্ধ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?


Ans: 566 খ্রীঃপূঃ বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে।


5) গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন?


Ans: শাক্য বংশে।


6) গৌতম বুদ্ধের বাবার নাম কি?


Ans: শুদ্ধোধন।


7)গৌতম বুদ্ধের মায়ের নাম কী?


Ans: মায়াদেবী


8)গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী?


Ans: যশোধরা/গোপা।


9) গৌতম বুদ্ধের ছেলের নাম কি?


Ans: রাহুল


10) গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ করেন?


Ans: 16 বছর।


11) গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কে কি বলে?


Ans: মহাভিনিষ্ক্রমণ।


12)"বুদ্ধ" শব্দের অর্থ কি?


Ans: জ্ঞানী বা আলোকপ্রাপ্ত।


13) গৌতম বুদ্ধের আসল নাম কি?


Ans: সিদ্ধার্থ।


14) তথাগত নামে কে পরিচিত?


Ans: গৌতম বুদ্ধ।


15) গৌতম বুদ্ধ কোথায় সর্বপ্রথম ধর্ম প্রচার করেন?


Ans: সারনাথের মৃগদাবে।


16) গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচারের ঘটনাকে কি বলা হয়?


Ans: ধর্মচক্র প্রবর্তন।


17) গৌতম বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্যের নাম লেখ?


Ans: কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্মজিৎ, বাষ্প ও মহানাম।


18) গৌতম বুদ্ধের অন্যান্য কয়েকজন শিষ্যের নাম লেখ?


Ans: মগধ রাজ বিম্বিসার ও অজাতশত্রু, কোশলরাজ প্রসেনজিৎ ও তাঁর স্ত্রী মল্লিকা, অনাথপিন্ডক, উপালি, আম্রপালি প্রমুখ ।


19) গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি?


Ans: কন্টক।


20) গৌতম বুদ্ধ কবে এবং কোথায় দেহত্যাগ করেন?


Ans: 486 খ্রিষ্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে মল্ল মহাজনপদের কুশিনগরে।


21) গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কে কি বলা হয়?


Ans: মহাপরিনির্বাণ।


22) গৌতম বুদ্ধের সারথির নাম কি?


Ans: চেন্না।


23) বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? 


Ans: ত্রিপিটক।


24) ত্রিপিটক কোন ভাষায় লেখা?


Ans: পালি ভাষায়।


25)গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মোপদেশ প্রদান করতেন?


Ans: প্রাকৃত ভাষায়।


26)ত্রিপিটক এর তিনটি পিটক কি কি?


Ans: বিনয়পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক।


27)আর্য সত্য, মহ্যিমপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ ও পঞ্চশীল কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?


Ans: বৌদ্ধ ধর্ম।


28) এশিয়ার আলো কাকে বলা হয়?


Ans: গৌতম বুদ্ধ কে।


29) প্রথম বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 483 খ্রিষ্টপূর্বাব্দে রাজগৃহ নগরে।


30) কোন রাজার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?


Ans: হর্ষঙ্ক বংশীয় রাজা অজাতশত্রু রাজত্বকালে।


31) প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?


Ans: মহাকাশ্যপ।


32) প্রথম বৌদ্ধ সম্মেলনের কি?


Ans: প্রথম বৌদ্ধ সম্মেলনে গৌতম বুদ্ধের বাণী গুলি বিনয় পিটক,সূত্র পিটক ও অভিধর্ম পিটকের বিভক্ত করা হয়।


33) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 383 খ্রিষ্টপূর্বাব্দে, বৈশালীতে।


34) কোন রাজার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?


Ans: কালাশোক বা কাকবর্ণ রাজত্বকালে।


35) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?


Ans: সবাকামি।


36) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এর গুরুত্ব কি?


Ans: দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা থেরবাদী ও মহাসংঘিকা নামে দুটি দলে বিভক্ত হয়ে যায়।


37) তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 250 খ্রিষ্টপূর্বাব্দে পাটলিপুত্রে।


38) কোন রাজার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?


Ans: সম্রাট অশোক।


39)তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?


Ans: মোগালিপুত্ত তিস্যা।


40) তৃতীয় বৌদ্ধ সম্মেলন এর গুরুত্ব কি?


Ans: তৃতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এবং অভিধর্ম পিটক পালি ভাষায় অনুদিত করা হয়।।


41) চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 72 খ্রিস্টাব্দে পেশোয়ারে মতান্তরে কাশ্মীরের জলন্ধরে।


42) কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?


Ans: কুষাণ সম্রাট কনিষ্ক।


43) চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?


Ans: বসুমিত্র।


44) বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন?


Ans: অশ্বঘোষ।


45) চতুর্থ বৌদ্ধ সম্মেলনের গুরুত্ব কি?


Ans: চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় এবং মহাযান পন্থা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে।


46)গৌতম বুদ্ধ কোন নদীর তীরে নির্বাণ লাভ করেছিলেন?


Ans: নিরঞ্জনা নদী।


47)গৌতম বুদ্ধ কোন গাছের নীচে নির্বাণ লাভ করেছিলেন?


Ans: পিপল গাছের নীচে।


48)গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন?


Ans: ৩৫ বছর।


49)“বুদ্ধ ছিলেন এতাবৎকালের ভারতের শ্রেষ্ঠ সন্তান”-উক্তিটি কার?


Ans: ড.এ.এল.ব্যাসাম।


50) গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন?


Ans: 29 বছর।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.