অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ প্রশ্ন উত্তর - Jail Police Question Answers

জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF. নিচে Jail Police Question Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ প্রশ্ন উত্তর - Jail Police Question Answers



জেল পুলিশ প্রশ্ন উত্তর - Jail Police Question Answers



1) আমির খসরু কার সভাকবি ছিলেন ?


ANS: আলাউদ্দিন খলজি 


2) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন 


ANS: ধর্মপাল 


3) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?


ANS: আলাউদ্দিন বাহমান শাহ 


4) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন 


ANS: সেলুকাস কে 


5) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?


ANS: মীরকাশিম 


6) সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?


ANS: সাঁওতাল বিদ্রোহের সাথে 


7) একজন চরমপন্থী নেতার নাম বলো ?


ANS: বিপিনচন্দ্র পাল 


8) রাওলাট আইন কোন সালে পাশ হয় ?


ANS: 1919 সালে


9) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?


ANS: সরোজিনী নাইডু 


10) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন 


ANS: ডিরোজিও 


11) 1913 সালে আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন 


ANS: লালা হরদয়াল 


12) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ? 


ANS: আব্দুল গফফর খান 


13) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন 


ANS: রাসবিহারী বসু 


14) ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ?


ANS: গুরুসদয় দত্ত 


15) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ? 


ANS: রাসবিহারী বসু 


16) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ?


ANS: 1929 লাহোর অধিবেশনে


17) শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?


ANS: সেন যুগের 


18) পলাশী যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?


ANS: মোহন লাল 


19) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?


ANS: লর্ড মাউন্টব্যাটেন 


20) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?


ANS: চক্রবর্তী রাজা গোপালাচারী 


21) ভারতে সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন ?


ANS: লর্ড কর্ণওয়ালিস 


22) ভারতের সিভিল সার্ভিস এর জনক কাকে বলা হয় ?


ANS: লর্ড কর্ণওয়ালিস 


23) দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন ?


ANS: চন্দ্রশেখর আজাদ 


24) চট্টগ্রাম পাহাড় তলিতে সাহেবদের আক্রমনের নেতা কে ছিলেন ?


ANS: প্রীতি লতা ওয়েদ্দার


25) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?


ANS: 1929 লাহোর অধিবেশনে


26) গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন 


ANS: গুরু অঙ্গদ 


27) 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল ?


ANS: বাংলায় 


28) কোন গভর্নর জেনারেলর সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয় ?


ANS: লর্ড আমহার্স্ট 


29) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ?


ANS: 1857 খ্রিস্টাব্দে 


30) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?


ANS: হরিসেন 


31) শকাব্দ কে প্রচলন করেছিলেন ?


ANS: কণিষ্ক 


32) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন ?


ANS: হরিশ মুখার্জি 


33) একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?


ANS: বিনয় বসু 


34) তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোড়ী আর কার মধ্যে হয়েছিল 


ANS: পৃথ্বীরাজ চৌহান 


35) মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?


ANS: লর্ড লিটন 


36) বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?


ANS: অশ্বিনীকুমার দত্ত 


37) চিরস্থায়ী ব্যবস্থা কী ?


ANS: জমিদারি ব্যবস্থা


38) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ?


ANS: প্রশান্তচন্দ্র মহলানবীশ 


39) দিল্লির সুলতানীর একজন বিখ্যাত কবির নাম করুন যাঁকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো ?


ANS: আমির খসরু 


40) জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন ?


ANS: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর


41) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?


ANS: সতীশচন্দ্র বসু 


42) ঊনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?


ANS: স্যার সৈয়দ আহমেদ খান 


43) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন করেছিলেন ?


ANS: চিত্তরঞ্জন দাশ


44) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন 


ANS: বারীন্দ্র ঘোষ 


45) বাংলার ঘরে যত ভাই বোন সব এক হোক, হে ভগবান কে এই কথা বলেছিলেন ?


ANS: রবীন্দ্রনাথ ঠাকুর 


46) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?


ANS: নবাব সলিমুল্লাহ (1906 সালে ঢাকাতে) 


47) আধুনিক ভারতের জনক কাকে বলা হয় 


ANS: রাজা রামমোহন রায় কে 


48) বন্দেমাতরম গান টি কে রচনা করেছিলেন ?


ANS: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( আনন্দমঠ উপন্যাসে ) 


49) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন ?


ANS: এ.ও. হিউম 


50) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় গানটি কে লিখেছেন 


ANS: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়


51) আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা কে এই কথা বলেছিলেন ?


ANS: স্বামী বিবেকানন্দ 


52) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপনা করেন ?


ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ প্রশ্ন উত্তর - Jail Police Question Answers


File Details:-

File Name:- জেল পুলিশ প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.