পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় West Bengal Jail Police Constable Preliminary Practice Set PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF. নিচে West Bengal Jail Police Constable Preliminary Practice Set PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Preliminary Practice Set
১. প্রথম কোন ভারতীয় সম্রাটের শিলালিপি পাওয়া যায় ?
উত্তর : অশােক ।
২. ভারতের ইতিহাসে প্রথম কোন বন্দরের নাম জানা যায় ?
উত্তর : লােথাল ।
৩. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?
উত্তর : ১০২৮ টি |
৪. ফা হিয়েনের লেখা বইয়ের নাম কী ?
উত্তর : ফো - কুও - কি ।
৫. শূন্যের আবিষ্কর্তা কে ?
উত্তর : ব্ৰত্মগুপ্ত ।
৬. কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় ?
উত্তর : রাজতরঙ্গিনী ।
৭. বিশ্বে প্রথম কোথায় তুলা চাষের প্রচলন ছিল ?
উত্তর : সিন্ধু সভ্যতায় ।
৮. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না ?
উত্তর : লােহা ।
৯. হরপ্পা সভ্যতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কী ?
উত্তর : শহর পরিকল্পনা |
১০. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতেন না ?
উত্তর : ঘােড়া ।
১১. সুলতান মামুদ কত সালে ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন ?
উত্তর : ১০০০ খ্রিস্টাব্দে ।
১২. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তর : ১৭ বার ।
১৩. পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ?
উত্তর: ভারতবর্ষে যুদ্ধে প্রথম কামানের ব্যবহার ।
১৪. ভারতের প্রথম সূতাকল কে কোথায় স্থাপন করেন ?
উত্তর : কোয়াসঙ্গী নানাভাই । বােম্বাইতে ( ১৮৫৩ ) ।
১৫. ' গান্ধী আরউইন ' চুক্তি কবে হয় ?
উত্তর : ১৯৩১ সালের ৫ই মার্চ |
১৬. ' কায়েদে - ই - আজম ’ কে ?
উত্তর : মহম্মদ আলি জিন্না |
১৭. কংগ্রেস সােশালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব ।
১৮. ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম কী ?
উত্তর : বােম্বে মিল হ্যান্ডস অ্যাসােসিয়েশন ।
১৯. মহারাজা রনজিৎ সিংহের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : লাহোর |
২০. ভারতীয় রেলপথের জনক কে ?
উত্তর : লর্ড ডালহৌসী |
২১. কে স্বদেশ ভূমিকে শৈশবের ক্রীড়াভূমি , যৌবনের উপবন , বাধ্যকের বারনসী বলেন ?
উত্তর : স্বামীবিবেকানন্দ ।
২২. ' বন্দেমাতরম ’ সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত ?
উত্তর : আনন্দমঠ ।
২৩. ‘ শের - ই - পাঞ্জাব ’ কাকে বলা হয় ?
উত্তর : লালা লাজপত রায় ।
২৪. গদর পার্টির মুখপত্র কী ?
উত্তর : গদর - ই - গঞ্জ ( বিপ্লবের প্রতিধ্বনি ) |
২৫. কে ' ভারতের বিপ্লববাদের জননী ’ ছিলেন ?
উত্তর : মাদাম ভিকাজী রুস্তমজী কামা ।
২৬. ফ্রি ইন্ডিয়া সােসাইটি কে গঠন করেন ?
উত্তর : মাদামামা ।
২৭. ' The Indian war of Independence ' রচয়িতা কে ?
উত্তর : বিনায়ক দামােদর সাভারকর ।
২৮. স্যার উইলিয়াম কার্জন উইলিকে কে হত্যা করেন ?
উত্তর : মদনলাল ধিংড়া ।
২৯. চাপের ভ্রাতৃদ্বয় কারা ?
উত্তর : দামােদর চাপের ও বালকৃয় চাপেকর ।
৩০. ‘ হিন্দুস্থান সােস্যালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়ান ' বিপ্লবী দলটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : ভগৎ সিং ।
৩১. ' নিউ ইন্ডিয়া ও দি কমন উইল ’ সংবাদপত্র দ্বয়ের সম্পাদক কে ছিলেন ?
উত্তর : অ্যানি বেসান্ত ।
৩২. ‘ গান্ধী আরউইন চুক্তি ' আর কি নামে পরিচিত ?
উত্তর : দিল্লি চুক্তি ।
৩৩. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘােষণা করেন ?
উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডােনাল্ড ।
৩৪. বামনী রাজ্যের রাজধানীর নাম কী ?
উত্তর : খুলবর্গা ।
৩৫. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় কোথায় ?
উত্তর : হাম্পীতে ।
৩৬. কোন মুঘল সম্রাট ইংরেজদের ভারতের সঙ্গে বানিজ্যের অনুমতি দেন ?
উত্তর : জাহাঙ্গীর ।
৩৭. বাবর কোথা দিয়ে ভারতে প্রথম প্রবেশ করেন ?
উত্তর : পাঞ্জাব |
৩৮. শেরশাহ কাদের সহিত রাজস্ব নির্ধারণ করেন ?
উত্তর : কৃষক ।
৩৯. রনজিৎ সিং যে মিশলস এর নেতা ছিলেন তার নাম কী ?
উত্তর : সুকারচাকিয়া ।
৪০. হায়দ্রাবাদের চারমিনার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : কুলি কুতুব শাহ |
৪১. আগ্রানগরের পত্তন করেন কোন সম্রাট ?
উত্তর : সিকান্দার লােদী ।
৪২. শেরশাহের সমাধি কোয়ায় আছে ?
উত্তর : সাসারামে ।
৪৩. কোন রাজ্যজয়কে স্বরণীয় করে রাখার জন্য আকবর ‘ বুলন্দ দরওয়াজা ’ নির্মান করেন ?
উত্তর : গুজরাট ।
৪৪. 'কুতবশাহী’ সামাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : কুলিকুতুব শাহ ।
৪৫. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ?
উত্তর : ১৯১৪ খ্রিষ্টাব্দে ।
৪৬. কোন ভারতীয় শাসক রাষ্ট্রের খরচে হজযাত্রার ব্যবস্থা করেন ?
উত্তর : আকবর |
৪৭. মানুষ যে যুগে পাথর ও তামার যন্ত্রপাতির ব্যবহার করত তার নাম কী ?
উত্তর : ধাতুর যুগ ।
৪৮. হরপ্পার কোন জায়গায় একটি পােতাশ্রয় ছিল ?
উত্তর : লােথাল ।
৪৯. মহেঞ্জোদারাে নগরের অন্যতম আকর্ষণীয় বস্তু কি ছিল ?
উত্তর : স্নানাগার ।
৫০. কোন সাম্রাজ্যের শাসকবর্গকে দেব - দেবীর সাথে তুলনা করা হত ?
উত্তর : গুপ্ত সাম্রাজ্য ।
৫১. মহম্মদ বিন তুঘলক কোন নতুন মুদ্রার প্রবর্তন করেন ?
উত্তর : দোকানী ।
৫২. ' মীরার ভজন ’ কোন ভাষায় লেখা ?
উত্তর : ব্রজবুলি ।
৫৩. নিমাই পন্ডিত কার নিকট দীক্ষা লাভ করেন ?
উত্তর : শ্রী ঈশ্বর পুরী ।
৫৪. ' সপ্তদশ বিধি ’ কী ?
উত্তর : লর্ড বেন্টিংক এই আইন পাশ করিয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।
৫৫. ' সপ্তদশ বিধি ’ কবে পাশ হয় ?
উত্তর : ১৮২৯ সালে ।
৫৬. ' ঈশ ’ , ‘ কে ’ , কঠ ’ , ‘ মন্ডক ’ ও ‘ মান্ডুক্য ' এই পাঁচখানি উপনিষদের বাংলা অনুবাদ করে প্রকাশ করেন ?
উত্তর : রাজা রামমােহন রায় ।
৫৭. আধুনিক ভারতের পথিকৃৎ কাকে বলা হয় ?
উত্তর : রাজা রামমােহন রায়কে ।
৫৮. রাজা রামমােহন রায়কে ' ভারত পথিক ' আখ্যা কে দেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫৯. রাজা রামমােহন রায়কে নিবযুগের প্রবর্তক কে অ্যাখ্যা দেন ?
উত্তর : বিপিনচন্দ্র পাল ।
৬০. বিদ্যাসাগরকে কে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী অ্যাখ্যা দেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
৬১. ' ওহাবিয়া ’ শব্দের অর্থ কী ?
উত্তর : নবজাগরণ ।
৬২. ' ওয়াহাবি আন্দোলনের সাথে কার নাম জড়িত ?
উত্তর : স্যার সৈয়দ আহমেদ ।
৬৩. তিতুমিরের আসল নাম কী ?
উত্তর : মীর নিসার আলি ।
৬৪. ‘ আমার পরেই আসবে প্লাবন ’ কার উক্তি ?
উত্তর : সম্রাট ঔরঙ্গজেব ।
৬৫. কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমন করেন ?
উত্তর : সম্রাট মহম্মদ শাহ ।
৬৬. কোন পেশােয়া নানাসাহেব নামে পরিচিত ?
উত্তর : বালাজী বাজীরাও |
৬৭. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে কোন মুঘলসম্রাট ' দেওয়ানী ’ অধিকার দিয়েছিলেন ?
উত্তর : সম্রাটশাহ আলম ।
৬৮. সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন ?
উত্তর : জন লরেন্স , আউটরাম , হ্যাভলক ।
৬৯. কোন গভর্ণর জেনারেলের আমলে সিপাহী বিদ্রোহ হয় ?
উত্তর : লর্ড ক্যানিং - এর আমলে ।
৭০. বুদ্ধদেব তার উপদেশে আক্রমণ করেছেন কোন বিষয়ের উপর ?
উত্তর : বর্ণপ্রথা ।
৭১. ভারতে প্রতিমা পূজা শুরুর কাল কবে ?
উত্তর : প্রাক - আর্য ।
৭২. বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত আছে তার নাম কী ?
উত্তর : স্তূপ ।
৭৩. চন্দ্রগুপ্ত মৌর্য্যগুপ্ত বংশকে কোথা থেকে উচ্ছেদ করেন ?
উত্তর : মগধ ।
৭৪. শিলালিপিতে অশােক কী নামে উল্লিখিত রয়েছেন ?
উত্তর : প্রিয়দর্শী ।
৭৫. অশােকের কোন শিলালিপিতে কলিঙ্গযুদ্ধের বিবরণ ও ফলাফল বর্ণিত রয়েছে ?
উত্তর : গৌণ শিলালিপি -১৩ ।
৭৬. কোন রাজা প্রথম মালব্য , গুজরাট , মহারাষ্ট্র জয় করেছিলেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য্য ।
৭৭. সিন্দু , গঙ্গা ও যমুনার উপত্যকা অঞ্চলকে কে প্রথম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন ?
উত্তর : অশোক ।
৭৮. কনৌজের রাজা হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজার নাম কী ?
উত্তর : শশাংক ।
৭৯. ভূমিদানের প্রথম উদাহরণ কাহাদের লিপিতে পাওয়া যায় ?
উত্তর : সাতবাহন ।
৮০. প্রাচীন ভারতের স্বনামধন্য চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভা অলংকৃত করতেন ?
উত্তর : বিক্রমাদিত্য |
৮১. বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কি প্রতিষ্ঠান ছিল ?
উত্তর : সভা ও সমিতি ।
৮২. কার রাজসভায় ' অষ্টদ্বিগ্নজ ’ বিরাজ করতেন ?
উত্তর : বিজয়নগর রাজ কৃষ্ণদেব রাজের রাজসভায় ।
৮৩. শিখদের প্রথম গুরুর নাম কি ?
উত্তর : গুরুনানক ।
৮৪. কারমন্ত্রী পরিষদে উকিল , দেওয়ান , মিরবক্সি , প্রধান কাজি থাকত ?
উত্তর : আকবর ।
৮৫. আকবরের রাজসভায় আমিন , কানুনগাে , পটোয়ারী কোন বিভাগে ছিল ?
উত্তর : রাজস্ব বিভাগে ।
৮৬. কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতাড়িত করা হয় ?
উত্তর : ১৬৩২ খ্রীষ্টাব্দে ।
৮৭. আকবরের জন্মস্থান কোথায় ?
উত্তর : সিন্দুদেশের মরুদূর্গ অমর কোটে ।
৮৮. ইবাদৎ - খানা কি ?
উত্তর : সম্রাট আকবরের ধর্মসভাগৃহের নাম ।
৮৯. খুরম কার পূর্বনাম ছিল ?
উত্তর : শাহাজাহান ।
৯০. ভাস্কো - দা - গামা কোন বন্দরে ভারতে নামেন ?
উত্তর : কালিকট বন্দরে ।
৯১. আলবুকার্ক কে ছিলেন ?
উত্তর : পতুগীজ নাবিক ( ১৫০৯ খ্রীঃ )
৯২. টেভারনিয়ার কোন দেশের পর্যটক ?
উত্তর : ফরাসী দেশের ।
৯৩. মানুচি কোন দেশের পর্যটক ?
উত্তর : ইতালীর পর্যটক ।
৯৪. কোলকাতার ফোর্ট উইলিয়াম কার নামানুসারে করা হয় ?
উত্তর : ইংল্যান্ডের সম্রাট তৃতীয় উইলিয়াম ।
৯৫. ভারত থেকে ইংরাজ বনিকদের দুটি রপ্তানীদ্রব্যের নাম কী ?
উত্তর : সােরা ও সূতা , রেশমীবস্ত্র ।
৯৬. মুঘলযুগে দুটি ভারতীয় সুতীবস্ত্ৰকেন্দ্রের নাম কী ?
উত্তর : জৌনপুর ও আগ্রা ।
৯৭. দশশালা বন্দোবস্ত কে করেন ?
উত্তর : লর্ড কর্ণওয়ালিশ ।
৯৮. সংবাদ প্রভাকরের সম্পাদককে ?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত |
৯৯. ‘ সংবাদ কৌমুদী ’ এর সম্পাদক কে ?
উত্তর : রাজা রামমােহন রায় ।
১০০. মহাবীরের জ্ন্মস্তান কোথায় ?
উত্তর : বৈশালী |
১০১. কোন মুঘল সম্রাট ‘ গাজি ’ উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর : জাহাঙ্গির ।
১০২. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলােপ হয় ?
উত্তর : ১৮৫৩ সালে ।
১০৩. বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উত্তর : মুর্শিদকুলী খান ।
১০৪. কোন ঐতিহাসিক ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর ’ বলেছেন ?
উত্তর : ভিনসেন্ট স্মিথ ।
১০৫. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : গিয়াসুদ্দিন তুঘলক ।
১০৬. জুনাগড় লিপি কোন রাজার বিষয়ে জানতে সাহায্য করে ?
উত্তর : শক মহাক্ষত্রপ রুদ্রমন ।
১০৭. ইংরেজরা দেওয়ানী লাভ করেন কবে ?
উত্তর : ১৭৬৫ খ্রিঃ ।
১০৮. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন ?
উত্তর : ১৭৩৯ খ্রিঃ ।
১০৯. বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ?
উত্তর : ১৮৫৬ খ্রিঃ ।
১১০. ‘ সব মুনিষে প্রজা মম’- কার উক্তি ?
উত্তর : অশােক ।
১১১. পালযুগের দুজন ভাস্করের নাম লেখ ।
উত্তর : ধীমান ও বিত পাল ।
১১২. ' দানসাগর ’ ও ‘ অদ্ভুতসাগরে ’ - র রচয়িতা কে ?
উত্তর : বল্লাল সেন ।
১১৩. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কী ছিল ?
উত্তর : জুনা খাঁ |
১১৪. ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ?
উত্তর : আনন্দ পাল |
১১৫. দিল্লীর সুলতানী আমল কবে শুরু হয় ?
উত্তর : ১২০৬ খ্রিঃ |
১১৬. বাবরের আসল নাম কী ?
উত্তর : জহিরউদ্দিন বাবর ।
১১৭. আকবরের আসল নাম কী ছিল ?
উত্তর : জালালউদ্দীন আহম্মেদ আকবর ।
১১৮. শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটকের নাম কী ?
উত্তর : বর্নিয়ে , মানুচি ।
১১৯. কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন ?
উত্তর : পট্টভি সীতারামাইয়া ।
১২০. স্যার টমাস রাে কার দরবারে এসেছিলেন ?
উত্তর : জাহাঙ্গীরের দরবারে ।
১২১. ‘ গদর ’ পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : লালা হরদয়াল ।
১২২. ‘ হােমরুল আন্দোলন ’ - এর প্রবক্তা কে ?
উত্তর : অ্যানি বেসান্ত ।
১২৩. ' নব্যবঙ্গ ’ আন্দোলনের প্রবক্তা কে ?
উত্তর : ডিরােজিও ।
১২৪. ' আজাদ হিন্দ ফৌজ ’ কত সালে গঠিত হয় ?
উত্তর : ১৯৪২ খ্রিঃ ।
১২৫. আজাদ হিন্দ সরকার গঠন কত সালে হয় ?
উত্তর : ১৯৪৩ সালের ২১ অক্টোবর ।
১২৬. মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে করেন ?
উত্তর : ৬ ই এপ্রিল , ১৯৩০ সালে ।
১২৭. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে ঘটে ?
উত্তর : ১৩ এপ্রিল , ১৯১৯ সালে ।
১২৮. সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন ?
উত্তর : ১৭ জানুয়ারী , ১৯৪১ সালে ।
১২৯. ভারতে নৌ বিদ্রোহ কবে হয় ?
উত্তর : ১৮ ফেব্রুয়ারী ১৯৪৬ সালের |
১৩০. ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় ?
উত্তর : ১৮৯৬ ।
১৩১. ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলে ?
উত্তর : সৈয়দ আহম্মদ খাঁন |
১৩২. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন ?
উত্তর : ভি ডি সাভারকর ।
১৩৩. কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন ?
উত্তর : নাগপুর অধিবেশন , ১৯২০ সালে ।
১৩৪. মিরাত - উল - আকবরের সঙ্গে কার নাম জড়িত ?
উত্তর : রাজা রামমােহন রায় ।
১৩৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে ১৭১৭ সালের ফরমান কে প্রদান করেন ?
উত্তর : ফারুক শিয়ার ।
১৩৬. জেনারেল ডায়ারকে কে হত্যা করেন ?
উত্তর : উধম সিং |
১৩৭. ১৯২৪ এর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : মহাত্মা গান্ধী ।
১৩৮. ১৯২৯ খ্রিঃ খুদা - ই - খিদমতগার কে গঠন করেন ?
উত্তর : আব্দুল গফফর খান ।
১৩৯. ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারী স্কুল স্থাপিত হয় ?
উত্তর : মাদ্রাজ ।
১৪০. হর্ষবর্ধন কোথা থেকে কোথায় তার রাজধানী থানান্তরিত করেন ?
উত্তর : থানেশ্বর থেকে কনৌজ ।
১৪১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় কে ভারত শাসক ছিলেন ?
উত্তর : আকবর ।
১৪২. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং ।
১৪৩. বৈদিক যুগে প্রথম কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়েছিল ?
উত্তর : তামা ।
১৪৪. গ্রিক বীর হারকিউলিস কার পুত্র ছিলেন ?
উত্তর : হারকিউলিকস ।
১৪৫. শেরশাহ কোন মন্দির লুট করেন ?
উত্তর : যােধপুর মন্দির ।
১৪৬. মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে ?
উত্তর : পদ্মিনী উপাখ্যান ।
১৪৭. ‘ তেমুচিন ’ কী নামে আমাদের কাছে পরিচিত ?
উত্তর : চেঙ্গিস খান ।
১৪৮. শেরশাহের পুলিশবাহিনীকে কী নামে ডাকা হত ?
উত্তর : মুকাদ্দম |
১৪৯. শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন ?
উত্তর: ৪৭ টি সরকারে ।
১৫০. কলকাতার নাম ' আলিনগর ’ কে দিয়েছিলেন ?
উত্তর : সিরাজ - উদ - দৌল্লা ।
১৫১. প্রথম রাজস্ব বোর্ড কে স্থাপন করেন ?
উত্তর : ওয়ারেন হেস্টিংস ।
১৫২. কোন আইনে ব্রিটিশ ভারতীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করা হয় ?
উত্তর : কার্লাইল সার্কুলার এর মাধ্যমে ।
১৫৩. বাংলার দেওয়ানি লাভের সময় গভর্ণর কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্লাইভ ।
১৫৪. মােগল সাম্রাজ্যে পেনসান দেওয়ার প্রথা কে বন্ধ করেন ?
উত্তর : লর্ওডয়ারেন হেস্টিংস ।
১৫৫. কলকাতা থেকে দিল্লীতে ভারতের রাজধানী স্থানান্তরের সময় বড়লাট কে ছিলেন ?
উত্তর : লর্ড হার্ডিঞ্জ ।
১৫৬. ব্রিটিশ যুগে কে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন ?
উত্তর : লর্ড ক্যানিং ।
১৫৭. সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ?
উত্তর : লর্ড ক্যানিং ।
১৫৮. রাওলাট আইন কার সময়ে পাশ হয়েছিল ?
উত্তর : লর্ড চেমসফোর্ড ।
১৫৯. ' ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ’ কার সময়ে হয়েছিল ?
উত্তর : লর্ড মিন্টো ।
১৬০. ' স্বত্ত্ববিলােপ নীতি ’ কে প্রচলন করেন ?
উত্তর : লর্ড ডালহৌসী ।
১৬১. সতীদাহ প্রথা নিবারণ কে করেছিলেন ?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
১৬২. দ্বৈত শাসন কে প্রচলন করেন ?
উত্তর : লর্ড ক্লাইভ ।
১৬৩. ভারতশাসন কেপ্রচলন করেন ?
উত্তর : লর্ড উইলিংক , ১৯৩৫ সালে ।
১৬৪. ডান্ডি অভিযান কবে শুরু হয় ?
উত্তর : ১৯৩০ সালে ১২ মার্চ ।
১৬৫. ভাস্কো - দা - গামা কোন সালে ভারতে আসেন ?
উত্তর : ১৪৯৮ সালে ।
১৬৬. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?
উত্তর : ১৭৩৯ সালে ।
১৬৭. স্যার টমাস রাে কোন বছর ভারতে আসেন ?
উত্তর : ১৬১৫ খ্রিঃ ।
১৬৮. সিপাহী বিদ্রোহের সময় দিল্লির নেতা কে ছিলেন ?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ ।
১৬৯. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?
উত্তর : স্যার সৈয়দ আহমেদ ।
১৭০. ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : এ্যাটলী ।
১৭১. ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট কে ?
উত্তর : বিম্বিসার ।
১৭২. শিবাজী কোন মুঘল সেনাপতিকে হত্যা করেন ?
উত্তর : আফজল খান ।
১৭৩. প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন ?
উত্তর : গােপাল ।
১৭৪ ' কাশ্মীরের আকবর ’ কাকে বলা হয় ?
উত্তর : জয়নাল আবেদিন ।
১৭৫. সুন্নিদের কাছে কে ‘ জিন্দাপীর ’ নামে পরিচিত ছিলেন ?
উত্তর : ঔরঙ্গজেব ।
১৭৬. জুনাগড়শিলালিপি কোন ভাষায় লেখা ?
উত্তর : সংস্কৃত ।
১৭৭.বেদ শব্দের অর্থ কী ?
উত্তর : জ্ঞান
১৭৮. গান্ধীজি অসহযােগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর ?
উত্তর : চৌরিচৌর ।
১৭৯. নব্যবঙ্গ নাট্য আন্দোলনের সাথে কার নাম জড়িত ?
উত্তর : ডিরােজিও ।
১৮০. কয়েকটি প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম লেখ |
উত্তর : শিলালিপি , মুদ্রা , সৌধ , মঠ , মন্দির , নগর ।
১৮১. ভারতীয় জনগণকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর : ৬ ভাগে যথা - নেগ্রিটো , অস্ট্রালয়েড , ভূমধ্যসাগরীয় , মঙ্গোলয়েড , আলপিনয়েড , নর্ভিক ।
১৮২. সিংহলীয় প্রাচীন ইতিহাস জানার জন্য দুটি গ্রন্থের নাম কী ?
উত্তর : – মহাবংশ ও দীপবংশ ।
১৮৩. ১৮৬১ সালে কে ইংল্যান্ডে বন্দেমাতরম সংবাদ পত্র প্রতিষ্ঠা করেন ?
উত্তর : মাদাম ভিকাজি কাম ।
১৮৪. বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মদন মােহন মালব্য ।
১৮৫. পূর্ব জার্মানীর গােপন পুলিশ বাহিনীর নাম কী ?
উত্তর : গেস্টাপাে ।
১৮৬. ভারতের কোন দেশীয় রাজ্য প্রথম নিজেদের ডাকটিকিট প্রকাশ করে ?
উত্তর : কাথিয়াওয়াড় ।
১৮৭. তাজমহলের নক্সা তৈরী কে করেছিলেন ?
উত্তর : মহম্মদ ইশা ।
১৮৮. শকাব্দ কে শুরু করেন ?
উত্তর : কনিষ্ক ।
১৮৯. কোন যুগে প্রচলিত পালি ভাষার পরিবর্তে সংস্কৃত রাষ্ট্রভাষা হয় ?
উত্তর : শুঙ্গ যুগে ।
১৯০. খাজুরাহের বিখ্যাত মন্দির কারা নির্মান করেন ?
উত্তর : চান্দেল বংশ ।
১৯১. কবে ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতেস্থানান্তরিত করা হয় ?
উত্তর : ১৯১১ সালে ।
১৯২. আকবরের পালিতা মায়ের নাম কী ?
উত্তর : মাহামা আনাঘা ।
১৯৩. ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে অংকিত হয় ?
উত্তর : ১৯৫৩ সালে ।
১৯৪. জৈনধর্মের সর্বশেষ প্রচারকের নাম কী ?
উত্তর : মহাবীর ।
১৯৫. ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্রটি ব্যবহার করে তার নাম কী ?
উত্তর : এজেন্ট অরেঞ্জ ।
১৯৬. ১৯২০ সালে রাশিয়ার বাইরে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় , কোথায় ?
উত্তর : মেক্সিকোতে ।
১৯৭. ১৯১৭ সালে রাশিয়ার অক্টোবর বিপ্লব কতদিন স্থায়ী হয় ?
উত্তর : ১০ দিন ।
১৯৮. ‘ গ্রেট ফায়ার ’ বা ভয়ানক আগুনে লন্ডন কত সালে ভষ্মীভূত হয় ?
উত্তর : ১৬৬৬ সালে ।
১৯৯. কোন গভর্নর জেনারেল কলকাতার রাজভবন তৈরি করেছিলেন ?
উত্তর : লর্ড ওয়েলেসলি ।
২০০. ঔরঙ্গজেব একমাত্র কোন শিল্পের চর্চায় উৎসাহ দিতেন ?
উত্তর : ক্যালিগ্রাফি বা হস্তলিপি ।
২০১. শাহজাহানের একমাত্র কন্যার নাম কী ?
উত্তর : জাহানারা ।
২০২. পানিপথ ছাড়াও ভারতের বুকে আরও দুটি যুদ্ধে বাবর বিজয়ী হয়েছিলেন ?
উত্তর : খানুয়ার ও ঘাঘরা ।
২০৩. কোন মুঘল সম্রাটের আসল নাম নাসির - উদ দিল - মহম্মদ ?
উত্তর : হুমায়ুন ।
২০৪. আকবরের সভাসদ আবুল ফজলকে কে খুন করিয়েছিলেন ?
উত্তর : রাজপুত্র সেলিম ( জাহাঙ্গির ) ।
২০৫. বৌদ্ধধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে কে মনে করেন ?
উত্তর : স্বামী বিবেকানন্দ ।
২০৬. ঋকবেদের যুগে আকাশের দেবতা কারা ছিলেন ?
উত্তর : মিত্র ও বরুণ ।
২০৭. ঋকবৈদিকযুগের ধর্মীয় জীবনে পৃথিবীর দেবতার নাম কী ?
উত্তর : অগ্নি ও সৌম ।
২০৮. ' দশরাজার যুদ্ধ ’ কোথায় লিপিবদ্ধ করা আছে ?
উত্তর : ঋকবেদে ।
২০৯. আর্য সমাজে প্রধান গৃহপালিত পশু কোনটি ছিল ?
উত্তর : গরু ।
২১০. প্রচলিত ধারণা অনুযায়ী কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন ?
উত্তর : ৭২ বছর ।
Also Read:
Google News এ আমাদের ফলো করুন
Download পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Preliminary Practice Set
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Answer Key: Download Now
Also Read:
- Arithmetic Book - পাটিগণিত বই Pdf
- গনিতের সূত্রাবলী Pdf
- অনুপাত ও সমানুপাত প্রশ্নোত্তর Pdf
- 2500+ অংক প্র্যাকটিস সেট Pdf
- অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ
- Mathematics Practice Set - গনিত প্রাকটিস সেট PDF
- গণিতের ইংরেজি শব্দ
- লসাগু (L.C.M) ও গসাগু (H.C.F) Pdf
- পরিমিতির অংক Pdf
- Math Book - গণিত বই Pdf
- অনুপাত ও সমানুপাত বই Pdf
- Math Book - গণিত বই Pdf
- গনিত প্রাকটিস সেট - Math Practice Set PDF
- বিভাজ্যতার নিয়ম - Divisibility Rules - ভাগ করার নিয়ম
- গণিতের সকল সূত্র সমূহ PDF
- WBCS Math Book Pdf
- Analogy GI And Reasoning in Bengali - রিজনিং বই বাংলা PDF
- Reasoning and GI Bengali - রিজনিং ও জি আই Pdf
- Reasoning MCQ - রিজনিং MCQ প্রশ্নোত্তর Pdf
- G.I. Question Answer - জি আই প্রশ্নোত্তর Pdf
- Gi Practice Set In Bengali Pdf
- Reasoning and Mathematics - রিজনিং ও গনিত Pdf
- Reasoning Question Answer in Bengali - রিজনিং প্রশ্নোত্তর Pdf
- জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্রশ্ন উত্তর
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box