অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers

পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF. নিচে PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers



পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers



1. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?


A) ভাগীরথী-হুগলি


B) তিস্তা


C) মহানন্দা


D) দামোদর


উত্তরঃ (A) ভাগীরথী-হুগলি


2. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?


A) চুম্বি উপত্যকা


B) জেমু হিমবাহ


C) সিকিমের বিদ্যাং হ্রদ


D) চেমলাহেরী পর্বত


উত্তরঃ (B) জেমু হিমবাহ


3. চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?


A) রাইডাক


B) মহানন্দা


C) জলঢাকা


D) তিস্তা


উত্তরঃ (A) রাইডাক


4. দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নাম কি?


A) তিস্তা


B) জলঢাকা


C) মহানন্দ


D) রাইডাক


উত্তরঃ (B) জলঢাকা


5. ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারি নদীর নাম কি?


A) সংকোশ


B) মেচি


C) রাইডাক


D) জলঢাকা


উত্তরঃ (B) মেচি


6. নিম্নের কোন নদীটি দক্ষিণ বাহিনী নদী নয়?


A) তোর্সা


B) তিস্তা


C) অজয়


D) ভাগীরথী-হুগলি


উত্তরঃ (C) অজয়


7. পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমানা নির্ধারক নদীর নাম কি?


A) সংকোশ


B) জলঢাকা


C) মেচি


D) রাইডাক


উত্তরঃ (A) সংকোশ


8. "পশ্চিমবঙ্গের দুঃখ" বলা হয় কোন নদীকে?


A) মাতলা


B) দামোদর


C) তিস্তা


D) রূপনারায়ণ


উত্তরঃ (B) দামোদর


9. মেসেঞ্জার বাঁধ নির্মিত হয়েছে নিম্নের কোন নদীর উপর?


A) দামোদর


B) বরাকর


C) ময়ূরাক্ষী


D) রূপনারায়ণ


উত্তরঃ (C) ময়ূরাক্ষী


10. নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?


A) কংসাবতী


B) সুবর্ণরেখা


C) ময়ূরাক্ষী


D) অজয়


উত্তরঃ (B) সুবর্ণরেখা


11. শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি?


A) রূপনারায়ন


B) ময়ূরাক্ষী


C) শিলাবতী


D) হলদি


উত্তরঃ (A) রূপনারায়ন


12. সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি?


A) ইছামতি


B) মাতলা


C) বিদ্যাধরী


D) রায়মঙ্গল


উত্তরঃ (B) মাতলা


13. তিলাইয়া ও মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত?


A) কেলেঘাই


B) বরাকর


C) দ্বারকেশ্বর


D) দামোদর


উত্তরঃ (B) বরাকর


14. আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) হুগলি


B) সুবর্ণরেখা


C) মাহি


D) দামোদর


উত্তরঃ (D) দামোদর


15. বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) জলঙ্গী


B) কোপাই


C) কালজানি


D) আত্রাই


উত্তরঃ (B) কোপাই


16. ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) গন্ধেশ্বরী ও ধলকিশোর


B) হুগলি


C) মহানন্দা


D) জলঙ্গী


উত্তরঃ (C) মহানন্দা


17. গন্ধেশ্বরী ও ধলকিশোর বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত-


A) আলিপুরদুয়ার


B) শিলিগুড়ি


C) বাঁকুড়া


D) শান্তিনিকেতন


উত্তরঃ (C) বাঁকুড়া


18. শান্তিনিকেতন শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) মহানন্দা


B) জলঙ্গী


C) দামোদর


D) অজয়, কোপাই


উত্তরঃ (D) অজয়, কোপাই


19. কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) কোপাই


B) মহানন্দা


C) জলঙ্গী


D) অজয়


উত্তরঃ (C) জলঙ্গী


20. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?


A) তিস্তা ও করলা


B) তোর্সা


C) মহানন্দা


D) রাইডাক


উত্তরঃ (A) তিস্তা ও করলা


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special Model General Knowledge Questions Answers


File Details:-

File Name:- পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল মডেল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.