অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF. নিচে WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF



ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF



১) ভারতে কোন সময়ে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত ঘটে ?


উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে


২) সবচেয়ে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি ?


উঃ কল্পসুত্র বা পূর্ব


৩) কে চতুর্যামের আদর্শ প্রচার করেন ?


উঃ পার্শ্বনাথ


৪) দিগম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন ?


উঃ ভদ্রবাহু


৫) ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে কোন রাজার রাজত্বকালে ?


উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের


৬) শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন ?


উঃ স্থূলভদ্র


৭) ‛Apabhramsa’ এর উল্লেখ পাওয়া যায় কোন ধর্মে ?


উঃ জৈন ধর্মে


৮) কোন শাসকের সময়কালে বর্ধমান মহাবীর ও গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেন ?


উ: বিম্বিসার ও আজাতশত্রু


৯) বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?


উ: ২৫০ খ্রিস্টপূর্বাব্দে


১০) কোন গ্রন্থেটি মিনান্দার ও নাগসেন এর কথোপকথন সম্পর্কে লিখিত ?


উ: মিলিন্দপঞ্হ


১১) কত সালে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?


উঃ ৩০০ খ্রিস্টপূর্বাব্দে


১২) মহাবীরের দ্বারা চতুর্যামে সংযোজিত ‘পঞ্চম নীতিটি’ কি ?


উ: ব্রহ্মচর্য পালন


১৩) বুদ্ধদেব সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্ম প্রচার করেন ?


উ: সারনাথ-এ


১৪) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন শাসকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল ?


উ: কালাশোক


১৫) প্রথম বৌদ্ধ সংগীতিতে সুত্তপিটক গ্রন্থটি কোন বৌদ্ধ শিষ্য লিপিবদ্ধ করেন ?


উ: আনন্দ


১৬) ‘মজঝিম পন্থা’ অনুশীলনের জন্য গৌতম বুদ্ধ প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ পালনের অর্থ কি ছিল ?


উ: সমাজ জীবনের প্রতি সুষম দৃষ্টিভঙ্গি


১৭) বৌদ্ধ ধর্মশাস্ত্র গুলি মূলত কোন ভাষায় রচিত ?


উ: পালি ও প্রাকৃত ভাষায়


১৮) কোন সময়ে বুদ্ধের অনুগামীরা ‘থেরবাদী’ ও ‘মহাসংঘিকা’ নামক দুটি শাখায় বিভক্ত হয় ?


উ: দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন


১৯) মহাযানপন্থী বৌদ্ধ শাখার প্রসার ঘটে কার রাজত্বকালে ?


উ: কনিষ্কের রাজত্বকালে


২০) বৌদ্ধ ধর্মের উপাসনার স্থানটির নাম কি ?


উ: চৈত্য


২১) মৌর্য সম্রাট অশোক নির্মিত ধামেক স্তুপটি কোথায় অবস্থিত ?


উ: উত্তরপ্রদেশের সারনাথে


২২) বৌদ্ধ সন্ন্যাসীদের বাসগৃহ গুলি কি নামে পরিচিত ?


উ: বৌদ্ধবিহার


২৩) কোন গ্রন্থটিতে জৈন তীর্থংকরদের জীবন লিপিবদ্ধ রয়েছে ?


উ: কল্পসূত্র


২৪) লেশানের বিশাল আকার বুদ্ধমূর্তিটি (leshan giant buddha) কোথায় নির্মিত হয়েছে ?


উ: চিনে


২৫) কোন জৈন সাধকের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন ?


উ: ভদ্রবাহু


২৬) কে বিনয় পিটক সংকলন করেন ?


উ: উপালি


২৭) প্রাচীন রত্নগিরি মহাবিহার টি অবস্থিত ?


উ: ওড়িশায়


২৮) বৌদ্ধধর্মে প্রচলিত প্রতীকী চিহ্ন গুলির মধ্যে কোনটি মৃত্যুকে নির্দেশ করে ?


উ: স্তূপ


২৯) গৌতম বুদ্ধের শিষ্যত্বে দীক্ষিত হন এমন একজন রাজা হলেন—


উ: অজাতশত্রু


৩০) জৈনদের কাছে পবিত্র বলে বিবেচিত দুটি পাহাড় হল—


উ: শত্রুঞ্জয়গিরি ও উরজয়ন্তাগিরি


৩১) গৌতম বুদ্ধের স্মৃতিস্মারকরূপে নির্মিত বৌদ্ধ স্থাপত্যটি হল—


উ: স্তূপ


৩২) সর্বাধিক প্রাচীন বৌদ্ধ স্থাপত্য কোনটি ?


উ: সাঁচি


৩৩) শূন্যতার মতবাদ বা শূন্যবাদ কে প্রচার করেন ?


উ: নাগার্জুন


৩৪) পার্শ্বনাথ সমর্থিত জৈনদের সিদ্ধাক্ষেত্র কোন স্থানটিকে মনে করা হয় ?


উ: সম্মেদ শিখর


৩৫) ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ?


উ: বিহার


৩৬) গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন ?


উ: কনফুসিয়াস এর


৩৭) ‘অনেকান্তবাদ’ কোন ধর্মমতের মূল দার্শনিক তত্ত্ব ?


উ: জৈন ধর্ম


৩৮) ‘নির্গ্রন্থ নটপুত্র’ নামে কে পরিচিত ?


উ: বর্ধমান মহাবীর


৩৯) পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে ?


উ: বামিয়ান-এ


৪০) গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু হন কার সময় থেকে ?


উ: কনিষ্কের সময় থেকে


৪১) প্রথমদিকে জৈনদের ধর্মসাহিত্য লেখা হয়েছিল কোন ভাষায় ?


উ: অর্ধ-মাগধী


৪২) জৈনবাদ এবং বৌদ্ধবাদের মধ্যে নৈতিক পার্থক্যটি কি ?


উ: সকল জীব এবং জড়ের আত্মা আছে, সে বিষয়ে স্বীকৃতি প্রদান


৪৩) বৌদ্ধ ধর্মের প্রতিমোক্ষ বলতে কী বোঝায় ?


উ: সংঘের নিয়মাবলী


৪৪) লুম্বিনি গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখা থেকে জানা যায় ?


উ: অশোকের শিলালেখ থেকে


৪৫) হিউয়েন সাঙ কোথায় তার বিদ্যাচর্চা করেছিলেন ?


উ: নালন্দা


৪৬) ‘মহামস্তকাভিষেক’ ধর্মীয় অনুষ্ঠান কার সঙ্গে সম্পর্কিত ?


উ: বাহুবলি


৪৭) গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন ?


উ: আলারা কামা


৪৮) জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল ?


উ: প্রাকৃত ভাষায়


৪৯) অজন্তা গুহাচিত্র কোন ধর্মের স্বর্ণ যুগের নিদর্শন ?


উ: বৌদ্ধ ধর্ম


৫০) বুদ্ধ, ধর্ম ও সংঘ একত্রে কি নামে পরিচিত ?


উ: ত্রিরত্ন নামে


৫১) বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি ?


উ: তৃষ্না


৫২) বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয় ?


উ: ধর্মচক্র প্রবর্তন


৫৩) প্রাথমিকভাবে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ করা হয় ?


উ: পালি ভাষায়


৫৪) কুলপঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ কোনটি ?


উ: দীপবংশ


৫৫) ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?


উ: কুন্দগ্রামে


৫৬) বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত ?


উ: বৌদ্ধ ধর্ম


৫৭) বৌদ্ধ ধর্মের শৈশবের লালনক্ষেত্র কোন রাজ্যটিকে বলা হয় ?


উ: উত্তর প্রদেশ


৫৮) মিনান্দার কে ছিলেন ?


উ: ইন্দো-গ্রিক রাজা


৫৯) কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল ?


উ: অসম


৬০) সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কত সালে ?


উ: ৪৮৩ খ্রীষ্টপূর্বাব্দে


৬১) কোন বৌদ্ধ দার্শনিক খ্রিস্টীয় চতুর্থ শতকে নিজের তত্ত্বগুলি প্রচার করার জন্য নেপালে যান ?


উ: বসুবন্ধু


৬২) আনন্দের অনুরোধে কাকে সঙ্গে প্রবেশ করার অধিকার দেওয়ার মাধ্যমে ভিক্ষুনী সংঘের সূচনা হয় ?


উ: গৌতম বুদ্ধের পালকমাতা প্রজাপতি গৌতমি


৬৩) গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ এর সময় মগধের রাজা কে ছিলেন ?


উ: অজাতশত্রু


৬৪) গৌতম বুদ্ধ রাজকুমার হিসেবে কি নামে পরিচিত ছিলেন ?


উ: সিদ্ধার্থ


৬৫) চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল ?


উ: কুন্দলবনে


৬৬) ‘বুদ্ধ’ শব্দের অর্থ কি ?


উ: উপলব্ধি করা


৬৭) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় সংগঠিত হয়েছিল ?


উ: রাজগৃহে


৬৮) ভারতের বাইরে প্রথম বৌদ্ধধর্ম কোন দেশে গৃহীত হয়েছিল ?


উ: শ্রীলঙ্কায়


৬৯) বিহারের বরাবর ও নাগার্জুন পাহাড়ের গুহাগুলি সম্রাট অশোক কোন সন্ন্যাসীদের দান করেন ?


উ: আজীবক


৭০) ‘Light of Asia’ বা ‘এশিয়ার আলো’ নামে কে পরিচিত ছিলেন ?


উ: গৌতম বুদ্ধ


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Questions PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.