অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Model Question Answer PDF

ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WBPSC Food SI Previous Year Model Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর PDF. নিচে WBPSC Food SI Previous Year Model Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Model Question Answer PDF



ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Model Question Answer PDF



1) বাবরের জীবনী 'তুজুক-ই-বাবরি / বাবরনামা' কোন ভাষায় রচিত ?


উঃ তুর্কি


2) কে আইন-ই-আকবরী রচনা করেন ?


উঃ আবুল ফজল


3) কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহির প্রবর্তন করেন ?


উঃ আকবর


4) কোন ইংরেজকে জাহাঙ্গির 'খান' উপাধি দিয়েছিলেন ?


উঃ উইলিয়াম হকিন্স


5) কোন যুদ্ধের মাধ্যমে ভারত এ মুঘল শাসনের সূচনা হয় ?


উঃ প্রথম পানিপথের যুদ্ধ (1526 খ্রি:)


6) প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?


উঃ বাবর ও ইব্রাহিম লোদি (1526 খ্রি:)


7) কোন মুঘল সম্রাট প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন ? 


উঃ আকবর


8) নিম্নলিখিত কোনটি মনসবদারের অধীনে বাহিনী গঠন করত না ? 


উঃ বন্দুকধারী সৈনিক


9) একটি বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা বৃদ্ধি পায় জাহাঙ্গিরের শাসনকালে, সেটি হল -


উঃ অনুচিত্র


10) রাজকীয় প্রথা 'ঝারোখা দর্শন' চালু করেন কোন মুঘল সম্রাট ?


উঃ আকবর


11) কোন মুঘল শাসক রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন ও তাকে ইংল্যান্ডে যেতে অনুরোধ করেন বাদশার পেনশন বৃদ্ধির জন্য ?


উঃ দ্বিতীয় আকবর


12) মুঘলদের সরকারি ভাষা ছিল -


উঃ ফারসি


13) কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান ?


উঃ দৌলত খাঁ লোদি


14) কার আমলে প্রচলিত তামার মুদ্রা হল 'দাম' ?


উঃ শেরশাহ


15) কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?


উঃ শাহজাহান


16) কোন মুঘল সম্রাট সুন্নি - মুসলমানদের কাছে 'জিন্দাপির' নামে পরিচিত ?


উঃ ঔরঙ্গজেব


17) জাহাঙ্গিরের সমাধি কোথায় অবস্থিত ?


উঃ লাহোর


18) কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় ?


উঃ 1556 খ্রি: 5 নভেম্বর


19) হুমায়ুননামা এর রচয়িতা কে ?


উঃ গুলবদন বেগম


20) কোন মুঘল সম্রাটের রাজত্বে ‛রামচরিতমানস’ রচিত হয় ?


উঃ আকবর


21) 'রামচরিতমানস' এর রচয়িতা কে ?


উঃ তুলসীদাস (হিন্দি ভাষায় রচিত)


22) কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন ?


উঃ শাহজাহান


23) টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন ?


উঃ অর্থনীতি


24) আগ্রায় মোতি মসজিদ কে নির্মাণ করেন ?


উঃ শাহজাহান


25) কোন হিন্দু দিন-ই-ইলাহি গ্রহণ করেন ?


উঃ বীরবল


26) নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন ?


উঃ মহম্মদ শাহ (1739 খ্রি:)


27) কোন মুঘল সম্রাট বাংলায় পোর্তুগিজদের দমন করেন ?


উঃ শাহজাহান


28) টোডরমল কে ছিলেন ?


উঃ আকবরের রাজস্ব মন্ত্রী


29) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?


উঃ বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহ (1527 খ্রি:)


30) 'তুজুক-ই-বাবরি / বাবরনামা' রচয়িতা কে ?


উঃ বাবার


31) কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন ?


উঃ জাহাঙ্গিরের 


32) কোন মুঘল সম্রাট হিন্দি ভাষায় বহু সংগীত রচনা করেছিলেন ?


উঃ জাহাঙ্গির


33) কোন মুঘল মন্ত্রী 'অর্থ প্রদানকারী সেনাধ্যক্ষ'ও ছিলেন ?


উঃ মীরবক্সী


34) কোন মুঘল বাদশাহ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান?


উঃ নাসিরউদ্দিন মুহম্মদ হুমায়ুন (1556 খ্রি:)


35) কোন মুঘল বাদশাহ পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন?


উঃ জাহাঙ্গির (1606 খ্রি)


36) কে ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠা করেন ?


উঃ শেরশাহ (ফরিদ খাঁ)


37) কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন, যতক্ষন না বিধবা নিজে ইচ্ছুক হন ?


উঃ আকবর


38) কোন মুঘল বাদশাহ 'দু-আসপা, শি-আসপা' চালু করেছিলেন ?


উঃ জাহাঙ্গির


39) 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?


উঃ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে


40) কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পোর্তুগিজদের বিতাড়িত করেছিলে ?


উঃ 1631 খ্রি, কাশিম খাঁ


41) কোন মুঘল বাদশাহ এর আমলে ভারতের তামাক ব্যবহারের প্রচলন হয় ?


উঃ আকবর


42) মুঘল যুগে নির্মিত কোন মসজিদটি ‛Pearl Mosque’ নামে পরিচিত ?


উঃ আগ্রার মোতি মসজিদ


43) আকবর অনুসৃত সর্বধর্ম সহিষ্ণুতার নীতি কি নামে খ্যাত?


উঃ ‛সুল-ই-কুল’ 


44) কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয় ?


উঃ 1576 খ্রি


45) হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?


উঃ আকবরের সেনাপতি মানসিংহ ও আসিফ খাঁ এবং রানা প্রতাপের মধ্যে


46) কে ‛বিক্রমাদিত্য’ উপাধি গ্রহণ করেছিলেন ?


উঃ আদিল শাহের সেনাপতি ‛হিমু’


47) কোন শাসক সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেন ?


উঃ শেরশাহ


48) কোন রাজস্ব ব্যবস্থা ‛বন্দোবস্ত’ ব্যবস্থা নামে পরিচিত ?


উঃ জবাতি ব্যবস্থা


49) ‛পাদশাহনামা’ এর রচয়িতা কে ?


উঃ আবদুল হামিদ লাহোরি


50) কোন মুঘল বাদশাহ এর শাসনকালে সিয়াহি কলম(Siyahi qalam) নামে নতুন চিত্র শৈলী উদ্ভব হয়েছিল?


উঃ শাহজাহান


51) কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন মমতাজমহল ?


উঃ শাহজাহান


52) আকবরের রাজসভার কোন হস্তলিপি শিল্পীকে ‛জারিন কলম বা স্বর্ণকলম’ উপাধি দেওয়া হয় ?


উঃ মহম্মদ হুসেন


53) কোন মুঘল শাসক গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে ‛বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করেন ?


উঃ আকবর


54) আকবর কাকে 'খান-ই-খানান' উপাধিতে ভূষিত করেন ?


উঃ বৈরাম খাঁ


55) ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেন ?


উঃ মিরজুমলা


56) কোন রাজপুতরা প্রথম স্বেচ্ছায় আকবরের বশ্যতা স্বীকার করেন ?


উঃ কচ্ছ


57) কোন মুঘল স্থাপত্যের একটি অনন্য বৈশিষ্ট্য হল তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান ?


উঃ তাজমহল


58) কে প্রয়াগ শহরকে এলাহাবাদ বা আল্লাহ-র শহর নাম দিয়েছিলেন ?


উঃ আকবর


59) কোন মুঘল যুবরাজ ভগবত গীতার ফরাসি অনুবাদ করেন ?


উঃ দারাশিকো


60) কার রাজত্বকালে 'জাবতি' ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?


উঃ আকবর


61) কে এলাহাবাদ ফোর্ট(Palace of forty Pillars) স্থাপন করেন ?


উঃ আকবর


62) কোন মুঘল শাসক ‛Prince of Builders’ নামে খ্যাত ?


উঃ শাহজাহান


63) কোন মুঘল শাসক ‛রঙ্গিলা বাদশাহ’ নাম এ পরিচিত ?


উঃ মহম্মদ শাহ


64) কার আমলকে ‛মুঘল শাসনের সুবর্ণযুগ’ বলা হয় ?


উঃ শাহজাহান এর


65) কে নবম শিখগুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ?


উঃ ঔরঙ্গজেব


66) কোন মুঘল শাসক 'কত্থক' নৃত্যশিল্পী ছিলেন ?


উঃ মহম্মদ শাহ


67) কোন মুঘল শাসকের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা-বিহার-ওড়িশার দেওয়ানি (1765 খ্রি) লাভ করে ?


উঃ দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে


68) জাহাঙ্গিরের আমলে দুই জন বিখ্যাত চিত্রকর হলেন ?


উঃ ওস্তাদ মনসুর ও বিষেন দাস


69) ইকবালনামা গ্রন্থের রচয়িতা কে ?


উঃ মুতাবিদ খাঁ


70) ভারতে শেষ মুঘল বাদশাহ কে ছিলেন ?


উঃ দ্বিতীয় বাহাদুর শাহ (1862 খ্রি)


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর - WBPSC Food SI Previous Year Model Question Answer PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের মডেল প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.