অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special General Knowledge Questions Answers

পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় PSC Food Inspector Special General Knowledge Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF. নিচে PSC Food Inspector Special General Knowledge Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special General Knowledge Questions Answers



পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special General Knowledge Questions Answers



১) ‘আর্য’ (Aryan) শব্দটি বোঝায়— 


উত্তর: একটি ভাষাগোষ্ঠী 


২) ঋগবৈদিক যুগে কাকে আলোর দেবতা হিসেবে পুজো করা হত ? 


উত্তর: মিত্র 


৩) ঋগবেদে শুতুদ্রি বলতে কি বোঝানো হত ? 


উত্তর: নদীর নাম 


৪) বৈদিক যুগে ‘খিল্য’ বলতে কি বোঝানো হত ? 


উত্তর: কর্ষিত ভূমি 


৫) ‘পুরুষসূক্ত’ এর বিষয় কি ছিল— 


উত্তর: বিশ্বসৃষ্টির রহস্য 


৬) বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল ? 


উত্তর: নিষ্ক 


৭) অথর্ববেদের খন্ড সংখ্যা কত ?


উত্তর: ২০ টি


৮) বৈদিক যুগে পশুচারণভূমি এর তদারকির দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের কি বলা হত ? 


উত্তর: ব্রজপতি 


৯) বেদকে অপৌরুষেয় বলা হয়, এর কারণ কি ? 


উত্তর: বেদ মনুষ্যরচিত নয় 


১০) ‘আর্য’, ‘ইন্দো-আরিয়ান’, ‘ইন্দো-ইউরোপিয়ান’ প্রভৃতি শব্দ গুলি কিসের ধারণা দেয় ? 


উত্তর: ভাষাগত ধারণা 


১১) আর্যদের আদি বাসভূমি ছিল কিরঘিজ স্তেপ ’ — এই অভিমতটি কে ব্যাক্ত করেছেন ? 


উত্তর: ব্রান্ডেনস্টাইন 


১২) ‘কার্পাস’ শব্দটির উল্লেখ প্রথম কার রচনায় পাওয়া যায় ? 


উত্তর: পাণিনি 


১৩) বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন— 


উত্তর: মুদগলানী


১৪) ঋগবেদে 'অঘ্ন‍্য' (যা হননযোগ্য নয়) শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ? 


উত্তর: গাভী


১৫) উপনয়ন প্রথা সম্পর্কিত প্রথম বিস্তর বিবরণ পাওয়া যায়— 


উত্তর: শতপথ ব্রাহ্মণে 


১৬) বৈদিক যুগে ‘শতঅরিত্র নৌ’ বলতে কী বোঝানো হয়েছে ? 


উত্তর: একশত দাড়বিশিষ্ট নৌকা 


১৭) সংস্কৃতির সঙ্গে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার সাদৃশ্য থাকায় এগুলির ভাষাগত উৎস একই— এই অভিমত টি কার ? 


উত্তর: উইলিয়াম জোনস 


১৮) বৈদিক সভ্যতায় 'কৌলাল' কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন ? 


উত্তর: কুম্ভকার 


১৯) পরবর্তী বৈদিক যুগে উল্লিখিত 'শৈলুষ' শব্দটি কি অর্থে ব্যবহৃত হত ? 


উত্তর: অভিনেতা 


২০) পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কি নামে পরিচিত ছিল ? 


উত্তর: ভাগদূখ 


২১) আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন একটি লিপি হল— 


উত্তর: বোঘাজকয় লিপি 


২২) বৈদিক যুগের কোন রাজনৈতিক সভা 'নারিস্তা' নামেও পরিচিত ? 


উত্তর: সভা 


২৩) সাংখ্যদর্শনের রচয়িতা কে ? 


উত্তর: কপিল 


২৪) পরবর্তী বৈদিক যুগে আর্যরা কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন ? 


উত্তর: গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চলে 


২৫) বৈদিক আর্যদের বাড়ি ঘর নির্মাণের প্রধান উপকরণ কি ছিল ? 


উত্তর: পোড়া ইট 


২৬) বৈদিক সাহিত্যে ‘পুরচরিষ্ণু’ বলতে বোঝানো হয়েছে— 


উত্তর: চলমান দুর্গকে 


২৭) ‘ইষুকার’ বলতে যে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিকে বোঝানো হত, তা হল— 


উত্তর: তীরনির্মাতা 


২৮) বৈদিক যুগের ধর্মচর্চার কেন্দ্র ছিল— 


উত্তর: যঞ্জ 


২৯) বৈদিক সমাজের চতুরাশ্রম প্রথার বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া গেছে ? 


উত্তর: ঋগবেদের ‘পুরুষসূক্ত’ 


৩০) বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় ‘উপনিষদ’ এর অপর নাম কি ? 


উত্তর: বেদান্ত 


৩১) বৈদিক যুগের রাজারা সাধারণ মানুষের থেকে যে কর আদায় করতেন, সেটি ছিল— 


উত্তর: বলি 


৩২) ‘দশরাজার’ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ? 


উত্তর: পুরুষ্নী(রাভি) 


৩৩) পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন— 


উত্তর: প্রজাপতি 


৩৪) বৈদিক আর্যদের রচিত বেদের গদ্যাংশ সাহিত্যটি হল—


উত্তর: ব্রাহ্মণ 


৩৫) কোন বণিক সম্প্রদায় এর অস্তিত্ব পরবর্তী বৈদিক যুগে লক্ষ করা যায় না ? 


উত্তর: বঙ্গবণিক 


৩৬) পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতারূপে কার উল্লেখ পাওয়া যায় ? 


উত্তর: পুষান


৩৭) বেদের কোন অংশটি গদ্য-পদ্য উভয় ভাষায় সংকলিত ? 


উত্তর: যজুর্বেদে 


৩৮) বৈদিক যুগের দুটি উল্লেখযোগ্য শহর হল— 


উত্তর: হস্তিনাপুর ও কোশাম্বী 


৩৯) পরবর্তী বৈদিক সমাজে ‘রাষ্ট্রগোপ’ বলতে কোন ব্যক্তিকে বোঝানো হত ? 


উত্তর: পুরোহিত 


৪০) বানপ্রস্থাশ্রম পালনের জন্য নির্ধারিত বয়স সীমা ছিল—


উত্তর: ৫০-৭৫ বছর


৪১) বৈদিক সমাজে প্রচলিত ‘নিয়োগপ্রথা’-র অর্থ ছিল—


উত্তর: স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির থেকে পুত্রসন্তান লাভ 


৪২) বেদাঙ্গের কোন অংশে শ্রৌতসূত্র, গৃহ‍্যসূত্র, এবং ধর্মসূত্রের উল্লেখ পাওয়া যায় ? 


উত্তর: কল্পসূত্র -এ 


৪৩) আর্যদের কাছে সিন্ধুর অধিবাসীরা কি নামে পরিচিত ছিল ? 


উত্তর: দশায়ুস 


৪৪) বৈদিক যুগে কোন ক্ষেত্রটি রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল ? 


উত্তর: প্রয়াগ


৪৫) পরবর্তী বৈদিক যুগে উল্লেখিত ‘ত্রপু’ কথাটির অর্থ হল—


উত্তর: টিন


৪৬) বৈদিক যুগে সুদে ঋণ দেওয়ার বিষয়ে প্রথম উল্লেখ পাওয়া যায়— 


উত্তর: শতপথ ব্রাহ্মণে


৪৭) বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল ?


উত্তর: বাজপেয়ী


৪৮) লাঙ্গল নির্মাণের ক্ষেত্রে বৈদিক আর্যরা কি ধরনের কাঠের ব্যবহার করত ? 


উত্তর: খাদির এবং উদামবর


৪৯) ঋগবৈদিক যুগে রাষ্ট্রব্যবস্থার একক হিসাবে গণ্য করা হত—


উত্তর: বিশ


৫০) ঋগবেদের অধিকাংশ সূক্ত বা স্তুতি কোন দেবতার উদ্দেশ্যে রচিত ?


উত্তর: ইন্দ্র


৫১) বৈদিক যুগে ‘দ‍্যূতক্রীড়ায়’(পাশাখেলায়) রাজার প্রধান সহায়ক ছিলেন—


উত্তর: অক্ষবাপ


৫২) পরবর্তী বৈদিক যুগের ‘গোবিকর্তন’ বলতে বোঝায়—


উত্তর: মৃগয়ায় রাজার সহগামী ব্যক্তি


৫৩) বৈদিক ধর্ম ও পরবর্তীকালে কি নামে বিকাশ লাভ করে ?


উত্তর: ব্রাহ্মণ ধর্ম


৫৪) বৈদিক আর্যরা প্রথম যে অঞ্চলে বসতি স্থাপন করেছিল, সেটি হল—


উত্তর: সপ্তসিন্ধু


৫৫) বৈদিক সাহিত্যের কোন অংশে ‘নারীকে সকল দুঃখের কারণ’ হিসেবে অভিহিত করা হয়েছে ?


উত্তর: ঐতরেয় ব্রাহ্মনে


৫৬) ঋগ বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিলেন—


উত্তর: ইন্দ্র


৫৭) কোন ধরনের বিবাহে পাত্র নিজের বিবাহে নিজেই পৌরোহিত্য করেন ?


উত্তর: দৈব বিবাহ


৫৮) বৈদিক সভ্যতার অর্থনীতি কিসের উপর নির্ভর ছিল ?


উত্তর: কৃষিকাজ ও পশুপালন


৫৯) অধর্ম বিবাহে ‘স্ত্রীধন’ লাভের অধিকারী হল—


উত্তর: পিতা


৬০) ব্রহ্মচর্য সমাপনের পর কোন সংস্কারটি পালন করা হত ?


উত্তর: সমাবর্তন


৬১) পরবর্তী বৈদিক যুগে ‘পশুপতি মহাদেব’ হিসেবে যে দেবতার পূজো করা হত, তিনি হলেন—


উত্তর: রুদ্র


৬২) বৈদিক সভ্যতা কোন যজ্ঞ কে ঋষি যজ্ঞ বলা হত ?


উত্তর: ব্রহ্ম যজ্ঞ


৬৩) ‘বেদ’ শব্দটি ‘বিদ’ থেকে উৎপত্তি হয়েছে এই ‘বিদ’ শব্দের অর্থ কি ?


উত্তর: জ্ঞান


৬৪) বৈদিক যুগের দুটি বিখ্যাত প্রতিষ্ঠান ছিল—


উত্তর: সভা ও সমিতি


৬৫) কে ১৩টি সংস্কারের কথা বলেন ?


উত্তর: পরাগকর


৬৬) স্ত্রীর স্বামী যে বিবাহে স্ত্রীধন অপুত্রক স্ত্রী-র মৃত্যুর পর পান—


উত্তর: প্রজাপত‍্য, দৈব, ব্রহ্ম, অর্স


৬৭) মনুর মতে ‘বর্ণশঙ্কর’ বলতে কি বোঝায় ?


উত্তর: মাতার বর্ণ পিতার বর্ণের থেকে উচু


৬৮) সংস্কার সম্বন্ধে প্রথম যথাযথ ব্যাখ্যা পাওয়া গেছে—


উত্তর: বৃহদারণ্যক উপনিষদ-এ


৬৯) বেদারম্ভ সংস্কার উল্লেখ করা হয়েছে—


উত্তর: ব্যাস স্মৃতি -


৭০) ঋগবেদে চর্মকারকে কি বলা হত ?


উত্তর: চর্মন্ন


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর - PSC Food Inspector Special General Knowledge Questions Answers


File Details:-

File Name:- পি এস সি ফুড ইন্সপেক্টর স্পেশাল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.