অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর - Jail Police Questions Answers

জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর PDF. নিচে Jail Police Questions Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর - Jail Police Questions Answers



জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর - Jail Police Questions Answers





1. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?


(A) সেলুকাস


(B) ফাইনাল


(C) মিনান্দার


(D) মেগাস্থিনিস


উত্তর: মেগাস্থিনিস


2. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভায় অলংকৃত করেছিলেন?


(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত


(B) অশোক


(C) বিম্বিসার


(D) সমুদ্র গুপ্ত


উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


3. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন?


(A) লক্ষণ সেন জ বে


(B) ধর্মপাল


(C) ভাস্কর বর্মন


(D) শশাঙ্ক


উত্তর: শশাঙ্ক


4. গুপ্ত যুগে কে 'উত্তর রামচরিত' নাটক রচনা করেছেন?


(A) কালিদাস


(B) বিশাখা দত্ত


(C) ভারবি


(D) ভবভূতি


উত্তর: ভবভূতি


5. ভারতের ইতিহাসে কোন যুগকে 'স্বর্ণযুগ' বলা হয়?


(A) গুপ্তযুগ


(B) মৌর্যযুগ


(C) মোগলযুগ


(D) কুষাণযুগ


উত্তর: গুপ্তযুগ


6. সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে?


(A) গিরনার শিলালিপি


(B) হাতিগুম্ফা শিলালিপি


(গ) এলাহাবাদ স্তম্ভ লিপি


(D) সারনাথ শিলালিপি


উত্তর: এলাহাবাদ স্তম্ভ লিপি


7. বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পন্ডিত ছিলেন?


(A) চিকিৎসাশাস্ত্র


(B) শরীরবিদ্যা


(C) জ্যোতির্বিদ্যা


(D) সাহিত্য


উত্তর: জ্যোতির্বিদ্যা


8. বিশ্বের একশোসব্বোর্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত। কোন রচনাটি?


(A) কুমারসম্ভব


(B) শকুন্তলা


(C) মেঘদুত


(D) রঘুবংশ


উত্তর: শকুন্তলা


9. যে ছুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল?


(A) মধ্য এশিয়া


(B) পশ্চিম এশিয়া


(C) মঙ্গোলিয়া


(D) দক্ষিণ- পূর্ব এশিয়া


উত্তর: পশ্চিম এশিয়া


10. সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছে?


(A) পালি


(B) সংস্কৃত


(C) প্রাকৃত


(D) ব্রাহ্মী


উত্তর: ব্রাহ্মী


11. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন?


(A) দারিয়ুস


(B) আলেকজান্ডার


(C) মুহাম্মদ বিন কাসিম


(D) সেলুকাস নিকেটর


উত্তর: সেলুকাস নিকেটর


12. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়?


(A) অশোক


(B) কনিষ্ক


(C) পুষ্যমিত্র শুঙ্গ


(D) চন্দ্রগুপ্ত মৌর্য


উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য


13. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়?


(A) বৈদিক যুগে


(B) মৌর্য যুগে


(C) গুপ্তযুগে


(D) মোগল যুগে


উত্তর: মৌর্য যুগে


14. কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা ও তাম্রপত্র ব্যবহৃত হয়েছিল?


(A) গুপ্ত


(B) মোগল


(C) মৌর্য


(D) কুষাণ


উত্তর: কুষাণ


15. 'কাদম্বরী' কাব্যের রচয়িতা কে?


(A) কালিদাস


(B) বানভট্ট


(C) বিশাখাদত্ত


(D) হরিসেন


উত্তর: বানভট্ট


16. চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?


(A) চন্দ্রগুপ্ত মৌর্য


(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য


(C) অশোক


(D) হর্ষবর্ধন


উত্তর: হর্ষবর্ধন


17. সংস্কৃত নাটক 'রত্নাবলী' কে লিখেছিলেন?


(A) হর্ষবর্ধন


(B) বানভট্ট


(C) শ্রীহর্ষ


(D) কালিদাস


উত্তর: হর্ষবর্ধন


18. সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না?


(A) মাদ্রাজ


(B) কাশ্মীর


(C) তক্ষশীলা


(D) কনৌজ


উত্তর: মাদ্রাজ


19. ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন?


(A) গুপ্ত যুগ


(B) সুলতানি যুগ


(C) মধ্যযুগ


(D) মুঘল যুগ


উত্তর: গুপ্ত যুগ


20. নিচের কোন প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছিল?


(A) ক্যাবিনেট


(B) ক্রিপস মিশন


(C) মাউন্টব্যাটেন প্ল্যান


(D) ওয়াভেল প্লান


উত্তর: মাউন্টব্যাটেন প্ল্যান


21. ভারতীয় জনতা অতিক্ষুদ্র সংখ্যালঘু একাংশের জনপ্রতিনিধি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস- এই অভিমত পোষণ করেছিলেন?


(A) লর্ড ল্যান্সডাউন


(B) লর্ড কার্জন


(C) লর্ড এলগিন


(D) লর্ড ডাফরিন


উত্তর: লর্ড ডাফরিন


22. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ১৯৩০ খ্রিস্টাব্দে নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য?


(A) ডান্ডি অভিযান


(B) বঙ্গভঙ্গ


(C) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড


(D) অসহযোগ আন্দোলন


উত্তর: ডান্ডি অভিযান


23. কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহবান করেছিলেন?


(A) আইন অমান্য আন্দোলন


(B) খিলাফৎ আন্দোলন


(C) অসহযোগ আন্দোলন


(D) স্বদেশী আন্দোলন


উত্তর: অসহযোগ আন্দোলন


24. হিন্দু-মুসলিম ঐক্যের প্রকৃত প্রতিফলন কোন আন্দোলনের স্পষ্ট ছিল?


(A) ভারত ছাড়ো আন্দোলন


(B) খিলাফৎ আন্দোলন


(C) স্বদেশী আন্দোলন


(D) আইন অমান্য আন্দোলন


উত্তর: খিলাফৎ আন্দোলন


25. পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন-


(A) মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির


(B) তাঞ্জোর মন্দির


(C) ইলোরার কৈলাসনাথ মন্দির


(D) মহাবলীপুরমের রথ মন্দির


উত্তর: মহাবলীপুরমের রথ মন্দির


26. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিটের প্রবর্তন করেন?


(A) ডালহৌসি


(B) ওয়েলেসলি


(C) ক্যানিং


(D) বেন্টিঙ্ক


উত্তর: ডালহৌসি


27. শেষ মৌর্য সম্রাট কে হত্যা করে তার সেনাপতি ও পরামর্শদাতা মগধের সিংহাসনে দখল করেন। তিনি কে ছিলেন?


(A) পুষ্যমিত্র শুঙ্গ


(B) অগ্নিমিত্র


(C) কনিষ্ক


(D) বৃহদ্রথ


উত্তর: পুষ্যমিত্র শুঙ্গ


28. নিচের কোন রাজবংশ মহাবালেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন?


(A) চোল


(B) পান্ড্য


(C) পল্লব


(D) চালুক্য


উত্তর: পল্লব


29. মারাঠা পেশোয়ারদের মধ্যে কে 'হিন্দুপদ- পাদশাহী' আদর্শ অনুসরণ করেছিলেন?


(A) বালাজি বিশ্বনাথ


(B) প্রথম বাজিরাও


(C) নারায়ণ রাও


(D) মাধব রাও


উত্তর: প্রথম বাজিরাও


30. মোহাম্মদ ঘুরীর কোন পুত্র সন্তান না থাকায় তিনি তার বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পন করেছিলেন। কে ছিলেন সেই সেনাপতি?


(A) মালিক কাফুর


(B) কুতুবউদ্দিন আইবক


(C) ইলতুৎমিস


(D) নাসিরুদ্দিন


উত্তর: কুতুবউদ্দিন আইবক


31. নিচের কে সম্রাট অশোকের স্ত্রী ছিলেন যিনি অশোককে অনেকাংশে প্রভাবিত করেছিলেন?


(A) চণ্ডালিকা


(B) চারুলতা


(C) গৌতমি


(D) কারুবকী


উত্তর: কারুবকী


32. ভারতে গরিলা যুদ্ধে নিচের কে পারদর্শী ছিলেন?


(A) ঔরঙ্গজেব


(B) রানা প্রতাপ


(C) শিবাজী


(D) টিপু সুলতান


উত্তর: শিবাজী


33. কোন সুফি সাধক বলেছিলেন ভক্তিমূলক সংগীত হল ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটি উপায়?


(A) মইনুদ্দিন চিশতী


(B) বাবা ফরীদ


(C) সৈয়দ মুহাম্মদ


(D) শাহ আলম বুখার


উত্তর: মইনুদ্দিন চিশতী


34. মহারানা প্রতাপ এর বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল?


(A) চেতক


(B) অশ্বথামা


(C) দ্রুতি


(D) চিতোর


উত্তর: চেতক


35. কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন?


(A) লক্ষীবাই


(B) রুক্মিণী দেবী


(C) যোধাবাঈ


(D) পদ্মিনী


উত্তর: যোধাবাঈ


36. ১৯৫০ শালের স্বদেশী আন্দোলন নিচের কোন গোষ্ঠীকে কার্যত প্রভাবিত করেনি?


(A) নারী


(B) কৃষক


(C) মুসলিম


(D) বুদ্ধিজীবী


উত্তর: কৃষক


37. ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার জন্য কে প্রথম সোচ্চার হয়েছিলেন?


(A) মহম্মদ ইকবাল


(B) আহমদ খান


(C) শেখ আব্দুল্লাহ


(D) এমকে জিন্নাহ


উত্তর: মহম্মদ ইকবাল


38. অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স কবে গঠিত হয়েছিল?


(A) ১৯২৪


(B) ১৯২৬


(C) ১৯২৭


(D) ১৯৩০


উত্তর: ১৯২৭


39. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল?


(A) অমৃতসর


(B) লুধিয়া


(C) হায়দ্রাবাদ


(D) লাহোর


উত্তর: অমৃতসর


40. হোমরুল আন্দোলনের সাথে নিচের কে সম্পর্ক রাখেনি?


(A) মহম্মদ আলী জিন্না


(B) বালগঙ্গাধর তিলক


(C) বিপিনচন্দ্র পাল


(D) অ্যানি বেসান্ত


উত্তর: মহম্মদ আলী জিন্না


41. মহাত্মা গান্ধীর একটি উল্লেখযোগ্য অবদান হল অপৃশ্যতা দূরীকরণ। এই উদ্দেশ্যে তিনি 'অল ইন্ডিয়া হরিজন সংঘ' প্রতিষ্ঠা করেন কত সালে?


(A) 1924


(B) 1929


(C) 1932


(D) 1934


উত্তর: 1932


42. কে বলেছিলেন-" ভারতের একমাত্র আশা তার সাধারন জনগন, উচ্চ শ্রেণীর মানুষ শারীরিক এবং মানসিকভাবে মৃত"?


(A) বালগঙ্গাধর তিলক


(B) মহাত্মা গান্ধী


(C) স্বামী বিবেকনন্দ


(D) গোপালকৃষ্ণ গোখলে


উত্তর: স্বামী বিবেকানন্দ


43. একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব পেশ করার জন্য লর্ড ওয়াভেল কোন ভারতীয় রাজনৈতিক কে আহ্বান করেছিলেন?


(A) জহরলাল নেহেরু


(B) মহাত্মা গান্ধী


(C) মৌলানা আবুল কালাম আজাদ


(D) এম এ জিন্না


উত্তর: জহরলাল নেহেরু


44. ভারতছাড়ো আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে কে বলেছিলেন "Back to Cripps"?


(A) জহরলাল নেহেরু


(B) মহম্মদ আলী জিন্না


(C) মহাত্মা গান্ধী


(D) রাজাগোপালাচারী


উত্তর: রাজাগোপালাচারী


45. ১৯০৭ সালে কংগ্রেস অধিবেশনে নিচের কোনটিকে নিয়ে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে মতবিরোধ ঘটেছিল?


(A) শিক্ষা


(B) বয়কট


(C) সত্যাগ্রহ


(D) স্বরাজ


উত্তর: স্বরাজ


46. নিচের কে "Liberator of thebPress" নামে পরিচিত ছিলেন?


(A) হেস্টিংস


(B) মেকলে


(C) মেটকাফে


(D) বেন্টিঙ্ক


উত্তর: মেটকাফে


47. ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কার ছিল?


(A) লর্ড মেকলে


(B) লর্ড বেন্টিং


(C) ডেভিড হেয়ার


(D) অক্টাভিয়ান হিউম


উত্তর: লর্ড মেকলে


48. ১৮৮৭ সালে কে ইন্ডিয়ান ন্যাশনাল সোস্যাল কংগ্রেস স্থাপন করেন?


(A) গোপালকৃষ্ণ গোখলে


(B) রাজা রামমোহন রায়


(C) এম জি রাণাডে


(D) বালগঙ্গাধর তিলক


উত্তর: এম জি রাগাডে


49. কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার ভারত শাসন করার ক্ষমতা কেড়ে নেয়?


(A) ম্যাগনাকার্টা অফ রাইটস


(B) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট


(C) ইলবার্ট বিল


(D) ওপরের কোনোটিই নয়


উত্তর: ওপরের কোনোটিই নয়


50. "জন-গণ-মন" গানটি ১৯১২ সালে জানুয়ারি মাসে কি নামে প্রথম প্রকাশিত হয়েছিল?


(A) দেশমাতৃকা


(B) তত্ত্ববোধিনী


(C) ভারতমাতা


(D) ভারত বিধাতা


উত্তর: ভারত বিধাতা


51. কোন ব্রিটিশ শাসকের শাসনকালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল?


(A) হার্ডিঞ্জ


(B) মিন্টো


(C) কার্জন


(D) চেমসফোর্ড


উত্তর: হার্ডিঞ্জ


52. ডান্ডি অভিযানের সময় বিখ্যাত গান "রঘুপতি রাঘব রাজা রাম" কে গেয়ে ছিলেন?


(A) ওঙ্কার নাথ ঠাকুর


(B) দিগম্বর বিষ্ণু পালুঙ্কর


(C) মল্লিকার্জুন মানসুর


(D) কৃষ্ণ শংকর পন্ডিত


উত্তর: দিগম্বর বিষ্ণু পালুষ্কর


53. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন?


(A) ভগৎ সিং


(B) উধম সিং


(C) মনলাল ধিংড়া


(D) হসরৎ মোহানী


উত্তর: উধম সিং


54. কে প্রথম বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা করেন?


(A) জহরলাল নেহেরু


(B) মহাত্মা গান্ধী


(C) রামমোহন রায়


(D) দয়ানন্দ সরস্বতী


উত্তর: মহাত্মা গান্ধী


55. ভারতে ব্রিটিশ শাসকরা কবে থেকে গভর্নর জেনারেল এর পরিবর্তে ভাইসরয় পদ মর্যাদায় ভূষিত হন?


(A) 1858 সাল


(B) 1885 সাল


(C) 1888 সাল


(D) 1911 সাল


উত্তর: 1858 সাল


56. নিচের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?


(A) বিজয়লক্ষ্মী পণ্ডিত


(B) অ্যানি বেসান্ত


(C) অরুনা আসফ আলী


(D) সুচেতা কৃপালিনী


উত্তর: অ্যানি বেসান্ত


57. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের ঘটনায় অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে সেই কমিটির প্রধান কে ছিলেন?


(A) জন সাইমন


(B) ক্রিপস


(C) হান্টার


(D) জেনারেল ডায়ার


উত্তর: হান্টার


58. উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?


(A) ডঃ এম এ আনসারি


(B) সেওয়া সিং থিকরিওয়ালা


(C) খান আবদুল গফফুর খান


(D) শেখ আব্দুল্লাহ


উত্তর: খান আবদুল গফফুর খান


59. 1946 সালের সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নেতৃত্বে কে ছিলেন?


(A) মহাত্মা গান্ধী


(B) জহরলাল নেহেরু


(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ


(D) রাজাগোপালাচারী


উত্তর: জহরলাল নেহেরু


60. ভারত সরকারের ১৯৩৫ সালের আইন অনুসারে ভারতবর্ষ তখন কটি প্রদেশে বিভক্ত ছিল?


(A) এগারোটি


(B) বারোটি


(C) তেরোটি


(D) চৌদ্দটি


উত্তর: এগারোটি


61. শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন- সেটির নাম কি?


(A) বন্দেমাতরম


(B) দৈনিক সমাচার


(C) ভারত দর্পণ


(D) যুগান্তর


উত্তর: বন্দেমাতরম


62. কে বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত?


(A) আশুতোষ মুখার্জী


(B) বিপিনচন্দ্র পাল


(C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


উত্তর: বিপিনচন্দ্র পাল


63. ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তার নাম কি?


(A) নবাব সলিমুল্লাহ


(B) নবাব ওয়াজেদ আলী


(C) হাফিজ আব্দুল মজিদ


(D) শেখ আব্দুল্লাহ


উত্তর: নবাব সলিমুল্লাহ


64. সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন?


(A) জহরলাল নেহেরু


(B) রমেশচন্দ্র দত্ত


(C) ভি ডি সাভারকার


(D) বালগঙ্গাধর তিলক


উত্তর: ভি ডি সাভারকার


65. বঙ্গভঙ্গ আন্দোলনে ব্রিটিশ দ্রব্য বর্জনের ডাক প্রথম কে দিয়েছিলেন?


(A) মহাত্মা গান্ধী


(B) কৃষ্ণকুমার মিত্র


(C) চিত্তরঞ্জন দাস


(D) মহামতি গোখলে


উত্তর: কৃষ্ণকুমার মিত্র


66. সিপাহী বিদ্রোহের সময় দিল্লিতে কোন মোগল সম্রাট ছিলেন?


(A) দ্বিতীয় বাহাদুর শাহ


(B) দ্বিতীয় আকবর শাহ


(C) ফারুকশিয়ার


(D) প্রথম বাহাদুর শাহ


উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ


67. সরকারিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন কত খ্রিস্টাব্দে হয়?


(A) ১৮৩৫ খ্রিষ্টাব্দ


(B) ১৮৮৫ খ্রিষ্টাব্দ


(C) ১৮৪০ খ্রিষ্টাব্দ


(D) ১৮৫১ খ্রিষ্টাব্দ


উত্তর: ১৮৩৫ খ্রিষ্টাব্দ


68. দ্বীপান্তর থেকে মুক্তিলাভের পর বারীন্দ্রকুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেন?


(A) মুক্তিসূর্য


(B) বিজলী


(C) দিবারাত্রি


(D) সংবাদ কৌমুদী


উত্তর: বিজলী


69. কাকোরি ষড়যন্ত্র মামলা দায় ১৯২৭ সালের ২১ ডিসেম্বর কাকে ফাঁসি দেওয়া হয়?


(A) ঠাকুর রোশন সিং


(B) রাজগুরু


(C) ভগৎ সিং


(D) সূর্য সেন


উত্তর: ঠাকুর রোশন সিং


70. সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন?


(A) একজন


(B) দুইজন


(C) তিনজন


(D) কেউ ছিলেন না


উত্তর: কেউ ছিলেন না


71. কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে কে স্বরাজ এর ঘোষণা করেছিলেন?


(A) বালগঙ্গাধর তিলক


(B) নেতাজী সুভাষ বসু


(C) দাদাভাই নওরোজি


(D) মহাত্মা গান্ধী


উত্তর: দাদাভাই নওরোজি


72. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?


(A) স্বদেশ


(B) প্রবাসী


(C) দেশ


(D)বিজলী


উত্তর: প্রবাসী


73. সশস্ত্র গণঅভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হলে বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় কোথায় চলে যান?


(A) সিঙ্গাপুর


(B) জাপান


(C) মেক্সিকো


(D) রাশিয়া


উত্তর: মেক্সিকো


74. কুখ্যাত পুলিশ কমিশনা টেগার্ট কে হত্যা করতে গিয়ে কোন বিপ্লবী নিহত হন?


(A) গণেশ ঘোষ


(B) অনন্ত সিং


(C) রাজগুরু


(D) অনুজা সেন


উত্তর: অনুজা সেন


75. জাতীয়তাবাদী নেতা আন্দামানের নাম "শহীদ দ্বীপ" ও "স্বরাজ দ্বীপ" দিয়েছিলেন?


(A) লালা লাজপত রায়


(B) সুভাষচন্দ্র বসু


(C) বালগঙ্গাধর তিলক


(D) জহরলাল নেহেরু


উত্তর: সুভাষচন্দ্র বোস


76. নিচের কে "ভারতের লৌহমানব" নামে পরিচিত ছিলেন?


(A) দাদাভাই নওরোজি


(B) তিলক


(C) সর্দার প্যাটেল


(D) সুভাষচন্দ্র বসু


উত্তর: সর্দার প্যাটেল


77. কে প্রথম ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং ভারতবাসীর অভিযোগগুলি ব্রিটিশ কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন?


(A) দাদাভাই নওরোজি


(B) তিলক


(C) রাজা রামমোহন রায়


(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি


উত্তর: রাজা রামমোহন রায়


78. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?


(A) ১৮৫৭ সালে


(B) ১৮৭৭ সালে


(C) ১৮৭৯ সালে


(D) ১৯০২ সালে


উত্তর: ১৮৫৭ সালে


79. All India Trade Union Congress প্রতিষ্ঠিত হয়-


(A) ১৯১৯


(B) ১৯২০


(C) ১৯২৫


(D) ১৯০০


উত্তর: ১৯২০


80. "খুদা-ই-খিদমদগার"- এর প্রতিষ্ঠাতা কে?


(A) ডক্টর জাকির হোসেন


(B) মোহম্মদ আলী জিন্নাহ


(C) খান আবদুল গফফর খান


(D) আবুল কালাম আজাদ


উত্তর: খান আবদুল গফফর খান


81. জালিয়ানওয়ালাবাগের নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন?


(A) জেনারেল আর ডায়ার


(B) টেগার্ট সাহেব


(C) ও ডায়ার


(D) সিম্পসন


উত্তর: জেনারেল আর ডায়ার


82. কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?


(A) কলকাতা


(B) ত্রিবান্দম


(C) কানপুর


(D) মুম্বাই


উত্তর: কানপুর


83. সাইমন কমিশন কবে ভারতে আসে?


(A) 1926 খ্রিস্টাব্দে


(B) 1928 খ্রিস্টাব্দে


(C) 1930 খ্রিস্টাব্দে


(D) 1931 খ্রিস্টাব্দে


উত্তর: 1928 খ্রিস্টাব্দে


84. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?


(A) 1940 সালে


(B) 1941 সালে


(C) 1942 সালে


(D) 1944 সালে


উত্তর: 1942 সালে


85. ভারতছাড়ো আন্দোলনের স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের-


(A) মেদিনীপুরে


(B) তমলুকে


(C) মুর্শিদাবাদে


(D) কৃষ্ণনগরে


উত্তর: তমলুকে


86. ভারতে প্রথম রেলগাড়ি কোন সালে চলাচল শুরু করে?


(A) 1860


(B) 1855


(C) 1854


(D) 1853


উত্তর: 1853


87. রঞ্জিত সিং এর-পর "পাঞ্জাব কেশরী" নামে কে পরিচিত ছিলেন?


(A) ভগৎ সিং


(B) বালগঙ্গাধর তিলক


(C) রাজগুরু


(D) লালা লাজপত রায়


উত্তর: লালা লাজপত রায়


88. রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে হয়েছিল?


(A) 1939 সালে


(B) 1941 সালে


(C) 1942 সালে


(D) 1944 সালে


উত্তর: 1941 সালে


89. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কত সালে হয়েছিল?


(A) 1901


(B) 1900


(C) 1891


(D) 1890


উত্তর: 1891


90. রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন?


(A) লর্ড আরউইন


(B) লর্ড চেমসফোর্ড


(C) লর্ড কার্জন


(D) লর্ড ওয়াভেল


উত্তর: লর্ড চেমসফোর্ড


91. প্রথম কোন ভারতীয় পরপর দু'বছর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন?


(A) আচার্য কৃপালিনী


(B) জহরলাল নেহেরু


(C) রাসবিহারী ঘোষ


(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


উত্তর: রাসবিহারী ঘোষ


92. খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়?


(A) 1919 সালে


(B) 1911 সালে


(C) 1928 সালে


(D) 1918 সালে


উত্তর: 1919 সালে


93. সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন-


(A) মঙ্গল পান্ডে


(B) বিরসা মুন্ডা


(C) সিধু কানহু, চাঁদ ও ভৈরব চার ভাই


(D) মই মুন্ডা ও মানকি


উত্তর: সিধু কানহু, চাঁদ ও ভৈরব চার ভাই


94. নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যান কবে?


(A) 1939 সালে


(B) 1940 সালে


(C) 1941 সালে


(D) 1942 সালে


উত্তর: 1941 সালে


95. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন?


(A) কলকাতা অধিবেশন


(B) বোম্বাই অধিবেশন


(C) হরিপুরা অধিবেশন


(D) ত্রিপুরী অধিবেশন


উত্তর: হরিপুরা অধিবেশন


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর - Jail Police Questions Answers PDF


File Details:-

File Name:- জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Answer Key: Download Now

Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.