অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF - Food Sub Inspector Model Question Answers PDF

ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food Sub Inspector Model Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF. নিচে Food Sub Inspector Model Question Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF - Food Sub Inspector Model Question Answers PDF



ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF - Food Sub Inspector Model Question Answers PDF



1. পরমাণু চুল্লিতে ভারী জল (D2O) ব্যবহার করা হয় কি হিসেবে?


A) জ্বালানি


B) মডারেটর


C) প্রজেকটাইল


D) ডাইলুয়েন্ট


উত্তরঃ- B) মডারেটর


2. আমরা প্রায়ই ফ্লুরোসেন্ট টিউব লাগানো একটি চোক কয়েল দেখতে পায়। চোক কোয়েলের ভূমিকা কি?


A) লাইন ভোল্টেজকে ধাপে ধাপে বাড়াতে


B) লাইন ভোল্টেজকে ধাপে ধাপে নামাতে


C) একটি সার্কিটে কারেন্ট কমাতে


D) কম ফ্রিকোয়েন্সি কারেন্ট চেক করতে


উত্তরঃ- C) একটি সার্কিটে কারেন্ট কমাতে


3. শিশির জমার উপযুক্ত পরিবেশ হল-


A) মেঘমুক্ত আকাশ


B) মেঘাচ্ছন্ন আকাশ


C) সন্ধ্যা বেলার আকাশ


D) এদের কোনোটিই নয়


উত্তরঃ- A) মেঘমুক্ত আকাশ


4. কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?


A) 25°C


B) 0°C


C) 4°C


D) 50°C


উত্তরঃ- C) 4°C


5. কোনটি বেশি ঠান্ডা?


A) 0° সেলসিয়াস উষ্ণতায় জল


B) 0° সেলসিয়াস উষ্ণতায় বরফ


C) দুটোই সমান


D) একটিও নয়


উত্তরঃ- B) 0° সেলসিয়াস উষ্ণতায় বরফ


6. দীপন প্রাবল্যের একক হল-


A) ক্যান্ডেলা


B) টেসলা


C) জুল


D) ওয়াট


উত্তরঃ- A) ক্যান্ডেলা


7. 1 ইঞ্চি = ________ cm?


A) 2.4 cm


B) 2.54 cm


C) 2.44 cm


D) কোনোটিই নয়


উত্তরঃ- B) 2.54 cm


8. 'সিমেনস (siemens)' কিসের একক?


A) রোধ


B) রোধাঙ্ক


C) পরিবাহিতা


D) পরিবাহিতাঙ্ক


উত্তরঃ- C) পরিবাহিতা


9. 'ইলেকট্রন-ভোল্ট' কিসের একক?


A) তড়িৎ আধান


B) তড়িৎ বিভব


C) তড়িৎ ক্ষমতা


D) শক্তি


উত্তরঃ- D) শক্তি


10. প্লাঙ্কের ধ্রুবক h এর SI একক কি?


A) W.s


B) J.s


C) W/s


D) J/s


উত্তরঃ- B) J.s


11. মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?


A) 30°C


B) 98.6°F


C) 120°F


D) 90°F


উত্তরঃ- B) 98.6°F


12. অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হবে-


A) পৃথিবীর কেন্দ্রে


B) পৃথিবীর বাইরে যে কোনো জায়গায়


C) ভূপৃষ্ঠে


D) ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে


উত্তরঃ- C) ভূপৃষ্ঠে


13. পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে অবস্থিত কোন বস্তুর ওজন কি হবে?


A) শূন্য হয়ে যাবে


B) একই থাকবে


C) হ্রাস পাবে


D) বৃদ্ধি পাবে


উত্তরঃ- B) একই থাকবে


14. 1 কিলোগ্রাম ভার = কত নিউটন?


A) 981 নিউটন


B) 9.81 নিউটন


C) 105 নিউটন


D) 103 নিউটন


উত্তরঃ- B) 9.81 নিউটন


15. ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?


A) MnO₂


B) CrO₂


C) Na₂(SO₄)³


D) CuSO₄


উত্তরঃ- B) CrO₂


16. 'MRI' এর সম্পূর্ণ নাম কি?


A) Magnetic Resonance Imaging


B) Magnetic Resonance Inference


C) Meticulous Resonance Imaging


D) Magnetic Reinforced Imaging


উত্তরঃ- A) Magnetic Resonance Imaging


17. CGS পদ্ধতিতে 'ম্যাগনেটিক ফ্লাক্স'এর একক কি?


A) Weber


B) Tesla


C) Maxwell


D) All of the above


উত্তরঃ- C) Maxwell


18. 'তড়িৎ চুম্বকীয় প্রভাব' (Electro Magnetism) কে আবিষ্কার করেন?


A) নিউটন


B) আলফ্রেড নোবেল


C) ওয়েরস্টেড


D) আলেকজান্ডার গ্রাহামবেল


উত্তরঃ- C) ওয়েরস্টেড


19. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?


A) শূন্যস্থানে


B) গ্যাসে


C) তরলে


D) কঠিন পদার্থে


উত্তরঃ- D) কঠিন পদার্থে


20. Ultra Sonography (USG) যে তরঙ্গের সঙ্গে যুক্ত তা হল-


A) শ্রুতিগোচর শব্দ


B) শব্দোত্তর তরঙ্গ


C) শব্দেতর তরঙ্গ


D) তড়িৎচুম্বকীয় তরঙ্গ


উত্তরঃ- B) শব্দোত্তর তরঙ্গ


21. 0°C উষ্ণতায় বায়ু মাধ্যমের শব্দের বেগ কত?


A) 317 মি/সে


B) 300 মি/সে


C) 322 মি/সে


D) 332 মি/সে


উত্তরঃ- D) 332 মি/সে


22. স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ?


A) শব্দের অনুরণন


B) শব্দের প্রতিসরণ


C) শব্দের প্রতিফলন


D) প্রতিধ্বনি


উত্তরঃ- C) শব্দের প্রতিফলন


23. শব্দের তীব্রতা মাপার একক হল-


A) ডেসিবেল


B) ফন


C) সোন


D) নিউটন


উত্তরঃ- A) ডেসিবেল


24. কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা-


A) বেড়ে যায়


B) কমে যায়


C) সমান থাকে


D) প্রথমে বাড়ে, তারপর কমে যায়


উত্তরঃ- A) বেড়ে যায়


25. সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে কি ঘটে?


A) রোধ বেড়ে যায়


B) রোধ কমে যায়


C) একই থাকে


D) কোনোটিই নয়


উত্তরঃ- A) রোধ বেড়ে যায়


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর PDF - Food Sub Inspector Model Question Answers PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.