অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই - WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material)

ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material) PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই PDF. নিচে WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material) PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই - WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material)



ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই - WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material)



১। 'ফটোট্রপিক' চলন কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়?


➥ আলোর গতিপথ।


২। কোন বিজ্ঞানীর গবেষণা থেকে পরমাণুর মধ্যে বিভিন্ন ইলেকট্রনের কক্ষপথগুলির বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায়?


➥ নীলস বোর।


৩। কোন অ্যাসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয়?


➥ ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।


৪। কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন?


➥ ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি।


৫। কোন জাতীয় খাদ্যকে 'প্রোটিন বাঁচোয়া খাদ্য' বলে?


➥ শ্বেতসার জাতীয়।


৬। জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?


➥ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।


৭। বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?


➥ হাইড্রোজেন।


৮। অ্যামোনিয়া গ্যাস কোন অ্যাসিডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়?


➥ হাইড্রোক্লোরিক অ্যাসিড।


৯। জলধর সেন ও দীনেন্দ্রকুমার রায়, কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত?


➥ বসুমতী।


১০। ১৭৬৪ সালে 'বক্সারের যুদ্ধ'এ ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন কারা?


➥ শাহ আলম ও নবাব সুজাউদ্দৌল্লা।


১১। কোন মোগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন?


➥ ঔরঙ্গজেব।


১২। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি?


➥ রাষ্ট্রকূট।


১৩। ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়?


➥ লর্ড বেন্টিং।


১৪। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?


➥ ১৯৩৪।


১৫। 'মারাঠা জাতির ইতিহাস' কার রচনা?


➥ গ্রান্ট ডাফ।


১৬। মহেঞ্জোদারোতে শীলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কিসের মূর্তি?


➥ শিবের আদি মূর্তি।


১৭। 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?


➥ ১৮৬০।


১৮। কোন ভাইসরয়ের আমলে 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল?


➥ লর্ড ওয়েভেল।


১৯। পচা মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায়?


➥ কেরল।


২০। ভারতের কোন রাজ্যে পলিমাটি সবথেকে কম দেখা যায়?


➥ মধ্যপ্রদেশ।


২১। 'মন্দাকিনী নদী'র উৎসস্থল কোথায়?


➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ।


২২। ভারতে কোন ধরনের খামার চাষ হয়?


➥ নিবিড় পদ্ধতির।


২৩। কিসের প্রভাবে কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত হয়?


➥ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।


২৪। কোন দেশকে 'প্রাচ্যের ব্রিটেন' বলে?


➥ জাপান।


২৫। ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তৈল পাওয়া যায়?


➥ উত্তর-পূর্ব অসমে।


২৬। কোন খাল কৃষ্ণা ও কাবেরী নদীকে যুক্ত করেছে?


➥ বাকিংহাম খাল।


২৭। কৃষ্ণরাজসাগর জলাধার ভারতের কোন রাজ্যে আছে?


➥ কর্ণাটক।


২৮। ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়?


➥ উত্তর প্রদেশ।


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই - WBPSC Food Sub Inspector (SI) Books (Study Material)


File Details:-

File Name:- ডাব্লুবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর (এসআই) বই [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.