অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - Jail Police Constable Practice Set

জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ / ওয়ার্ডার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Jail Police Constable Practice Set PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF. নিচে Jail Police Constable Practice Set PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - Jail Police Constable Practice Set



জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - Jail Police Constable Practice Set



 1) ভারতপ্রেম কথা বইটির লেখক কে ? 


ANS: সুবোধ ঘোষ 


2) আর্টিকেল 356 এ কিসের কথা বলা হয়েছে ?


ANS: রাষ্ট্রপতি শাসন 


3) সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন ? 


ANS: এম এন জোশী 


4) নীলগিরি পর্বত কি ধরনের পর্বত এর উদাহরণ ? 


ANS: সঞ্চয়জাত পর্বত 


5) 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যা গুলির যোগফল কত হবে ?


ANS: 5700


6) প্রথম 11 টি স্বাভাবিক সংখ্যার গড় 6 হলে, প্রথম 10 টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে ?


ANS: 5.5


7) সুধা চন্দন কোন নাচটির সঙ্গে বিশেষভাবে জড়িত ?


ANS: ভারতনাট্যম 


8) সারেঙ্গী তে কতগুলি পিতলের তার থাকে ?


ANS: 11টি 


9) 4,7,12,19, ? 


ANS: 28 


10) ক্ষুদিরাম বসু নিচের কোন মামলার সঙ্গে যুক্ত ? 


ANS: আলিপুর 


11) ডল রাইট কি ধরনের শিলার উদাহরণ ? 


ANS: আগ্নেয় শিলা 


12) ক্লাসিক্যাল জেনেটিক্স এর জনক কাকে বলা হয় ? 


ANS: মেন্ডেল


13) কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবথেকে বেশি হয় ? 


ANS: 4 ডিগ্রি সেলসিয়াস 


14)' দ্য লাস্ট সাপার ' চিত্রটি কার আঁকা ? 


ANS: লিওনার্দো দ্যা ভিঞ্চি 


15) পেটা আইন প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি ? 


ANS: জম্মু ও কাশ্মীর 


16) ' ফ্রিডম ইজ দ্যা ভেরি ব্রেথ অফ আওয়ার লাইফ উই ওয়ান্ট ফ্রিডম ' উক্তিটি কার ? 


ANS: দাদাভাই নৌরজী 


17) বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টি , প্রভৃতি হয় ? 


ANS: ট্রপোস্ফিয়ার 


18) কোন বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ? 


ANS: 21% 


19) গ্রেম স্মিথের পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক কে হন ?


ANS: হাসিম আমলা 


20) গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যাননোজ এর মধ্যে কোনটি মনোস্যাকারাইড নয় ? 


ANS: সুক্রোজ 


21) রেড রেভ্যুলেশন কোনটির সঙ্গে সম্পর্কিত ? 


ANS: মাংস 


22) ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় ? 


ANS: চসার 


23) কে 1853 সালে রেলওয়ে মিনিটস রচনা করেন ? 


ANS: ডালহৌসি 


24)প্রাণী দেহে রাসায়নিক সমন্বয়ক কোনটি ? 


ANS: জল 


25) একটি লেন্সের ক্ষমতা '+4' ফোর হলে তার ফোকাস দূরত্ব কত হবে ? 


ANS: 25 সেমি 


26) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ? 


ANS: আবুল কালাম আজাদ 


27) 'স্পিরিট অফ দা লজ' বইটির লেখক কে ? 


ANS: মন্তেস্কু 


28) শিবাজীর তরবারির নাম কি ছিল ? 


ANS: আনি 


29) কোন রাজ্যে সব থেকে বেশি সি কোস্ট দেখা যায় ? 


ANS: অন্ধ্রপ্রদেশ 


30) বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ? 


ANS: 1sqcm 


31) ISRO কত সালে গঠিত হয়েছিল ? 


ANS: 1969 


32) হেলসিংকি কোথাকার রাজধানী ? 


ANS: ফিনল্যান্ড 


33) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ? 


ANS: দয়ানন্দ সরস্বতী 


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট - Jail Police Constable Practice Set


File Details:-

File Name:- জেল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.