অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর PDF. নিচে WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF



ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF



১। ভারতের সংবিধানের 80 নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে?


➥ 250


২। গজনীর মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?


➥ 17 বার


৩। কোন দেশ সবচেয়ে বেশিবার ফিফা কাপ জিতেছে?


➥ ব্রাজিল


৪। ঘূর্ণিঝড়ের কেন্দ্র একটি শান্ত এলাকা। একে ঝড়ের কি বলা হয়?


➥ চক্ষু


৫। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?


➥ গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ


৬। 'দশকাঠিয়া' কোন রাজ্যের প্রচলিত গীতিনাট্যের একটি রূপ?


➥ ওড়িশা


৭। কিলাউয়া আগ্নেয়গিরি, যেটি সম্প্রতি খবরে দেখা গিয়েছিল, এটি কোথায় অবস্থিত?


➥ হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র)


৮। একটি পঞ্চায়েত গঠনের নির্বাচন তার মেয়াদ শেষ হওয়ার কত মাস আগে অনুষ্ঠিত করতে হয়?


➥ ছয় মাস


৯। মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে কি বলা হয়?


➥ চেরাও


১০। Tagore Centre for the Study of Culture and Civilization কোন রাজ্যে অবস্থিত?


➥ হিমাচল প্রদেশ


১১। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য কোনটি দায়ী?


➥ বহিঃস্থ কেন্দ্রমন্ডল


১২। মহাত্মা গান্ধী কাকে 'দীনবন্ধু' উপাধি দিয়েছিলেন?


➥ সিএফ অ্যান্ড্রুজ।


১৩। এরোপ্লেন আবিষ্কার করেন কে?


➥ অরভিল রাইট এবং উইলবার রাইট


১৪। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে যে, মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী?


➥ অনুচ্ছেদ 74(1)


১৫। বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে ঘন?


➥ ট্রপোস্ফিয়ার


১৬। শক্ত কাঠের গাছ যেমন সাল, শেগুন, নিম এবং শিশম (আসবাবপত্র, পরিবহন এবং নির্মাণ সামগ্রী তৈরির জন্য দরকারি) কোন ধরনের অরণ্যে পাওয়া যায়?


➥ গ্রীষ্মমন্ডলীয় পর্ণমোচী অরণ্য


১৭। যেহেতু ক্লিনিকাল থার্মোমিটার শুধুমাত্র মানবদেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে, তাই এটি 35°C থেকে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করে?


➥ 42°C


১৮। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সাংবিধানিক প্রতিকার প্রদান করা হয়েছে?


➥ 32 অনুচ্ছেদে


১৯। বাল্মিকী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?


➥ পশ্চিম চম্পারণ, বিহার


২০। উদ্ভিদের কোন অংশে মেসোফিল কলা পাওয়া যায়?


➥ পাতা


২১। কোন রাজ্য বার্ষিক Orange Festival পালনের জন্য পরিচিত?


➥ নাগাল্যান্ড


২২। আলোর তীব্রতা পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়?


➥ ক্যান্ডেলা


২৩। 2° ঘন্টার সময়ের পার্থক্যে দ্রাঘিমাংশের পার্থক্য কত হবে?


➥ 30°


২৪। শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন?


➥ ঈশরপুরী


২৫। আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে?


➥ 20 জুলাই


২৬। Henley Passport Index 2023-এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ?


➥ সিঙ্গাপুর


২৭। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?


➥ ফ্লোরিন (F)


২৮। পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?


➥ দস্তা ও তামা


২৯। ব্যারিয়াট্রিক সার্জারি ব্যক্তির দেহের কোনটির পরিবর্তন করে?


➥ ডাইজেস্টিভ সিস্টেম


৩০। মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি?


➥ হাইড্রোজেন (H)


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর - WB PSC FOOD Sub Inspector Exam Model Questions PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল মডেল প্রশ্ন ও উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.