অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - Jail Police GK Practice Set Bengali

জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police GK Practice Set Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF. নিচে Jail Police GK Practice Set Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - Jail Police GK Practice Set Bengali



জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - Jail Police GK Practice Set Bengali



1) "আকবরনামা" কে লিখেছিলেন ?


ANS: আবুল ফজল 


2) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?


ANS: জয়নাল আবেদিন 


3) হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয় ?


ANS: আমির খসরু 


4) শকাব্দ কবে থেকে শুরু হয় ?


ANS: 78 খ্রিস্টাব্দ থেকে 


5) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ? 


ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু 


6) শিখ ধর্মের প্রবর্তক কে ?


ANS: গুরু নানক 


7) ওরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?


ANS: তেগ বাহাদুর 


8) সর্বভারতীয় কিষান সভা কবে গঠিত হয় ?


ANS: 1936 সালে 


9) কীসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন ?


ANS: নীল চাষিদের সমস্যার সমাধান 


10) লাহোর কংগ্রেস 1929 - এর উদ্দেশ্য কী ছিল ?


ANS: ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা 


11) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?


ANS: নানা ফড়নবিশ 


12) হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?


ANS: আকবর 


13) হিন্দুদের উপর পূনরায় জিজিয়া কর কে আরোপ করে ছিলেন ? 


ANS: ওরঙ্গজেব 


14) মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়ে ছিল কোন সালে ?


ANS: 1940 সালে লাহোর অধিবেশনে 


15) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?


ANS: ড : বি.আর. আম্বেদকর 


16) মুজফ্ফর পুর খুনের 1908 সালে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন ? 


ANS: প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু 


17) আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি কে বলেছিলেন 


ANS: লর্ড কার্জন 


18) 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?


ANS: সরোজিনী নাইডু


19) শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন ?


ANS: গোবিন্দ সিং 


20) মন্টেগু চেমসফোর্ড সংস্কারে কী বিষয়ে সুপারিশ করা হয়েছিল ?


ANS: দ্বৈত শাসন 


21) কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন ?


ANS: 1896 সালে 


22) সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?


ANS: গান্ধীজি 


23) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ?


ANS: W.C. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি 


24) ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?


ANS: ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি 


25) কোন চোল রাজা বাংলা জয় করেন ?


ANS: প্রথম রাজেন্দ্র চোল 


26) কোন হিন্দু সন্ত হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন ?


ANS: শ্রীচৈতন্যদেব 


27) মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?


ANS: ঔরঙ্গজেব 


28) স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল ?


ANS: আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা 


29) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?


ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি 


30) বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?


ANS: ইলিয়াস শাহ 


31) 1881 সালে কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন ?


ANS: লর্ড রিপন 


32) গান্ধীজির কাছে অহিংসা বলতে কি ছিল ?


ANS: কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায় 


33) মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু - পাদ - পাদশাহী এর আদর্শ অনুসরণ করেছিলেন ?


ANS: প্রথম বাজিরাও 


34) ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ?


ANS: চন্দ্র শেখর দেব 


35) অ্যাংলো- মহোমেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?


ANS: সৈয়দ আহমেদ খান 


36) ঐতিহাসিক ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ?


ANS: ফিরোজ শাহ তুঘলক 


37) 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?


ANS: লর্ড রিপন 


38) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ?


ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু 


39) ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?


ANS: মহারাষ্ট্রে 


40) অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?


ANS: 11 ফেব্রুয়ারি 1922 সালে 


41) সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন ?


ANS: ইলতুৎমিস 


42) নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?


ANS: হেনরি ভিভিয়ান ডিরোজিও 


43) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ?


ANS: রাসবিহারী বসু 


44) বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?


ANS: উইলিয়াম জোন্স 


45) কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ?


ANS: বালগঙ্গাধর তিলক 


46) শেরশাহের সেনাপতি কে ছিলেন ?


ANS: ব্রহ্মজিৎ গৌড় 


45) ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন ?


ANS: কুষাণ রা 


46) ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? 


ANS: ডাফরিন 


47) কার কাছ থেকে 1765 সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানি লাভ করেছিল ?


ANS: দ্বিতীয় শাহ আলম 


48) রামচরিত কার রচনা ?


ANS: সন্ধ্যাকর নন্দী 


49) 1540 খিষ্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?


ANS: হুমায়ূন 


50) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?


ANS: লর্ড ক্যানিং 


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট - Jail Police GK Practice Set Bengali


File Details:-

File Name:- জেল পুলিশ GK প্র্যাক্টিস সেট [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.