অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর - Food SI Question Answer PDF

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food SI Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF. নিচে Food SI Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর - Food SI Question Answer PDF



ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর - Food SI Question Answer PDF



১) কোন গ্রন্থ থেকে আমির খসরুর ভারতপ্রীতির পরিচয় পাওয়া যায় ?


উ: নুহ সিপির


২) আমির খসরুর রচিত ‘মিফতাহ–উল–ফুতুহ’ থেকে কোন সুলতানের শাসনকাল সম্পর্কে জানা যায় ?


উ: জালালউদ্দিন ফিরোজ খলজি


৩) সুলতান মামুদের ভারত আক্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় কার রচনা থেকে ?


উ: অলবেরুনি এর রচনা থেকে


৪) গিয়াসউদ্দিন বলবন তার জামাতা নাসিরউদ্দিন মামুদকে হত্যা করে দিল্লির সিংহাসন দখল করেন এই ঘটনা কোন গ্রন্থ থেকে জানা যায় ?


উ: ফুতুহ–উস–সালাতিন


৫) মুঘল যুগের একমাত্র মহিলা গুলবদন বেগম একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। তিনি কার জীবনী রচনা করেন ?


উ: হুমায়ুন এর জীবনী


৬) তারিখ–ই–ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতা কে ?


উ: জিয়াউদ্দিন বরনি এবং আফিক


৭) আরবি ভাষায় রচিত ‘তহকিক–ই–হিন্দ’ গ্রন্থটি থেকে কোন সুলতানের ভারত আক্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় ?


উ: সুলতান মামুদের সম্পর্কে


৮) সম্রাট বাবরের আত্মজীবনী ‘তুজুক–ই–বাবরি’ কোন ভাষায় রচিত ?


উ: চাখতাই তুর্কি ভাষায়


৯) আদিল শাহ সুরির হিন্দু সেনাপতি হিমুর দ্বিতীয় পানিপথের যুদ্ধে কৃতিত্বের বর্ণনা পাওয়া যায় কার রচনা থেকে ?


উ: আবুল ফজল -এর


১০) কোন মুঘল সম্রাট কোরানের প্রতিলিপি গুলি লেখন করে সেগুলি বিক্রয় করে তার ব্যক্তিগত খরচ নির্বাহ করতেন ?


উ: ঔরঙ্গজেব


১১) মধ্যযুগের কোন স্থাপত্যটি একটি গম্বুজ আছে, যেদিকে বিশ্বের বৃহত্তম গম্বুজ বলে মনে করা হয় ?


উ: গোলগম্বুজ, বিজাপুর


১২) ‘নাসতালিক’ কথাটির মাধ্যমে কী বোঝানো হয় ?


উ: মধ্যযুগীয় ভারতে ব্যবহৃত পারসিক লিপি


১৩) দিল্লির কোন সুলতান সম্রাট অশোকের নির্মিত স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন ?


উ: ফিরোজ শাহ তুঘলক


১৪) মুঘল সম্রাট জাহাঙ্গিরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ?


উ: লাহোরে অবস্থিত


১৫) শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা কি নামে পরিচিত ছিল ?


উ: ‘দাম’ নামে


১৬) ভারতে খালের বৃহত্তম নেটওয়ার্ক তৈরি করার জন্য বিখ্যাত দিল্লির কোন সুলতান ?


উ: ফিরোজ শাহ তুঘলক


১৭) ‘ফতেপুর সিক্রি’–তে অবস্থিত ইবাদৎখানাটি ব্যবহৃত হত–


উ: সর্বধর্মের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য নির্মিত গৃহ


১৮) তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থটি কে রচনা করেন ?


উ: জিয়াউদ্দিন বরনি


১৯) ‘খুৎবা’ কি ?


উ: ক্ষমতাশীল সম্রাটের নামে পড়া শুক্রবারের ধর্মীয় প্রার্থনা


২০) আমেরিকা আবিষ্কারের সম্পর্কে জানা যায়, এমন একজন মধ্যযুগীয় ভারতের লেখক এর নাম লেখ ?


উ: আবুল ফজল


২১) ‘লীলাবতী’ গ্রন্থটি কে ফরাসি ভাষাতে অনুবাদ করেছিলেন ?


উ: ফৈজি


২২) ‘The parrot of Hindustan’ নামে পরিচিত সুলতানি যুগের কবি হলেন—


উ: আমির খসরু


২৩) প্রথম কোন লেখক কবিতা রচনার জন্য উর্দু ভাষার ব্যবহার শুরু করেন ?


উ: আমির খসরু


২৪) কোন ইংরেজ জাহাঙ্গিরের দরবারে এসেছিলেন ?


উ: স্যার টমাস রো


২৫) তহকিক-ই-হিন্দ গ্রন্থটি কে রচনা করেন ?


উ: অলবেরুনি


২৬) কোন সুলতান ‘দোকানি মুদ্রা’ প্রবর্তন করেন ?


উ: মহম্মদ বিন তুঘলক


২৭) ‘বাবরনামা’ গ্রন্থের মুঘল সম্রাট বাবর কোন স্থানটিকে ‘সুক্রি’ নামে উল্লেখ করেছেন ?


উ: ফতেপুর সিক্রি


২৮) ‘আকবরনামা’ গ্রন্থটি কে রচনা করেন ?


উ: আবুল ফজল মুবারক


২৯) ‘আকবরনামা’ গ্রন্থটির মূল তিনটি খন্ডের শেষ খন্ডটি কি নামে পরিচিত ?


উ: আইন-ই-আকবরি


৩০) কোন ঐতিহাসিক ‘তুজুক-ই-বাবুরি’ গ্রন্থটি কে ‘almost the only piece of real history in Asia’-বলে উল্লেখ করেছেন ?


উ: ঐতিহাসিক এলফিনস্টোন


৩১) ‘নুহ সিপির’, ‘তুঘলকনামা’, ‘মিফতাহ-উল-ফুতুহ’, ‘খাজাইন-উল-ফুতুহ’, ‘তারিখ-ই-ইলাহি’ গ্রন্থ গুলির মধ্যে সাদৃশ্যকি ?


উ: সবকটি গ্রন্থ আমির খসরু-এর রচিত


৩২) ‘কানুন-ই-হুমায়ুন’ জীবনীমূলক গ্রন্থ টির রচয়িতা কে ?


উ: খোন্দামির


৩৩) ‘তারিখ-ই-হুমায়ুনি’ গ্রন্থটি কে রচনা করেন ?


উ: জৌহর


৩৪) ‘পাদশাহনামা’ গ্রন্থটি কোন মুঘলসম্রাট সম্পর্কিত ?


উ: শাহজাহান সম্পর্কিত


৩৫) ‘শাহজাহানামা’ জীবনীমূলক গ্রন্থটি কে রচনা করেন ?


উ: মহম্মদ সাদিক খান


৩৬) ‘ফুতুয়াত–ই–আলমগীরি’ গ্রন্থটি কোন মুঘলসম্রাট সম্পর্কিত ?


উ: ঔরঙ্গজেব সম্পর্কিত


৩৭) ‘পাদশাহনামা’ গ্রন্থটির রচয়িতা কে ?


উ: মহম্মদ আমিন কাজভিনি


৩৮) ঔরঙ্গজেব সম্পর্কিত ‘ফুতুয়াত-ই-আলমগীরি’ গ্রন্থটির রচয়িতা কে ?


উ: ঈশ্বর দাসনগর


৩৯) পর্তুগিজ পর্যটক ‘ফাদার মনসারেট’ কোন মুঘল শাসকের শাসনকালে ভারতে আসেন ?


উ: মুঘলসম্রাট আকবরের


৪০) ‘উইলিয়াম হকিন্স’ কোন মুঘলসম্রাটের রাজসভায় আসেন এবং বাদশাহ-র থেকে সুরাটে বাণিজ্য করার ফরমান লাভ করেন ?


উ: জাহাঙ্গিরের


৪১) কুতুবউদ্দিনের সময় অধিক ব্যবহৃত মুদ্রা (তাম্রমুদ্র) কি নামে পরিচিত ছিল ?


উ: জিতল


৪২) কোন শাসক তুরস্ক ও চীনের অনুকরণে ‘টোকেন কারেন্সি’র প্রবর্তন করেন ?


উ: মহম্মদ বিন তুঘলক


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর - Food SI Question Answer PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.