অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ প্রশ্নপত্র - WB Jail Police Question Paper PDF

জেল পুলিশ প্রশ্নপত্র PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় WB Jail Police Question Paper PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ প্রশ্নপত্র PDF. নিচে WB Jail Police Question Paper PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ প্রশ্নপত্র PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ প্রশ্নপত্র - WB Jail Police Question Paper PDF



জেল পুলিশ প্রশ্নপত্র - WB Jail Police Question Paper PDF



1. এ স্বাধীন ভারতে খসড়া সংবিধান প্রনয়নের জন্য কোন কমিটি গঠিত হয় ?


উত্তর - খসড়া কমিটি ।


2. খসড়া কমিটির সভাপতি কে নিযুক্ত হন ?


উত্তর - ড. বি. আর আম্বেদকর ।


3. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয় ?


উত্তর - 1947 সালের 4 ঠা নভেম্বর ।


4. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ গণপরিষদের কাছে পেশ করা হয় -


উত্তর - 1948 সালের 21 ফেব্রুয়ারী ।


5. গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে ? 


উত্তর - 1949 সালের 26 শে নভেম্বর ।


6. সংবিধান রচনার কাজ শেষ করতে কত দিন সময় লাগে ?


উত্তর – 2 বছর 11 মাস 18 দিন 


7. স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় কবে ?


উত্তর - 1950 সালের 26 শে জানুয়ারী ।


8. গণ পরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ?


উত্তর - ড. রাজেন্দ্র প্রসাদ ।


9. ভারতের সংবিধান রচনা করেছিল কে ? 


উত্তর - গণ পরিষদ ।


10. গণ পরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?


উত্তর - পণ্ডিত জওহরলাল নেহেরু ।


11. গণ পরিষদকে ' কংগ্রেস পরিষদ ’ – কে বলেছেন ?


উত্তর – জে. সি. জোহরি ।


12. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি ?


উত্তর - সংবিধান ।


13. খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখাে ?


উত্তর - আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন. গােপাল স্বামী আয়েঙ্গার ।


14. গণ পরিষদ বা ভারতের সংবিধানের লক্ষ্য কী ?


উত্তর - একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে ।


15. ভারতীয় গণ পরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে কত সালে ?


উত্তর - 1947 সালের 15 ই আগস্টের পর ।


16. গণ পরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন ?


উত্তর - সচ্চিদানন্দ সিংহ ।


17. গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?


উত্তর - দিল্লির কনস্টিটিউশন হলে ।


18. গণ পরিষদের দুটি কমিটির নাম লেখাে ?


উত্তর - খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি


19. ভারতীয় গণ পরিষদ কবে গঠিত হয় ?


উত্তর - 1946 সালে ।


20. গণ পরিষদের মােট আসন সংখ্যা কত ?


উত্তর - 389 টি |


21. গণ পরিষদে মুসলিম লিগের সংখ্যা কত ছিল ?


উত্তর - 73 জন ।


22. কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল গণ পরিষদে –


উত্তর - ভারতের জাতীয় কংগ্রেসের |


23. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?


উত্তর - ড. বি. আর. আম্বেদকর ।


24. ভারতীয় সংবিধানকে কে আধা-যুক্তরাষ্ট্রীয় বলেছেন ?


উত্তর - কে. সি. হােয়ার ।


25. ভারতকে একটি ' সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ' বলে ঘােষণা করা হয় কোন আইনে ?


উত্তর - 42 তম সংবিধান শােধনী আইনে ।


26. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশােধন করা হয়েছিল কত তম সংবিধান সংশােধনে –


উত্তর - 1976 সালের 42 তম সংবিধান সংশােধনে । 


27. ভারত কি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ?


উত্তর - হ্যাঁ ।


28. সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত দুটি নীতি উল্লেখ কর কি কি ?


উত্তর - গণ সার্বভৌমিকতা এবং ধর্ম নিরপেক্ষতা ।


29. ভারতের সংবিধান কোন ধরনের সংবিধান ?


উত্তর - লিখিত সংবিধান ।


30. সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে ?


উত্তর - গণতান্ত্রিক সমাজতন্ত্র ।


31. ভারতীয় সংবিধানে কি এক নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছে ?


উত্তর - হ্যাঁ ।


32. ‘ প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্খকে ব্যক্ত করেছে ’ কোন মামলার রায়ে বলা হয়েছিল ?


উত্তর - গােলকনাথ মামলার রায়ে ।


33. ভারতীয় সংবিধান কোন ধরনের ? 


উত্তর - আংশিক ভাবে সুপরিবর্তনীয় ও আংশিকভাবে দুম্পরিবর্তনীয় ।


34. প্রস্তাবনা কি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ ?


উত্তর - না |


35. কে সর্বপ্রথম সংবিধান সভার দাবি জানান ?


উত্তর - মহাত্মা গান্ধি ।


36. সংবিধান সভার শেষ অধিবেশন বসে কবে ?


উত্তর - 1950 সালের 24 শে জানুয়ারী ।


37. 'সংবিধানের সব থেকে মূল্যবান অংশ’ হল প্রস্তাবনা - কে বলেছিলেন ?


উত্তর - ঠাকুরদাস ভার্গব ।


38. সংবিধান সভার স্পিকার কে ছিলেন ?


উত্তর - ডি. ভি. মঙ্গলকর ।


39. সংবিধান সভার কোন অধিবেশনে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ হয় -


উত্তর - প্রথম অধিবেশন ।


40. কোন আইনকে ভারতীয় সংবিধানের উৎস বলা হয় ?


উত্তর - ভারত শাসন আইনকে ( 1935 ) ।


41. ভারত শাসন আইন ( 1955 ) কোথা থেকে প্রনীত ?


উত্তর - ব্রিটিশ পার্লামেন্টের ।


42. কবে সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় ?


উত্তর - 1946 সালে ।


43. সংবিধানসভার নির্বাচনে কংগ্রেস কত আসন লাভ করেছিল ?


উত্তর - 69 % ।


44. ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ?


উত্তর - সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা |


45. সাংবিধান সভা গঠিত হয় কি পরােক্ষ নির্বাচনের মাধ্যমে -


উত্তর - হ্যাঁ |


46. সংবিধান সভার সহসভাপতি কে ছিলেন ?


উত্তর - হরেন্দ্র কুমার মুখােপাধ্যায় ।


47. 26 শে জানুয়ারী গুরুত্ব কী ?


উত্তর - 1950 সালের 26 শে জানুয়ারী নতুন সংবিধান কার্যকরী হয় এবং ভারতরাষ্ট্রপূর্ণ আইনগত সার্বভৌমত্ব অর্জন করে ?


48. পৃথিবীর লিখিত সংবিধান গুলির মধ্যে সর্ববৃহৎ সংবিধান কোনটি ?


উত্তর - ভারতীয় সংবিধান ।


49. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?


 উত্তর - 299 ।


50. ভারতে কটি অঙ্গরাজ্য আছে ?


 উত্তর - 24 টি ।


51. ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে 


উত্তর - 7 টি ।


52. সংবিধান সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?


উত্তর - 9 ই ডিসেম্বর 19461


53. স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ?


উত্তর - লর্ড মাউন্টব্যাটেন ।


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ প্রশ্নপত্র - WB Jail Police Question Paper PDF


File Details:-

File Name:- জেল পুলিশ প্রশ্নপত্র [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Answer Key: Download Now

Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.