অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর - Jail Police Model Question Answer

জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Model Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর PDF. নিচে Jail Police Model Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর - Jail Police Model Question Answer



জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর - Jail Police Model Question Answer



1. ম‍্যালেরিয়া রোগে মানুষের শরীরের কোন অংশ ক্ষতি করে?


উত্তর- প্লীহা


2. ক‍্যালামাইন কোন ধাতুর আকরিক?


উত্তর- Zn


3.পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ‍্য করা যায়?


উত্তর- ক্রান্তীয় মৌসুমী


4. আকবর নির্মিত কোন স্থাপত্য দেখতে বৌদ্ধ বিহারের মতো?


উত্তর- পঞ্চমহল


5. রাষ্ট্রকূট দ্বারা কোন ধর্ম সুরক্ষিত করা হয়েছিল?


উত্তর- জৈনধর্ম


6. মহত্মা গান্ধীর চম্পারন সত‍্যাগ্ৰহের বিরোধীতা কে করেছিল?


উত্তর- এন জি রাঙ্গা


7. জাহাঙ্গীর মহল কোথায় অবস্থিত?


উত্তর- আগ্ৰা


8. নিউটনের গতিসুত্রের, কোন সুত্রের কারণে জলে সাঁতার কাটা সম্ভব?


উত্তর- তৃতীয় 


9. কোন রাজ‍্যের অ্যাডভোকাড জেনারেল কে, কে নিয়োগ করেন?


উত্তর- হাইকোর্টের প্রধান বিচারপতি 


10. সিন্দ্রি কিসের জন‍্য বিখ‍্যাত?


উত্তর- সার প্রকল্প


11. চিরস্থায়ী বন্দোবস্ত কে কার্যকর করেছিলেন?


উত্তর- লর্ড কর্নওয়ালিস


12. কোন বছর প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?


উত্তর- 1901 সালে 


13. বিক্রম সারাভাই মহাকাশ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?


উত্তর- তিরুবনন্তপুরম


14. The Blue Munity গ্ৰন্থের লেখক কে?


উত্তর- ব্লেয়ার কিং


15. ভারতের কোন শহর কে সূর্যের শহর বলা হয়?


উত্তর- যোধপুর কে 


16. ACTH এর বেশি ক্ষরণে কোন রোগ হয়?


উত্তর- কুশিং রোগ 


17. অ্যামিবার রেচন অঙ্গের নাম কী?


উত্তর- সংকোচগহব্বর


18. বাল্মিকী জাতীয় উদ‍্যান কোথায় অবস্থিত?


উত্তর- বিহারে অবস্থিত 


19. পৃথিবীর গুদাম ঘর কাকে বলা হয়?


উত্তর- মেস্কিকো কে বলা হয় 


20. ভূমি থেকে মিসাইল ASTRO রেঞ্জ কত কিলো মিটার?


উত্তর- 70 কিলো মিটার 


21. বান তেল পাওয়া যায় কোন গাছে?


উত্তর- লবঙ্গ গাছে


22. গলফ খেলার উৎপত্তিস্থল কোন দেশে?


উত্তর- স্কটল্যান্ডে 


23. ক্লোরোফর্ম প্রস্তুত করতে কোন গ‍্যাস ব‍্যাবহার করা হয়?


উত্তর- মিথেন 


24. কোন গ্ৰহের অপর নাম লুসিফার?


উত্তর- শুক্র


25. নরওয়ে এর রাজধানীর নাম কি?


উত্তর- আসলো


26. সত‍্য সুন্দর দাস কার ছদ্মনাম?


উত্তর- মোহিতলাল মজুমদার 


27. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?


উত্তর- NH 44


28. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র তলদেশের গভীরতা মাপা হয়?


উত্তর- ফ‍্যাদোমিটার 


29. আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে?


উত্তর- 14 নঃ ধারায় 


30. সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত?


উত্তর- ফুটবল


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর - Jail Police Model Question Answer


File Details:-

File Name:- জেল পুলিশ মডেল প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download

Answer Key: Download Now

Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.