জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WBP Warder Exam Gk Questions PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF. নিচে WBP Warder Exam Gk Questions PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - WBP Warder Exam Gk Questions
1. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(ক) পালিপুত্ৰ
(B) রাজগৃহ
(C) কনৌজ
(C) সাঁচি
উত্তর: রাজগৃহ
2. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) সমুদ্র গুপ্ত
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
3. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?
(A) সারনাথ
(B) বোধগয়া
(C) লুম্বিনী
(D) বৈশালী
উত্তর: লুম্বিনী
4. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B) দক্ষিণ-পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
উত্তর: মধ্য এশিয়া
5. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়া-কলাপ এর নির্দেশ দেওয়া আছে?
(A) ঋগ্বেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
উত্তর: যজুর্বেদ
6. নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?
(A) উজ্জয়িনী
(B) গিরনার
(C) আমেদাবাদ
(D) রাজগীর
উত্তর: গিরনার
7. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
(A) হিন্দু
(B) বৌদ্ধ
(C) জৈন
(D) শৈব
উত্তর: বৌদ্ধ
8. বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন?
(A) বুদ্ধগয়া
(B) সাঁচী
(C) কুশিনগর
(D) সারনাথ
উত্তর: কুশিনগর
9. নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎসব বলা যেতে পারে?
(A) সামবেদ
(B) যজুবেদ
(C) অথর্ববেদ
(ঘ) ঋকবেদ
উত্তর: সামবেদ
10. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
(A) অজাতশত্রু
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) কনিষ্ক
উত্তর: অজাতশত্রু
11. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল?
(A) সংস্কৃত
(B) পালি
(C) মগধী
(D) ব্রাম্ভি
উত্তর: পালি
12. 24 জৈন তীর্থঙ্কর এর মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন?
(A) মহাবীর
(B) পার্শ্বনাথ
(C) রিশভ
(D) বসুমিত্র
উত্তর: মহাবীর
13. কোন অঞ্চলে আর সাথে আরও দেশে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাট
(B) কাশ্মীর
(C) পাঞ্জাব
(D) সিন্ধু
উত্তর: পাঞ্জাব
14. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(A) বৈশালী
(B) রাজগৃহ
(C) সারনাথ
(D) শ্রাবস্তী
উত্তর: বৈশালী
15. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(A) অশ্বঘোষ
(B) উপগুপ্ত
(C) বসুমিত্র
(D) নাগার্জুন
উত্তর: উপগুপ্ত
16. নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য রয়েছে?
(A) ধৰ্মগ্রন্থ
(B) ঈশ্বরের অস্তিত্ব
(C) ধর্মতত্ত্ব
(D) বস্ত্র পরিধান
উত্তর: বস্ত্র পরিধান
17. ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়ে ছিলেন?
(A) বিম্বিসার
(B) চন্দ্রগুপ্ত
(C) অশোক
(D) অজাত শত্রু
উত্তর: চন্দ্রগুপ্ত
18. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতার সর্বপ্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত?
(A) হর্ষবর্ধন
(B) চন্দ্রগুপ্ত
(C) কনিষ্ক
(D) অশোক
উত্তর: অশোক
19. পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল?
(A) শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D) হিন্দুকুশ
উত্তর: হিন্দুকুশ
20. বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
(A) ঋকবেদ
(B) পুরাণ
(C) স্মৃতি
(D) সামবেদ
উত্তর: স্মৃতি
21. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) কনৌজ
(C) সাঁচি
উত্তর: রাজগৃহ
22. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) সমুদ্র গুপ্ত
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
23. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?
(A) সারনাথ
(B) বোধগয়া
(C) লুম্বিনী
(D) বৈশালী
উত্তর: লুম্বিনী
24. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B) দক্ষিণ-পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
উত্তর: মধ্য এশিয়া
25. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়া-কলাপ এর নির্দেশ দেওয়া আছে?
(A) ঋগ্বেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
উত্তর: যজুর্বেদ
26. নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?
(A) উজ্জয়িনী
(B) গিরনার
(C) আমেদাবাদ
(D) রাজগীর
উত্তর: গিরনার
27. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
(A) হিন্দু
(B) বৌদ্ধ
(C) জৈন
(D) শৈব
উত্তর বৌদ্ধ
28. বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন?
(A) বুদ্ধগয়া
(B) সাঁচী
(C) কুশিনগর
(D) সারনাথ
উত্তর: কুশিনগর
29. নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎসব বলা যেতে পারে?
(A) সামবেদ
(B) যজুবেদ
(C) অথর্ববেদ
(D) ঋকবেদ
উত্তর: সামবেদ
30. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
(A) অজাতশত্রু
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) কনিষ্ক
উত্তর: অজাতশত্রু
31. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল?
(A) সংস্কৃত
(B) পালি
(C) মগধী
(D) ব্রাম্ভি
উত্তর: পালি
32. 24 জৈন তীর্থঙ্কর এর মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন?
(A) মহাবীর
(B) পার্শ্বনাথ
(C) রিশভ
(D) বসুমি
উত্তর: মহাবীর
33. কোন অঞ্চলে আর সাথে আরও দেশে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাট
(B) কাশ্মীর
(C) পাঞ্জাব
(D) সিন্ধু
উত্তর পাঞ্জাব
34. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(A) বৈশালী
(B) রাজগৃহ
(C) সারনাথ
(D) শ্রাবস্তী
উত্তর: বৈশালী
35. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(A) অশ্বঘোষ
(B) উপগুপ্ত
(C) বসুমি
(D) নাগার্জুন
উত্তর: উপগুপ্ত
36. নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য রয়েছে?
(A) ধৰ্মগ্রন্থ
(B) ঈশ্বরের অস্তিত্ব
(C) ধর্মতত্ত্ব
(D) বস্ত্র পরিধান
উত্তর: বস্ত্র পরিধান
37. ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়ে ছিলেন?
(A) বিম্বিসার
(B) চন্দ্রগুপ্ত
(C) অশোক
(D) অজাত শত্রু
উত্তর: চন্দ্রগুপ্ত
38. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতার সর্বপ্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত?
(A) হর্ষবর্ধন
(B) চন্দ্রগুপ্ত
(C) কনিষ্ক
(D) অশোক
উত্তর: অশোক
39. পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল?
(A) শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D) হিন্দুকুশ
উত্তর: হিন্দুকুশ
40. বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
(A) ঋকবেদ
(B) পুরাণ
(C) স্মৃতি
(D) সামবেদ
উত্তর: (C) স্মৃতি
Also Read:
Google News এ আমাদের ফলো করুন
Download জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - WBP Warder Exam Gk Questions
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
- Arithmetic Book - পাটিগণিত বই Pdf
- গনিতের সূত্রাবলী Pdf
- অনুপাত ও সমানুপাত প্রশ্নোত্তর Pdf
- 2500+ অংক প্র্যাকটিস সেট Pdf
- অঙ্ক প্র্যাকটিস সেট পিডিএফ
- Mathematics Practice Set - গনিত প্রাকটিস সেট PDF
- গণিতের ইংরেজি শব্দ
- লসাগু (L.C.M) ও গসাগু (H.C.F) Pdf
- পরিমিতির অংক Pdf
- Math Book - গণিত বই Pdf
- অনুপাত ও সমানুপাত বই Pdf
- Math Book - গণিত বই Pdf
- গনিত প্রাকটিস সেট - Math Practice Set PDF
- বিভাজ্যতার নিয়ম - Divisibility Rules - ভাগ করার নিয়ম
- গণিতের সকল সূত্র সমূহ PDF
- WBCS Math Book Pdf
- Analogy GI And Reasoning in Bengali - রিজনিং বই বাংলা PDF
- Reasoning and GI Bengali - রিজনিং ও জি আই Pdf
- Reasoning MCQ - রিজনিং MCQ প্রশ্নোত্তর Pdf
- G.I. Question Answer - জি আই প্রশ্নোত্তর Pdf
- Gi Practice Set In Bengali Pdf
- Reasoning and Mathematics - রিজনিং ও গনিত Pdf
- Reasoning Question Answer in Bengali - রিজনিং প্রশ্নোত্তর Pdf
- জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং প্রশ্ন উত্তর
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box