অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 - Food SI Practice Set in Bengali

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food SI Practice Set in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF. নিচে Food SI Practice Set in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 - Food SI Practice Set in Bengali



ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 - Food SI Practice Set in Bengali



১) বরাহমিহির এবং আর্যভট্ট কোন যুগের মনীষী ছিলেন ? 


উত্তর: গুপ্ত যুগের


২) সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ? 


উত্তর: পাল রাজবংশের


৩) ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন ? 


উত্তর: রাজা লক্ষণ সেনের


৪) ত্রিপিটকের ‘পিটক’ কথাটির অর্থ কী ? 


উত্তর: সিদ্ধান্ত


৫) ‘গঞ্জাম লেখ’ থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে জানা যায় ? 


উত্তর: শশাঙ্ক -র সম্পর্কে


৬) ‘বিক্রমাঙ্কদেবচরিত’-এ কোন রাজার কীর্তিকাহিনি বর্ণিত হয়েছে ? 


উত্তর: রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য এর


৭) গুজরাটের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে ? 


উত্তর: ‘রাসমালা’ গ্রন্থ থেকে


৮) কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায় ? 


উত্তর: ‘ইন্ডিকা’ থেকে


৯) গৌতম বুদ্ধের পূর্বজীবন সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ উৎস কি ? 


উত্তর: জাতক


১০) ‘কবিরাজমার্গ’ এর রচয়িতা কে ? 


উত্তর: রাষ্ট্রকূটরাজ ‘অমোঘবর্ষ’


১১) অজন্তার গুহাচিত্রগুলিতে কীসের কাহিনি বর্ণিত হয়েছে ? 


উত্তর: জাতক -এর


১২) প্রাচীন ভারতের একটি ‘জ্যোতির্বিদ্যা’ বিষয়ক গ্রন্থ হল— 


উত্তর: ‘মিতাক্ষরা’


১৩) ব্যাকট্রিয় রাজা ‘মিনান্দার’ এবং বৌদ্ধ ভিক্ষু ‘নাগসেনের’ মধ্যে কথোপকথনের ভিত্তিতে রচিত গ্রন্থের নাম কি ? 


উত্তর: মিলিন্দপঞ্চহো


১৪) চালুক্যরাজ ‘দ্বিতীয় পুলকেশীর’ কাছে ‘হর্ষবর্ধনের’ পরাজয় কোন লিপি থেকে জানা যায় ? 


উত্তর: ‘আইহোল লিপি’ থেকে জানা যায়


১৫) ‘ফো-কুয়ো-কি’ গ্রন্থটির রচয়িতা কে ? 


উত্তর: চিনা পর্যটক ‘ফা-হিয়েন’


১৬) ‘জাতকের’ গল্পগুলি কোন ভাষায় রচিত ? 


উত্তর: পালি ভাষায়


১৭) কবি জয়দেবের ‘গীতগোবিন্দ’ কোন ভাষায় রচিত ? 


উত্তর: সংস্কৃত ভাষায়


১৮) কলহনের ‘রাজতরঙ্গিনী’ থেকে কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় ? 


উত্তর: কাশ্মীর অঞ্চলের


১৯) ‘গীতগোবিন্দ’-এর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন ? 


উত্তর: লক্ষণ সেন-এর


২০) ‘মিতাক্ষরা’ গ্রন্থটি কে রচনা করেছিলেন ? 


উত্তর: বিজ্ঞানেশ্বর


২১) কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ‘ফা-হিয়েন’ ভারতে আগমন করেন ? 


উত্তর: সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে


২২) ‘কম্ব রামায়ণ’ কোন ভাষায় রচিত ? 


উত্তর: তামিল ভাষায়


২৩) বৌদ্ধপ্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ‘মৌরিয়’ নামক— 


উত্তর: শূদ্র


২৪) ‘ঋতুসংহার’-এর রচয়িতা কে ? 


উত্তর: কালিদাস


২৫) বৈদিক সাহিত্য রচনার আনুমানিক সময়কাল কত ? 


উত্তর: ১৫০০-৫০০ খ্রিস্টপূর্বাদ্ধ


২৬) বিশিষ্ট ব্যাকরণবিদ ‘পতঞ্জলি’ কার সমসাময়িক ছিলেন ? 


উত্তর: ‘পুষ্যমিত্র শুঙ্গ’-এর সমসাময়িক


২৭) পতঞ্জলি রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থের নাম কি ? 


উত্তর: মহাভাষ্য


২৮) কে ১৮৩৭ খ্রিস্টাব্দে প্রথম খরোষ্ঠি ও ব্রাহ্মী হরফে লেখা সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?


উত্তর: এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল -এর সম্পাদক জেমস প্রিন্সেপ


২৯) হায়দ্রাবাদের মাস্কিতে প্রাপ্ত লিপিতে সম্রাট অশোককে কি নামে অভিহিত করা হয়েছে ? 


উত্তর: ‘দেবানাং পিয় পিয়দাসি’ (দেবানাং প্রিয় প্রিয়দর্শী)


৩০) ভারতের প্রাচীনতম লিপি সোহগোর তাম্রলিপি কবে রচিত হয়েছে ? 


উত্তর: অশোকের জন্মের প্রায় ৫০ বছর পূর্বে রচিত


৩১) জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি ? 


উত্তর: দ্বাদশ অঙ্গ


৩২) জৈন সাহিত্য গুলি কোন ভাষায় রচিত ? 


উত্তর: প্রাকৃত ভাষায়


৩৩) হেমচন্দ্র রচিত ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ সম্পর্কিত গ্রন্থটির নাম কি ? 


উত্তর: ‘জৈন পরিশিষ্ট পার্বণ’


৩৪) ভদ্রবাহু রচিত মহাবীর সম্পর্কিত গ্রন্থটি হল— 


উত্তর: ‘জৈনকল্পসুত্র’


৩৫) বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ কয়টি ভাগে বিভক্ত ? 


উত্তর: ৩টি (বিনয়পিটক, সূত্তপিটক, অভিধম্মপিটক)


৩৬) ‘শ্রীকৃষ্ণবিজয়কাব্য’-এর রচয়িতা কে ? 


উত্তর: মালাধর বসু


৩৭) কোন বৌদ্ধ গ্রন্থ থেকে প্রথম জনপদের ধারণা পাওয়া যায় ? 


উত্তর: ‘অঙ্গুত্তরণিকায়’ থেকে


৩৮) কোন জৈন সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ? 


উত্তর: জৈন ভগবতিসূত্র -থেকে


৩৯) কোন রাজা ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন ? 


উত্তর: কুষাণ রাজা বিম কদফিসেস-এর আমলে


৪০) জুনাগড় শিলালিপি-এর রচয়িতা কে ? 


উত্তর: শকরাজা রুদ্রদামন


৪১) নাসিক প্রশস্তি-এর রচয়িতা কে ? 


উত্তর: গৌতম বলশ্রী (গৌতমীপুত্র সাতকর্ণির মা)


৪২) ‘মুদ্রারাক্ষস’ কে রচনা করেছেন ? 


উত্তর: বিশাখাদত্ত


৪৩) ‘আইহোল’ প্রশস্তি এর রচয়িতা কে ? 


উত্তর: রবিকীর্তি (দ্বিতীয় পুলকেশীর সভাকবি)


৪৪) ‘পোতিন’ কোন রাজাদের প্রচলিত মুদ্রা ? 


উত্তর: সাতবাহনদের মুদ্রা


৪৫) ‘হাতিগুম্ফা লেখ’-এ কার কৃতিত্ব সম্বন্ধে বর্ণনা রয়েছে ? 


উত্তর: কলিঙ্গরাজ খারবেলের


৪৬) ‘হিউয়েন সাঙ’ কার রাজত্বকালে ভারতে আসেন ? 


উত্তর: হর্ষবর্ধনের রাজত্বকালে


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 - Food SI Practice Set in Bengali


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.