অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর - Food Sub Inspector GK Question Answer

ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food Sub Inspector GK Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর PDF. নিচে Food Sub Inspector GK Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর - Food Sub Inspector GK Question Answer



ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর - Food Sub Inspector GK Question Answer



1) কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল ?


উত্তর: 1923


2) গণপরিষদের সদস্য হয়ে যারা সংবিধানের খসড়া রচনা করেন, তাঁরা ছিলেন—


উত্তর: বিভিন্ন অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্য


3) কত তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয় ?


উত্তর: 26 শে জানুয়ারি 1950


4) গণপরিষদে কাকে ‘ভারতীয় সংবিধানের স্থপতি’ বলে উল্লেখ করা হয়েছে ?


উত্তর: বি আর আম্বেদকর


5) গণপরিষদ গঠিত হয়েছিল—


উত্তর: ক্যাবিনেট মিশন প্ল‍্যানে


6) সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন—


উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ


7) গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল—


উত্তর: 93


8) ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?


উত্তর: 389


9) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?


উত্তর: দিল্লি


10) কোন পদ্ধতি দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয় ?


উত্তর: সর্বসম্মতিক্রমে


11) ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন ?


উত্তর: বি এন রাও


12) ভারতীয় গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ছিল—


উত্তর: 80


13) রাজ্য সংবিধান— সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?


উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল


14) গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল—


উত্তর: 7 জন


15) কে সর্বপ্রথম সংবিধান প্রণয়নের ধারণাটি ব্যক্ত করেন ?


উত্তর: গান্ধিজী


16) কে ‘ভারতবন্ধু’ নামে পরিচিত ছিলেন ?


উত্তর: ক্লিমেন্ট এটলি


17) প্রথম কার প্রতিবেদনে ‘যুক্তরাষ্ট্রীয়’ ধারণাটি প্রস্তাবিত হয় ?


উত্তর: মোতিলাল নেহেরু


18) গণপরিষদের সভাপতি কে ছিলেন ?


উত্তর: হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়


19) নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন—


উত্তর: তেজ বাহাদুর সাপ্রু


20) গণপরিষদের প্রথম সভায় সদস্যরূপে উপস্থিত ছিলেন—


উত্তর: 207 জন


21) গণপরিষদের প্রথম সভায় কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন—


উত্তর: জে বি কৃপালনি


22) কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?


উত্তর: ডক্টর সচ্চিদানন্দ সিনহা


23) গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ?


উত্তর: জওহরলাল নেহেরু


24) গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ?


উত্তর: 22শে জুলাই 1947


25) গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন —


উত্তর: বি আর আম্বেদকর


26) 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া টি রচিত হয় ?


উত্তর: অক্টোবর মাসে


27) কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে ?


উত্তর: 1947 সালের 9 ডিসেম্বর


28) গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লিগের সদস্য ছিল—


উত্তর: 73 জন


29) ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন—


উত্তর: রাজেন্দ্র প্রসাদ


30) কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়—


উত্তর: আগস্ট, 1946


31) সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় ?


উত্তর: 1945


32) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?


উত্তর: চার্চিল


33) আগস্ট অফার প্রকাশিত হয় ?


উত্তর: 1940


34) কত সালে ওয়াভেল প্ল্যান ঘোষিত হয় ?


উত্তর: জুন, 1945


35) কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ?


উত্তর: ওয়াভেল


36) কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?


উত্তর: দাদাভাই নৌরজি


37) যে কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস এবং সিমলা কনফারেন্স এর সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন, তিনি ছিলেন—


উত্তর: আবুল কালাম আজাদ


38) কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ?


উত্তর: মার্চ, 1946


39) গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন ?


উত্তর: 9 জন


40) কে স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ?


উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল


41) অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন—


উত্তর: জওহরলাল নেহেরু


42) 1949 সালের 26 শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে কার্যকরী হয়—


উত্তর: নাগরিকতা সংক্রান্ত বিধিব্যবস্থা, নির্বাচনী প্রথা, কার্যনির্বাহী সংসদ


43) ভারতের সংবিধানটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল—


উত্তর: 26শে নভেম্বর, 1949


44) জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন—


উত্তর: 13ই ডিসেম্বর 1946


45) ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?


উত্তর: জে বি কৃপালনি


46) মুসলিম লিগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্যসংখ্যা হয়—


উত্তর: 299


47) জওহরলাল নেহেরু দ্বারা উত্থাপিত উদ্দেশ্যমূলক প্রস্তাবটি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল—


উত্তর: 22শে জানুয়ারি, 1947


48) কোন কমিটির সুপারিশে গণপরিষদ গঠিত হয় ?


উত্তর: ক্যাবিনেট মিশন


49) কে ক্রিপস প্রস্তাবকে ‘Post-dated cheque on a crashing Bank’ বলেছেন ?


উত্তর: গান্ধীজি


50) ক্রিপস মিশন কত সালে ভারতে আসে ?


উত্তর: মার্চ, 1942


51) গণপরিষদে কমিউনিস্ট দলের একমাত্র প্রতিনিধি কে ছিলেন ?


উত্তর: সোমনাথ লাহিড়ী


52) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?


উত্তর: দিল্লির ‘কনস্টিটিউশন হল’ -এ


53) ভারতীয় সংবিধান রচনার কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লেগেছিল ?


উত্তর: 2 বছর 11 মাস 17 দিন


54) কার মতে ভারতীয় গণপরিষদ হল ‘আইনজীবিদের স্বর্গ’ ?


উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী জেনিংস


55) কে সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ?


উত্তর: 1923 সালে মানবেন্দ্রনাথ রায়


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর - Food Sub Inspector GK Question Answer


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.