অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - Food Sub Inspector Practice Set

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food Sub Inspector Practice Set PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF. নিচে Food Sub Inspector Practice Set PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - Food Sub Inspector Practice Set



ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - Food Sub Inspector Practice Set



১) আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসন লাভ করেন?


উ: জালালউদ্দিন খলজি


২) মুহাম্মদ বিন তুঘলক সোনা ও রুপার মুদ্রার বদলে কোন মুদ্রার প্রবর্তন করেন?


উ: তাম্রমুদ্রা


৩) মোহাম্মদ ঘোরি কোন ভারতীয় শাসকদের কাছে পরাজিত হন?


উ: গুজরাটের চালুক্যরাজ দ্বিতীয় ভীমদেব এবং চৌহান বংশ তৃতীয় পৃথ্বীরাজ


৪) ‘তাজ-উল-মাসির’ গ্রন্থটি কার লেখা ?


উ: হাসান নিজামি


৫) কত খ্রিস্টাব্দে খলজি বিপ্লব সংঘটিত হয় ?


উ: ১২৯০ খ্রিস্টাব্দে


৬) কে ‘নব মুসলমান’দের হত্যা করেন ?


উ: আলাউদ্দিন খলজি


৭) ইতিহাসে কে ‘পাগলা রাজা’ বলে পরিচিত?


উ: মহম্মদ বিন তুঘলক


৮) কে সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থার প্রবর্তন করেন?


উ: আলাউদ্দিন খলজি


৯) কে মুদ্রায় ‘সুলতান হলেন আল্লাহর ছায়া’—কথাটি খোদাই করেন ?


উ: মহম্মদ বিন তুঘলক


১০) আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?


উ: সিকন্দর লোদি


১১) ফিরোজ শাহ তুঘলক যোগ্য ব্যক্তিদের সাহায্যের জন্য কোন দফতরটি প্রতিষ্ঠা করেন ?


উ: দেওয়ান-ই-ইস্তিহক


১২) দিল্লির কোন সুলতান উৎপন্ন ফসলের ৫০ শতাংশ ভূমিরাজস্ব হিসেবে ধার্য করেন?


উ: আলাউদ্দিন খলজি


১৩) কাকে ভারতের ‘তোতাপাখি’ বলা হয় ?


উ: আমির খসরু কে


১৪) কোন ঐতিহাসিক যুদ্ধ ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে?


উ: দ্বিতীয় তরাইনের যুদ্ধ


১৫) সুলতানি যুগে সরকারের খাস জমিকে কি নামে অভিহিত করা হত?


উ: খালিসা


১৬) দিল্লিতে কে লোদি বংশের প্রতিষ্ঠা করেন?


উ: বহলুল লোদি


১৭) কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন?


উ: খিজির খাঁ


১৮) কে নিজেকে ‘খুলিফার সেনাপতি’ বলে পরিচয় দেন?


উ: ইলতুৎমিস


১৯) আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?


উ: আলাউদ্দিন খলজি


২০) সুলতানি যুগে কর্মসংস্থান দফতর কে প্রতিষ্ঠা করেন?


উ: ফিরোজ শাহ তুঘলক


২১) কে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন?


উ: গিয়াসউদ্দিন তুঘলক


২২) সুলতানি যুগে প্রদেশ গুলির শাসনকর্তারা কি নামে পরিচিত ছিল?


উ: ওয়ালি


২৩) কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মাণ করেন ?


উ: কুতুবউদ্দিন বকতিয়ার কাকি


২৪) কত খ্রিস্টাব্দে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন?


উ: ১৩৯৮ খ্রিস্টাব্দে


২৫) জুনা খাঁ–এর অপর নাম কি ছিল?


উ: মহম্মদ বিন তুঘলক


২৬) কোন সুলতান ভারতে প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন ?


উ: ইলতুৎমিস


২৭) কে সিকন্দর–ই–সানি (দ্বিতীয় আলেকজান্ডার) উপাধি গ্রহণ করেছিলেন ?


উ: আলাউদ্দিন খলজি


২৮) কে ‘দেওয়ান–ই–আমির–ই–কোহি’ গঠন করেন?


উ: মহম্মদ বিন তুঘলক


২৯) ভারতের তুর্কি শাসনের ক্ষেত্রে ইলতুৎমিশের দ্বারা প্রবর্তিত সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান কি?


উ: ইকতা ব্যবস্থার প্রবর্তন


৩০) কে আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারতের সঙ্গী ছিলেন?


উ: মালিক কাফুর


৩১) সুলতানি যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?


উ: বিল্লন মুদ্রা


৩২) দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের অভিযান করেন?


উ: আলাউদ্দিন খলজি


৩৩) প্রতীকী মুদ্রার প্রচলন করেন দিল্লির কোন সুলতান ?


উ: মহম্মদ বিন তুঘলক


৩৪) কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন?


উ: কুতুবউদ্দিন মুবারক শাহ


৩৫) কোন সুলতান ২৪টি কর তুলে দেন?


উ: ফিরোজ শাহ তুঘলক


৩৬) কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন ?


উ: আলাউদ্দিন খলজি


৩৭) কাকে সুলতানি যুগের আকবর বলা হয় ?


উ: ফিরোজ শাহ তুঘলককে


৩৮) কে সুফি সাধক সিদি মৌলাকে হত্যা করেন ?


উ: জালালউদ্দিন খলজি


৩৯) কাকে মধ্যযুগীয় ভারতীয় সুলতান নের ‘অর্থের রাজা’ বলা হয় ?


উ: শের শাহ শুরি


৪০) কোন গ্রন্থ থেকে বলবনের শাসনকাল সম্বন্ধে বিশেষ তথ্য জানা যায় ?


উ: তারিখ–ই–ফিরোজশাহী


৪১) কে ইতিহাসে খলজি বংশের ‘ধ্বংসকর্তা’ বলে পরিচিত?


উ: মালিক কাফুর


৪২) কে প্রথম ভারতের সেচব্যবস্থার সূচনা করেন?


উ: ফিরোজ তুঘলক


৪৩) কোন সুলতান মেবারের রাজধানীর চিতোর জয় করেছিলেন ?


উ: বলবন


৪৪) ১১৭৩ সালে কে গজনীর সিংহাসন আরোহন করেছিলেন ?


উ: মইজউদ্দিন মহম্মদ


৪৫) কত খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ?


উ: ১১৯২ খ্রিস্টাব্দে


৪৬) রাজস্ব আদায়ের জন্য ‘চাষযোগ্য জমির নীতি’ কোন সুলতান প্রথম গ্রহণ করেছিলেন ?


উ: আলাউদ্দিন খলজি


৪৭) ফতোয়া–ই–জাহানদারি কি ছিল ?


উ: পারসিক ও সুলতানদের উপদেশ সংক্রান্ত বই


৪৮) দানশীলতার জন্য ‘লক্ষদাতা’ বা ‘লাখবক্স’ নামে পরিচিত ছিলেন কোন সুলতান ?


উ: দাস বংশীয় কুতুবউদ্দিন আইবক


৪৯) কুতুবউদ্দিন আইবক নির্মিত অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তি হল—


উ: আড়াই–দিন–কা–ঝোপড়া


৫০) দিল্লির কোন সুলতান ‘দরবেশী রাজা’ বলেও পরিচিত ?


উ: নাসিরউদ্দিন মামুদ শাহ 


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - Food Sub Inspector Practice Set


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.