অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Question Answer PDF

ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WBPSC Food SI Previous Year Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর PDF. নিচে WBPSC Food SI Previous Year Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Question Answer PDF



ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Question Answer PDF



 ১) বিজয়নগরে স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?


উ: উদেয়ার


২) বাহমনী রাজ্য স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে ?


উ: ১৩৪৭ খ্রিস্টাব্দে


৩) কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ?


উ: ১৩৩৬ খ্রিস্টাব্দে


৪) কে ‘বেদমার্গ প্রতিষ্ঠাপক’ উপাধি গ্রহণ করেছিলেন ?


উ: বুক্ক


৫) কে বাহমনি রাজ্যকে আটটি প্রদেশে বা তরফে বিভক্ত করেন ?


উ: মামুদ গাওয়ান


৬) শেষ বাহমনি সুলতান কে ছিলেন?


উ: কলিমউল্লাহ শাহ


৭) বিঠলস্বামী মন্দির কোন রাজার শাসনকালে নির্মিত হয়েছে?


উ: রাজা কৃষ্ণদেব রায়


৮) বিজয়নগরে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হত ?


উ: নায়েক


৯) সঙ্গম বংশ কে প্রতিষ্ঠা করেন ?


উ: হরিহর ও বুক্ক


১০) কোন বাহু মনি শাসক জ্যোতির্বিদ্যা চর্চার জন্য দৌলতাবাদে একটি মানমন্দির নির্মাণ করেন?


উ: ফিরোজ শাহ বাহমন


১১) কত সালে ঔরঙ্গজেব গোলকুণ্ডা অধিকার করেন ?


উ: ১৬৮৭ খ্রিস্টাব্দে


১২) কোন বাহমনি শাসক ১৪২৫ খ্রিস্টাব্দে গুলবার্গ থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন ?


উ: আহম্মদ শাহ


১৩) গোলকুণ্ডায় কে স্বাধীন কুতুব শাহী রাজবংশের প্রতিষ্ঠা করেন ?


উ: কুলিকুতুব শাহ


১৪) দ্বিতীয় দেবরায় এর সময়কালে কোন বিদেশী পর্যটক বিজয়নগরে আসেন ?


উ: আবদুর রজ্জাক


১৫) কে আরবিডু বংশের প্রতিষ্ঠা করেন ?


উ: তিরুমল


১৬) আহম্মদনগরে কে নিজাম শাহী রাজবংশের প্রতিষ্ঠা ?


উ: মালিক আহমেদ


১৭) কার রাজত্বকালে মামুদ গাওয়ান রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে ওঠেন?


উ: তৃতীয় মহম্মদ শাহ


১৮) বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?


উ: কৃষ্ণদেব রায়


১৯) কোন রুশ পর্যটক মামুদ গাওয়ানের মন্ত্রিত্বকালে বিদরে আসেন?


উ: নিকিতিন


২০) কোন রাজ্য কে কেন্দ্র করে আদিল শাহী রাজবংশের সূত্রপাত ঘটে ?


উ: বিজাপুর


২১) বেরারে কে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন ?


উ: ইমাদ শাহ


২২) বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শেষ শাসক রূপে রাজত্ব করেন কে ?


উ: বিরূপক্ষ


২৩) কত সালে বিদরে বারিদ শাহী রাজবংশের সূত্রপাত ঘটে ?


উ: ১৫২৭ খ্রিস্টাব্দে


২৪) কত খ্রিস্টাব্দে গোলকুণ্ডায় স্বাধীন কুতুব শাহী রাজবংশের প্রতিষ্ঠা হয় ?


উ: ১৫১৮ খ্রিস্টাব্দে


২৫) ইতিহাসে কোন যুদ্ধকে বানিহাটির যুদ্ধ বলেও অভিহিত করা হয়?


উ: তালিকোটার যুদ্ধ


২৬) পরবর্তীকালে কোন মুঘল সম্রাট গোলকুণ্ডা রাজ্য অধিকার করেন ?


উ: ঔরঙ্গজেব


২৭) দ্বিতীয় হরিহর কোন বাহমনি শাসকের হাতে পরাজিত হন?


উ: ফিরোজ শাহ


২৮) কে বিদরে বারিদ শাহী রাজবংশের প্রতিষ্ঠা করেন?


উ: আমির আলি বারিদ


২৯) সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?


উ: দ্বিতীয় দেবরায়


৩০) বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে কি নামে অভিহিত করা হত?


উ: মহাপ্রধান


৩১) কত খ্রিস্টাব্দে শাহজাহান বেরারকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন ?


উ: ১৬৩৭ খ্রিস্টাব্দে


৩২) কত খ্রিস্টাব্দে ইউসুফ আদিল শাহ স্বাধীন আদিল শাহী রাজবংশের প্রতিষ্ঠা করেন?


উ: ১৪৮৯ খ্রিস্টাব্দে


৩৩) কে বিজয়নগরে সালুভ বংশের প্রতিষ্ঠা করেন?


উ: নরসিংহ সালুভ


৩৪) কত খ্রিস্টাব্দে ফিরোজ শাহ বাহমন তেলেঙ্গানা জয় করেন ?


উ: ১৪১৭ খ্রিস্টাব্দে


৩৫) কে বিজয়নগরে তুলুভ বংশের পত্তন ঘটায় ?


উ: বীর নরসিংহ


৩৬) এলিচপুর কোন রাজ্যের রাজধানী ছিল ?


উ: বেরার


৩৭) নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন?


উ: ইতালীয় পর্যটক


৩৮) অচ্যুত রায়ের সময়কালে কারা তুতিকোরিনে স্বাধীন উপনিবেশ স্থাপন করেছিল?


উ: পোর্তুগিজরা


৩৯) তালিকোটার যুদ্ধে কোন রাজ্য পরাজিত হয় ?


উ: বিজয়নগর


৪০) বিজয়নগর সাম্রাজ্যের সমকালীন কোনটি অন্যতম শ্রেষ্ঠ বন্দর ছিল?


উ: কালিকট


৪১) কত খ্রিস্টাব্দে আহম্মদনগরে নিজাম শাহী রাজবংশের প্রতিষ্ঠা হয়?


উ: ১৪৯০ খ্রিস্টাব্দে


৪২) আলাউদ্দিন হাসান বাহমন শাহের প্রকৃত নাম কি?


উ: হাসান গঙ্গু


৪৩) কোন বিজাপুর সুলতানকে কৃষ্ণদেব রায় পর্তুগিজ সৈনিকদের সহায়তায় পরাজিত করেন?


উ: ইসমাইল শাহ


৪৪) ‘মনুচরিতম’ কে রচনা করেন?


উ: পেদ্দান


৪৫) বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী কোনটি ?


উ: পেনুকোন্ডা


৪৬) কে বিজয়নগরকে ‘বিশ্বের সেরা শহর’ বলে উল্লেখ করেছেন ?


উ: ডোমিনগো পায়েজ


৪৭) বিজয়নগর সাম্রাজ্যের সর্ববৃহৎ প্রশাসনিক বিভাগ কোনটি ?


উ: মন্ডলম


৪৮) কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীন রাজ্যের রূপে প্রতিষ্ঠিত হয় ?


উ: ১৪৮৪ খ্রিষ্টাব্দ


৪৯) বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে ‘প্যাগোডা’ বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম কি?


উ: বরাহ


৫০) কোন বিজয়নগর সম্রাট পর্তুগীজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন এবং ভাটকলের দুর্গ নির্মাণ করার অনুমতি দেন ?


উ: রাজা কৃষ্ণদেব রায়


৫১) কোন বিজয়নগর সম্রাট ফিরোজ শাহের হাতে পরাজিত হন এবং নিজের কন্যার সঙ্গে ফিরোজ শাহের বিবাহ দেন ?


উ: প্রথম দেবরায়


৫২) কে সংস্কৃত ভাষায় ‘জাম্ববতি কল্যাণম’ রচনা করেছেন ?


উ: রাজা কৃষ্ণদেব রায়



Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Question Answer PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.