অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Practice Set

পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় West Bengal Jail Police Constable Practice Set PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF. নিচে West Bengal Jail Police Constable Practice Set PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Practice Set



পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Practice Set



1) তেলের বিনিময়ে খাদ্য প্রকল্পে দুর্নীতির তদন্তের জন্য কোন কমিটি গঠন করা হয় ? 


ANS: ভোলকার 


2) সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ 1976 সালের কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে ?


ANS: 42 তম 


3) ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করেন ?


ANS: সুরাটে 


4) বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়ক যন্ত্রের নাম কি ?


ANS: অ্যানিমোমিটার 


5) কোন প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না ?


ANS: আরশোলা 


6) রেন গেজ এর সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি ?


ANS: বৃষ্টিপাতের পরিমাণ 


7) জন্ডিস মানবদেহের কোথায় হয় ?


ANS: যকৃৎ 


8) পাঞ্জাবের ফতেবাদ মসজিদ কে নির্মাণ করেন ?


ANS: হুমায়ুন 


9) মানুষের রক্ত হলো কি প্রকৃতির ?


ANS: মৃদু ক্ষারীয় 


10) ফারেনহাইট স্কেলে 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পাঠ কত ?


ANS: 212 ডিগ্রী ফারেনহাইট 


11) কাফি খাঁ কার ছদ্মনাম ?


ANS: প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর 


12) রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর হওয়ার প্রয়োজন ?


ANS: 35 বছর 


13) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?


ANS: জয়নুল আবেদিন 


14) কোন মহাদেশের মধ্যে দিয়ে নিরক্ষরেখা মকরক্রান্তি কর্কটক্রান্তি রেখা বয়ে গিয়েছে ?


ANS: আফ্রিকা মহাদেশের 


15) কোন প্রাণীর রক্তরসে শ্বাস রঞ্জক বর্তমান ?


ANS: চিংড়ি 


16) জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তাকে ?


ANS: ইয়ান ফ্লেমিং 


17) ' আরাম হারাম হে ' কার উক্তি ?


ANS: জহরলাল নেহেরু 


18) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?


ANS: বল্লাল সেন 


19) কোন এসিডকে রসায়নের রাজা বলা হয় ?


ANS: সালফিউরিক অ্যাসিড 


20) সংবিধান পরিষদের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল ?


ANS: 1946 সালে 


21) হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?


ANS: কনৌজ 


22) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় ?


ANS: গোদাবরী 


23) বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছয় মারার রেকর্ড কে অর্জন করেন ? 


ANS: ক্রিস গেইল 


24) কোন উদ্ভিদ গমনে সক্ষম ?


ANS: ক্ল্যামাইডোমোনাস 


25) কোন দিনটি এডস দিবস হিসেবে পালন করা হয় ?


ANS: 1 লা ডিসেম্বর 


26) রাগবি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ?


ANS: 15 জন 


27) কলিঙ্গরাজ খারবেল এর কথা কোন লিপিতে উল্লেখ আছে ?


ANS: হাতিগুম্ফা লিপি 


28) ডলোরাইট কি ধরনের শিলার উদাহরণ ?


ANS: আগ্নেয় শিলা 


29) " By God's Decree " এই আত্মজীবনীটি কার রচনা ?


ANS: কপিল দেব 


30) আর্টিকেল 360 এ কিসের কথা আলোচনা করা হয়েছে ? 


ANS: অর্থনৈতিক জরুরি অবস্থা 


31) 3,10,19,30,43, ? 


ANS: 58


32) কোন বড়লাট সিমলাকে ভারতের সামার ক্যাপিটাল করেন ? 


ANS: লর্ড ডালহৌসি 


33) বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে ?


ANS: আয়নমন্ডল 


34) সবাত শ্বসনে RQ এর মান কত ?


ANS: 1 


35) " কফি হাউজ " এর আগে কি নাম ছিল ?


ANS: এ্যালবার্ট হল 


36) রাইটার্স বিল্ডিং কত সালে তৈরি হয় ?


ANS: 1780 সালে 


37) কোন ব্যক্তিকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় ?


ANS: মহাদেব গোবিন্দ রানাডে


38) কোন রসটি লাল লিটমাসকে নীল করে দেয় ?


ANS: পাকরস 


39) আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ?


ANS: ফ্লুরিন 


40) " ফাদার ট্রেসা " কাকে বলা হয় ?


ANS: মৌলানা আব্দুস সাগর 


41) " লেভিয়াথান " বইটির লেখক কে ?


ANS: হবস 


42) কোন বড়লাট পাঞ্জাব রাজ্যটা কে গ্রাস করেন ?


ANS: লর্ড ডালহৌসি 


43) ইন্দ্রাবতী, প্রাণহিতা, পূর্ণা প্রভৃতি নদী গুলি কোন নদীর উপনদী ও শাখানদী ?


ANS: গোদাবরী 


44) হিমোসিল যুক্ত প্রাণী কোনটি ?


ANS: আরশোলা 


45) টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় ?


ANS: 1912 সালে 


46) প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে কারা ভারতে আসেন ?


ANS: পর্তুগিজ 


47) কোন প্রাণীর হৃদপিন্ডের মধ্যে দিয়ে সর্বদা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় ? 


ANS: পাখি 


48) 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত হবে ?


ANS: 400 K 


49) পাকিস্তানের যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নামে দুটি রাস্তা আছে তিনি হলেন ?


ANS: লালা লাজপত রায় 


50) " ইয়েলো বুক " এর সহিত কোন দেশটি সম্পর্ক আছে ?


ANS: ফ্রান্স 


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - West Bengal Jail Police Constable Practice Set


File Details:-

File Name:- পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.