অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


অন্তর্বাহিনী নদী কাকে বলে? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী?

Antarbhani river
 

অন্তর্বাহিনী নদী কাকে বলে? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী?: যে সমস্ত নদী দেশের অভ্যন্তরের কোন উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে দেশের সীমানা অতিক্রম না করে দেশের অভ‍্যন্তরস্থ কোন জলাধারের সঙ্গে মিলিত হয় বা স্থলভাগের মধ্যেই যাদের গতিপথ শেষ হয়ে যায়, তাদের অন্তর্বাহিনী নদী বলে।

উদাহরণ: লুনি ,ঘাঘর, রুপনগর, মেধা ইত্যাদি হল ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদী ।এদের মধ্যে মেধা ও রূপনগর আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সম্বর হ্রদে পড়েছে। লুনী নদী আজমীরের কাছে আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রানে পরেছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.