অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Question Answer

জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF. নিচে Jail Police Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Question Answer



জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Question Answer



1. পৃথিবীর সবথেকে বড় নাগরিক সভা কোনটি ?


উত্তর- সাধারণ সভা/জেনারেল অ্যাসেম্বলি


2. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার টি হয়েছে ?


উত্তর- 14-18


3. বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?


উত্তর- আরাবল্লী


4. ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার আইন কত নম্বর ধারায় রয়েছে ?


উত্তর- 21 A


5. উন্নত মানের সমতল দর্পণ কোন ধরনের হওয়া উচিত ?


উত্তর- অত্যন্ত পাতলা এবং মসৃণ


6. স্নায়ুসন্ধি থেকে উৎপন্ন হরমোন কে কি বলা হয় ?


উত্তর- নিউরো হরমোন


7. প্রাচীন পলি দ্বারা গঠিত মাটি কে কি বলা হয় ?


উত্তর- ভাঙর


8. কোন ধরনের চলন এর জন্য লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতা নুইয়ে যায় ?


উত্তর- সিসমোন্যাস্টি


9. কোন পর্বতের অপর নাম মলায়াদ্রি ?


উত্তর- পূর্বঘাট


10. কোন নদীতে পিনেট জলনির্গমন পদ্ধতি পরিলক্ষিত হয় ?


উত্তর- নর্মদা


11. আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?


উত্তর- অ্যারিস্টোটল


12. কোন ব্যক্তি আলমগীর উপাধি ধারণ করেছিল ?


উত্তর- ওরঙ্গজেব


13 .কোন ব্যক্তি আল-হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন ?


উত্তর- মৌলানা আজাদ


14. কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ?


উত্তর- 1600


15. উদ্ভিদের দেহে প্রথম প্রাণের অস্তিত্ব খুঁজে পান কে ?


উত্তর- জগদীশচন্দ্র বসু


16. ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত কোন হরমোন ?


উত্তর- থাইরক্সিন


17. মাত্রা নেই কিন্তু একক আছে এমন একটি রাশির উদাহরণ কি ?


উত্তর- কোন


18. United Nation’s কোন ব্যক্তি চয়ন করেছিলেন ?


উত্তর- রুশভেল্ট


19. ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি হয় কোন হরমোন থেকে ?


উত্তর- সোমাটোট্রফিক হরমোন


20. কোন ফুলের কারণে নীলগিরি নীল রঙে আবৃত দেখায় ?


উত্তর- নীলচে বেগুনী জাতীয় গুল্ম উদ্ভিদ


21. কানাড়ি শব্দের আক্ষরিক অর্থ কি ?


উত্তর- পাহাড়ি দেশ


22. হাত পা ভাঁজ করার কাজে কোন পেশি কাজ করে ?


উত্তর- ফ্লেক্সর


23. মাছের শরীরের দুপাশে V আকৃতি যুক্ত পেশি কি নামে পরিচিত ?


উত্তর- মায়াটোম পেশি


24. পায়রার লেজের পালক সংখ্যা কয়টি থাকে ?


উত্তর- 12 টি


25. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখা যেত ?


উত্তর- কমে যেত


26. কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত পদার্থটির নাম কি ?


উত্তর- নিশাদল


27. পর্নোকান্ড যুক্ত একটি উদ্ভিদের নাম কি ?


উত্তর- সুন্দরী / ক্যাকটাস


28. তড়িৎ চুম্বক প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়ে থাকে ?


উত্তর- কাঁচা লোহা


29. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কি রকম হয় ?


উত্তর- অসীম


30. শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হলে ওই শব্দের তীব্রতার কি পরিবর্তন হয় ?


উত্তর- কমে যায়


31. চাঁদে কোন বিস্ফোরণের প্রতিধ্বনির আওয়াজ আমরা কেন শুনতে পাইনা ?


উত্তর- চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই বলে


32. বায়ুশূন্য স্থানে শব্দের তরঙ্গের বেগ কত হয় ?


উত্তর- শূন‍্য


33. ভারতে ব্যবহৃত আর্থিং তারের প্লাস্টিক অন্তরকের রং কি থাকে ?


উত্তর- সবুজ


44. প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ?


উত্তর- 1914-18


35. কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান ?


উত্তর- -40 ডিগ্রী


36. ভারতবর্ষের সংবিধান কবে গৃহীত হয়েছিল ?


উত্তর- 1949 সালের 26 শে নভেম্বর


37. কোন বড়লাটের শাসনকালে বঙ্গভঙ্গ রদ হয় ?


উত্তর- লর্ড হার্ডিঞ্জ


38. নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করেছিলেন কে ?


উত্তর- ওরঙ্গজেব


39. সর্ব প্রথম মহাকাশে যায় কোন প্রাণী ?


উত্তর- লাইকা নামের একটি কুকুর


40. সুব্রত কাপটি কোন খেলার সাথে সংযুক্ত রয়েছে ?


উত্তর- ফুটবল


41. SMS এর আবিষ্কারক কে ?


উত্তর- Matti Makhoner


42. বায়ুমন্ডলের সবথেকে বেশি ঘনত্ব যুক্ত স্তর কোনটি ?


উত্তর- ট্রপোস্ফিয়ার


43. গোবর গ্যাসে মুখ্য উপাদান হিসাবে কোনটি থাকে ?


উত্তর- মিথেন


44. গান্ধীজিকে প্রথম কোন ব্যাক্তি মহাত্মা বলেছিলেন ?


উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর


45. রাওলাট আইনটি অপর কোন নামে পরিচিত ?


উত্তর- Black Act


46. কত সালে জাতীয় গ্রন্থাগার এর সূচনা হয়েছিল ?


উত্তর- 1835 সালে


47. কোন ব্যক্তি ফতেপুর সিক্রির নির্মাতা ?


উত্তর- আকবর


48. রবার কোন যৌগের পলিমার রূপে ব্যবহৃত হয় ?


উত্তর- ইথিলিন


49. জলসমের একক কোনটি SI তে ?


উত্তর- kg


50. ভারতের আত্মা বইটির রচয়িতা কোন ব্যক্তি ?


উত্তর- বিপিনচন্দ্র পাল


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Question Answer


File Details:-

File Name:- জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Answer Key: Download Now

Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.