অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Exam Questions and Answers PDF

জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Exam Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF. নিচে Jail Police Exam Questions and Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Exam Questions and Answers PDF



জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Exam Questions and Answers PDF


1) নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন ?


ANS: মাইকেল মধুসূদন দত্ত 


2) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?


ANS: ডেভিড হেয়ার 


3) ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্য ভট্ট ও বরাহমিহির ?


ANS: গুপ্ত যুগের 


4) আর্য ভট্ট কে ছিলেন ?


ANS: গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতবিদ 


5) বরাহমিহির কে ছিলেন ?


ANS: গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী 


6) খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন 


ANS: মোহাম্মদ আলি ও সৌকত আলি 


7) নিখিল ভারত হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন ?


ANS: অ্যানি বেসান্ত 


8) দিব্য জীবন (লাইফ ডিভাইন) বইটি কার লেখা ?


ANS: অরবিন্দ ঘোষ 


9) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল ?


ANS: অক্টোবর 1946 সালে 


10) রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা ?


ANS: কলহনের লেখা 


11) মেগাস্থিনিস কে ছিলেন ?


ANS: সেলুকাসের দূত 


12) কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?


ANS: 1809 খ্রিস্টাব্দে 


13) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো 


ANS: সুমেরুর 


14) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?


ANS: বিদ্যাসাগর কে


15) কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?


ANS: রয়েল টাইটেলস অ্যাক্ট 1876 


16) সাইমন কমিশন কি জন্য নিয়োগ করা হয়েছিল ?


ANS: ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য 


17) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন ?


ANS: চিত্তরঞ্জন দাশ 


18) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?


ANS: শ্রীরঙ্গপত্তম 


19) ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথা বলেছিলেন ?


ANS: গান্ধীজীর সম্বন্ধে 


20) ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?


ANS: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 


21) সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝায় ?


ANS: কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান 


22) নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল ?


ANS: 1739 খ্রিস্টাব্দে 


23) কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন


ANS: ওয়ারেন হেস্টিংস 


24) গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?


ANS: অসহযোগ আন্দোলন


25) অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?


ANS: শিশির কুমার ঘোষ 


26) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?


ANS: লালা লাজপত রায় 


27) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল 


ANS: 1919 সালে 


28) কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?


ANS: লর্ড ক্যানিং 


29) ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ?


ANS: মাদাম কামা 


30) শিবাজীর রাজ্যভিষেক কবে হয়েছিল ?


ANS: 1674 খ্রিস্টাব্দে 


31) চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন ?


ANS: 1221 খ্রিস্টাব্দে 


32) ক্লাইভ কত সালে বাংলার দেওয়ানি লাভ করেছিল 


ANS: 1765 খ্রিস্টাব্দে 


33) বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল ?


ANS: 1911 খ্রিস্টাব্দে 


34) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?


ANS: যতীন্দ্র নাথ মুখার্জী 


35) কাকে শের-ই-পাঞ্জাব বলা হয় ?


ANS: লালা লাজপত রায় 


36) কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ? 


ANS: 1829 খ্রিস্টাব্দে 


37) ভারতের আমুল অর্থনৈতিক সংস্কার ও উদার নীতি চালু হয়েছিল কত সালে ?


ANS: 1991 সালে 


38) শাসনকার্য কালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?


ANS: লর্ড মেয়ো


39) কে কলকাতায় ভারতসভা ( ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ) স্থাপন করেছিলে ?


ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি 


40) ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি কে ?


ANS: মোরারজি দেশাই 


41) কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?


ANS: 1835 খ্রিস্টাব্দে 


42) আকবরের রাজত্বকালে কোন রাজ কর্মচারীকে বক্সী বলা হত ? 


ANS: সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারী কে 


43) আলীগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে ?


ANS: 1875 সালে 


44) কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যভুক্ত স্থাপন করেছিলেন ?


ANS: বাবর 


45) খুতবা কি ?


ANS: শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পান 


46) কোন বছরের দিল্লি দরবারে ইংল্যান্ডের রানী কে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল ?


ANS: 1876 - 1877 খ্রিস্টাব্দে 


47) আদি গ্রন্থ কি ?


ANS: শিখদের একটি ধর্মীয় পুস্তক 


48) নব্য বঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?


ANS: ডিরোজিও 


49) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?


ANS: দাদাভাই নওরোজি 


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর PDF - Jail Police Exam Questions and Answers PDF


File Details:-

File Name:- জেল পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উওর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.