অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


টার্গেট জেল পুলিশ বই - Target Jail Police Book PDF

টার্গেট জেল পুলিশ বই PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Target Jail Police Book PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টার্গেট জেল পুলিশ বই PDF. নিচে Target Jail Police Book PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। টার্গেট জেল পুলিশ বই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

টার্গেট জেল পুলিশ বই - Target Jail Police Book PDF



টার্গেট জেল পুলিশ বই - Target Jail Police Book PDF



প্রশ্ন: মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল?


উত্তর- বোলান নদী


প্রশ্ন: টারজান-চরিত্র টি কার তৈরি?


উত্তর- এডগার রাইস বরোস


প্রশ্ন: “অভিনব ভারত” কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর- ১৯০৪ সালে


প্রশ্ন: কোন স্থানকে ভারতের রূঢ় বলা হয়?


উত্তর- দুর্গাপুর


প্রশ্ন: নিউগিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত?


উত্তর- প্রশান্ত মহাসাগর


প্রশ্ন: বোদ বা হিউমাস মাটিতে নিম্নের কোনটি উৎপন্ন হয়? 


উত্তর- চা


প্রশ্ন: শিবাজী বাঘনখ দ্বারা কাকে হত্যা করেছিলেন?


উত্তর- আফজল খাঁকে


প্রশ্ন: নিম্নের কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনীর নাম- My Autobiography?


উত্তর- চার্লি চ্যাপলিন


প্রশ্ন: কোন অঙ্গে লাইপেজ উৎসেচক উৎপন্ন হয়?


উত্তর- অগ্ন্যাশয়


প্রশ্ন: তবকত-ই-আকবরি -গ্রন্থটি কার লেখা?


উত্তর- নিজামউদ্দিন আহমেদ


প্রশ্ন: লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায়?


উত্তর- সিসমোন্যাস্টি


প্রশ্ন: কোন দেশ প্রথম কাগজ শিল্পের উদ্ভাবন করে?


উত্তর- চীন


প্রশ্ন: পলাশীর যুদ্ধ কত সালে হয়?


উত্তর- ১৭৫৭ সালে


প্রশ্ন: বর্তমান আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন?


উত্তর- মুঘল সম্রাট আকবর (১৫৬৬ সালে)


প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে?


উত্তর- এইচ.কে. দ্বিবেদী


প্রশ্ন: বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা কে?


উত্তর- ল্যামার্ক


প্রশ্ন: 'বৃহৎ সংহিতা' বইয়ের লেখক কে?


উত্তর- বরাহমিহির


প্রশ্ন: কোন স্বাধীনতা সংগ্রামী মহামান্য নামে পরিচিত?


উত্তর- মদন মোহন মালব্য


প্রশ্ন: কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?


উত্তর- তবলা


প্রশ্ন: প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি?


উত্তর- ফ্রি প্রেস অফ ইন্ডিয়া


প্রশ্ন: দ্য লাস্ট সাপার চিত্রটির চিত্রকর কে?


উত্তর- লিওনার্দো দা ভিঞ্চি


প্রশ্ন: ধন্বন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়?


উত্তর- চিকিৎসা বিজ্ঞান


প্রশ্ন: দিল্লিতে জামা মসজিদ কে তৈরী করেছিলেন?


উত্তর- শাহজাহান


প্রশ্ন: গিরনার পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত?


উত্তর- গুজরাট


প্রশ্ন: ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কবে স্থাপিত হয়?


উত্তর- ৯ অক্টোবর ১৮৭৪


প্রশ্ন: দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত?


উত্তর- রাজস্থান


প্রশ্ন: কোন ক্রিকেটারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয়?


উত্তর- শোয়েব আখতার


প্রশ্ন: প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?


উত্তর- মিহিরভোজ


প্রশ্ন: কাকে 'নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত' বলা হয়?


উত্তর- অবনীন্দ্রনাথ ঠাকুরকে


প্রশ্ন: সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?


উত্তর- গোয়া


প্রশ্ন: পৃথিবীর সব থেকে বড় প্রাণী নাম কী?


উত্তর- নীল তিমি


প্রশ্ন: STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?


উত্তর- নিউ দিল্লী


প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?


উত্তর- ফ্যাদোমিটার


প্রশ্ন: Swamy & Friends বইটির লেখক কে?


উত্তর- আর. কে. নারায়ণ


প্রশ্ন: ভারতের রকেট ম্যান কাকে বলা হয়?


উত্তর- কে. সিভান


প্রশ্ন: কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?


উত্তর- কর্ণাটকের মাদুরাই


প্রশ্ন: মহীশূর রাজ্যের নাম পাল্টে কর্ণাটক হয় কত সালে?


উত্তর- ১৯৭৩ সালে


প্রশ্ন: মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত?


উত্তর- রেগুর


প্রশ্ন: পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?


উত্তর- মধ্যপ্রদেশ


প্রশ্ন: সমুদ্রের এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত?


উত্তর- ৩৫ গ্রাম


প্রশ্ন: দার্শনিকের উল কাকে বলেহয়?


উত্তর- জিংক অক্সাইড


প্রশ্ন: সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?


উত্তর- কেরালা


প্রশ্ন: ফুসফুসের আবরণীর নাম কি?


উত্তর- প্লুরা


প্রশ্ন: তালিকোর্টের যুদ্ধ কত সালে হয়?


উত্তর- ২ জানুয়ারী, ১৫৬৫ সালে


প্রশ্ন: ১৮২১ সালে সম্বাদ কৌমুদী কে প্রকাশ করেন?


উত্তর- রাজা রামমোহন রায়


প্রশ্ন: নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?


উত্তর- অরুণাচলপ্রদেশ


প্রশ্ন: ভারতে কয়টি ধ্রুপদী নৃত্য আছে?


উত্তর- আটটি


প্রশ্ন: মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? 


উত্তর- তামিলনাড়ু


প্রশ্ন: কোনা আইনকে biack-bill বলা হয়?


উত্তর- রাওলাট অ্যাক্টকে


প্রশ্ন: “Swami and Friends” বইটির কার লেখা? 


উত্তর- আর. কে. নারায়ণ


প্রশ্ন: ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন?


উত্তর- সুভাষচন্দ্র বসু


প্রশ্ন: আকবরের অভিভাবক কে ছিলেন?


উত্তর- বৈরাম খাঁ


প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কত সালে ঘটেছিল?


উত্তর- ১৯১৯ সালের ১৩ এপ্রিল


প্রশ্ন: “রজমনামা” কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ?


উত্তর- মহাভারত


প্রশ্ন: কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল নাম কী?


উত্তর- কার্পাস


প্রশ্ন: পারসীদের পবিত্র গ্রন্থের নাম কী? 


উত্তর- জেন্দ আবেস্তা


প্রশ্ন: সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?


উত্তর- সাঁওতাল বিদ্রোহ


প্রশ্ন: বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন?


উত্তর- জীবক


প্রশ্ন: আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল?


উত্তর- অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ


প্রশ্ন: কী পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয়?


উত্তর- বিভব প্রভেদ


প্রশ্ন: “মর্লে-মিন্টো সংস্কার” কত সালে ঘোষিত হয়?


উত্তর- ১৯০৯ সালে


প্রশ্ন: ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?


উত্তর- দেরাদুন


প্রশ্ন: পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোন প্রকৃতির?


উত্তর- লবনাক্ত ও কাদা প্রকৃতির


প্রশ্ন: হামপি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত?


উত্তর- কর্ণাটক


প্রশ্ন: কোন নদীকে বাংলার দুঃখ বলাহয়?


উত্তর- দামোদর নদী


প্রশ্ন: কোন শহরকে “নীরব শহর” বলা হয়?


উত্তর- রোম


প্রশ্ন: কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে?


উত্তর- গ্রিক


প্রশ্ন: পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি?


উত্তর- নিউক্লিয়াস


প্রশ্ন: ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?


উত্তর- জে জে থমসন


প্রশ্ন: কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন?


উত্তর- ১৯৩৭ সালে


প্রশ্ন: হ্যাভারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ?


উত্তর- অস্থি


প্রশ্ন: ঋতুপর্ণ ঘোষ তাঁর জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন?


উত্তর- ১২ টি


প্রশ্ন: কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল?


উত্তর- পারদ


প্রশ্ন: “আলেপ্পো” কোথাকার বিদ্রোহী প্রদেশ?


উত্তর- লেবানন


প্রশ্ন: ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?


উত্তর- লর্ড মাউন্টব্যাটেন


প্রশ্ন: কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত?


উত্তর- ব্রাহ্মণী


প্রশ্ন: মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান?


উত্তর- ১৬৬৬ সালে


প্রশ্ন: চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়?


উত্তর- ট্যানিক অ্যাসিড


প্রশ্ন: জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় কবে? 


উত্তর- ২৪শে ডিসেম্বর


প্রশ্ন: অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত?


উত্তর- সোনা


প্রশ্ন: ‘Bachelor Dad’ শিরোনামে প্রথম বইটির লেখা কে?


উত্তর- তুষার কাপুর


প্রশ্ন: ‘Gandhi Topi Governor’ বইটির লিখলেন কে?


উত্তর- ইয়ার্ল্লাগাদ্দা লক্ষ্মী প্রসাদ


প্রশ্ন: নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়েছিল?


উত্তর- ১৯৮৫ সালে


প্রশ্ন: UN Women’s Award for Leadership Commitment জিতলো কোন ভারতীয় মহিলা?


উত্তর- দিব্যা হেগরে


প্রশ্ন: জাতীয় কৃষক দিবস পালন করা হয় কবে?


উত্তর- ২৩শে ডিসেম্বর


প্রশ্ন: তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত?


উত্তর- বীরভূম


প্রশ্ন: বেলুচিস্তানের বোলান নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?


উত্তর- মেহেরগড় সভ্যতা


প্রশ্ন: মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি কোথায় অবস্থিত?


উত্তর- নেপাল


প্রশ্ন: ভারতে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?


উত্তর- সাঁওতাল


প্রশ্ন: কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?


উত্তর- ২৪ জানুয়ারি ১৮৫৭


প্রশ্ন: মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে?


উত্তর- লিভারে


প্রশ্ন: পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?


উত্তর- রজার বেকন


প্রশ্ন: সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন?


উত্তর- পাল বংশ


প্রশ্ন: নীললোহিত কার ছদ্মনাম?


উত্তর- সুনীল গঙ্গোপাধ্যায়


প্রশ্ন: “আমি আসিলাম, দেখিলাম ও জয় করিলাম” উক্তিটি কার?


উত্তর- জুলিয়াস সীজার


প্রশ্ন: “Quick Lime” কাকে বলা হয়?


উত্তর- ক্যালসিয়াম অক্সাইড


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download টার্গেট জেল পুলিশ বই - Target Jail Police Book PDF


File Details:-

File Name:- টার্গেট জেল পুলিশ বই [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Answer Key: Download Now

Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.