অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর - Food SI Question Papers with Answers PDF

উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food SI Question Papers with Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর PDF. নিচে Food SI Question Papers with Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর - Food SI Question Papers with Answers PDF



উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর - Food SI Question Papers with Answers PDF



১। 'ভারনালিন' কী?


➥ একপ্রকার উদ্ভিদ হরমোন।


২। শূককীটের রূপান্তরের সাহায্য করে, এমন একটি হরমোনের নাম কি?


➥ একডাইজোন।


৩। আলোকের তীব্রতার মাধ্যমে নিয়ন্ত্রিত উদ্ভিদের ব্যাপ্তি চলনকে কি বলে?


➥ ফটোন্যাস্টি।


৪। ভলভক্সের গমন অঙ্গের নাম কি?


➥ সিলিয়া।


৫। হিমোসায়ানিন কি ঘটিত প্রোটিন?


➥ তাম্র ঘটিত।


৬। মহাকর্ষীয় তরঙ্গের প্রবক্তা কে?


➥ অ্যালবার্ট আইনস্টাইন।


৭। 'সোরা'র রাসায়নিক নাম কি?


➥ পটাশিয়াম নাইট্রেট।


৮। 'ফায়ারি আইস' কাকে বলে?


➥ মিথেন হাইড্রেট।


৯। ১৯০৯ খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী সর্বপ্রথম 'জিন' শব্দটির প্রচলন করেন?


➥ বিজ্ঞানী জোহানসেন।


১০। তেজি জল কোন খনিজ অ্যাসিড?


➥ নাইট্রিক অ্যাসিড।


১১। আমির খসরু কোন সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?


➥ গিয়াস উদ্দিন তুঘলক।


১২। 'গদর পার্টি' প্রথম কোথায় আত্মপ্রকাশ করে?


➥ সানফ্রান্সিসকো।


১৩। 'ভিয়েতনাম যুদ্ধ' কত সালে শেষ হয়?


➥ ১৯৭৫।


১৪। গিয়াস উদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি?


➥ গাজী মালিক।


১৫। মহম্মদ বিন তুঘলক কোথায় মারা যান?


➥ সিন্দুর তট্টা নামে স্থানে।


১৬। আলতুনিয়া কে ছিলেন?


➥ সুলতান রাজিয়ার স্বামী।


১৭। 'মাণ্ডি' কি?


➥ দিল্লিতে প্রধান শষ্যের বাজার।


১৮। সঙ্গম বংশের প্রথম শাসকের নাম কি?


➥ হরিহর ও বুক্ক।


১৯। কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছাড়েন?


➥ কনৌজের যুদ্ধ।


২০। শের শাহ সূরির আমলে দূরত্ব পরিমাপ করা হতো কোন এককে?


➥ ক্রোশ।


২১। লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?


➥ আনা সাগর হ্রদ।


২২। 'মেটস্যাট' কি?


➥ ভারতের সম্পূর্ণ আবহাওয়া বিষয়ক উপগ্রহ।


২৩। 'ডানকান প্যাসেজ' কোথায় অবস্থিত?


➥ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে।


২৪। 'আলেপ্পী বন্দর' ভারতের কোন রাজ্যে আছে?


➥ কেরালা।


২৫। মুম্বাই বন্দর কোন উপকূলে অবস্থিত?


➥ কঙ্কন।


২৬। 'রান' বলতে কী বোঝায়?


➥ লবণাক্ত জলাভূমি।


২৭। মেঘালয় মালভূমি কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ?


➥ দাক্ষিণাত্য মালভূমি।


২৮। ভারতে গ্রস্ত উপত্যকা কোনটি?


➥ নর্মদা নদী উপত্যকা।


২৯। নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে?


➥ মিয়েন্ডার।


৩০। বছরের কোন দিনটি 'জলবিষুব' নামে পরিচিত?


➥ ২৩ সেপ্টেম্বর।


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর - Food SI Question Papers with Answers PDF


File Details:-

File Name:- উত্তর সহ ফুড এসআই প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.