অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর - Food SI Model Question Answer PDF

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর PDF: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষায় Food SI Model Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর PDF. নিচে Food SI Model Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর - Food SI Model Question Answer PDF



ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর - Food SI Model Question Answer PDF



১) পার্বত্য মৃত্তিকার অপর নাম কি?


A) পডসল


B) রেগুর


C) সিরোজেম


D) চারনোজেম


উত্তরঃ A) পডসল


২) কোথায় "উন্মেষ" ও "উৎকর্ষ" নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু?


A) মধ্যপ্রদেশ


B) গুজরাট


C) ঝাড়খন্ড


D) বিহার


উত্তরঃ A) মধ্যপ্রদেশ


৩) Live World Rankings-এ ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হলেন কে?


A) আর প্রজ্ঞানন্দ


B) ডি. গুকেশ


C) হর্শিত রাজা


D) বিশ্বনাথন আনন্দ


উত্তরঃ B) ডি. গুকেশ


৪) 132 তম ডুরান্ড কাপ শুরু হলো কোন শহরে?


A) চেন্নাই


B) মুম্বাই


C) গ্যাংটক


D) কলকাতা


উত্তরঃ D) কলকাতা


৫) "How Prime Ministers Decide" শিরোনামে বই লিখলেন কে?


A) নীরজা চৌধুরী


B) ঝুম্পা লাহিড়ি


C) অরুন্ধতী রায়


D) মঙ্গলা বালা


উত্তরঃ A) নীরজা চৌধুরী


৬) পৃথিবীর কোথায় দাঁড়ালে ওজন বাড়বে?


A) মেরুপ্রদেশে


B) মধ্যস্থলে


C) কর্কটক্রান্তি রেখায়


D) মকরক্রান্তি রেখায়


উত্তরঃ A) মেরুপ্রদেশে


৭) পশ্চিমবঙ্গের সবথেকে বড় দ্বীপটির নাম কি?


A) সুন্দরবন


B) সাগরদ্বীপ


C) পূর্বাশা


D) মাজুলি


উত্তরঃ B) সাগরদ্বীপ


৮) 'ফাদার মার্টিন' কার ছদ্মনাম?


A) নরেন্দ্রনাথ ভট্টাচার্য


B) মনোরঞ্জন সেনগুপ্ত


C) নীরেন্দ্র দাসগুপ্ত


D) জ্যোতিপ্রিয় মল্লিক


উত্তরঃ A) নরেন্দ্রনাথ ভট্টাচার্য


৯) মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে?


A) লসিকা


B) প্লীহা


C) প্যারোটিড গ্রন্থি


D) যকৃত


উত্তরঃ C) প্যারোটিড গ্রন্থি


১০) নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি?


A) রেংমা


B) জাদুর


C) পালি


D) ঝুমুর


উত্তরঃ A) রেংমা


১১) রামন ম্যাগসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে?


A) ফিলিপাইনস


B) ইন্দোনেশিয়া


C) থাইল্যান্ড


D) জাপান


উত্তরঃ A) ফিলিপাইনস


১২) স্কেলার রাশি কোনটি?


A) শক্তি


B) ক্ষমতা


C) শক্তি ও ক্ষমতা উভয়ই


D) কোনোটিই নয়


উত্তরঃ C) শক্তি ও ক্ষমতা উভয়ই


১৩। লুমেন কিসের একক?


A) শক্তির


B) বলের


C) আলোর পরিমাণের


D) দীপ্তি প্রবাহর


উত্তরঃ D) দীপ্তি প্রবাহর


১৪) বিশুদ্ধ জলের PH মান কত?


A) 0


B) 7


C) >7


D) <7


উত্তরঃ B) 7


১৫) 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?


A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


B) রাসবিহারী বসু


C) অরবিন্দ ঘোষ


D) অক্ষয়কুমার দত্ত


উত্তরঃ D) অক্ষয়কুমার দত্ত


১৬) ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি?


A) নবান্ন


B) আলমগির


C) নীলদর্পণ


D) কারাগার


উত্তরঃ C) নীলদর্পণ


১৭) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হওয়া দরকার?


A) 30 বছর


B) 35 বছর


C) 40 বছর


D) 25 বছর


উত্তরঃ A) 30 বছর


১৮) হরপ্পা লিপিতে মোট কটি চিহ্ন আছে?


A) 400 টি


B) 150 টি


C) 855 টি


D) 270 টি


উত্তরঃ C) 855 টি


১৯) কোনটি বহুকোষী জীব?


A) কেঁচো


B) ডায়াটিম


C) ঈস্ট


D) ভাইরাস


উত্তরঃ A) কেঁচো


২০) ভারতের প্রথম প্রেসিডেন্সী ব্যাঙ্কটি কোথায় ছিল?


A) বোম্বাই


B) কলকাতা


C) মাদ্রাজ


D) নতুন দিল্লি


উত্তরঃ B) কলকাতা


২১) কোষপ্রাচীর তৈরি করতে কোন মৌলের প্রয়োজন?


A) গন্ধক


B) পটাশিয়াম


C) ক্যালসিয়াম


D) ম্যাগনেসিয়াম


উত্তরঃ C) ক্যালসিয়াম


২২) 'ম্যাডোনা' ছবিটি কে এঁকেছিলেন?


A) তিশান


B) রেমব্রান্ট


C) পিকাসো


D) রাফায়েল


উত্তরঃ D) রাফায়েল


২৩) কোন শহরকে সবুজ নগর বলা হয়?


A) পাঞ্জাব


B) চেন্নাই


C) আহমেদাবাদ


D) কলকাতা


উত্তরঃ B) চেন্নাই


২৪) কোন রাজাদের ভগবানের পুত্র বলা হত?


A) হুন রাজাদের


B) কুষাণ রাজাদের


C) শক রাজাদের


D) পহ্লব রাজাদের


উত্তরঃ B) কুষাণ রাজাদের


২৫) দশ টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে?


A) অর্থমন্ত্রীর


B) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের


C) অর্থ মন্ত্রকের সচিবের


D) কোনোটিই নয়


উত্তরঃ B) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের


২৬) রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষ কে?


A) উপরাষ্ট্রপতি


B) প্রধানমন্ত্রী


C) স্পিকার


D) চেয়ারম্যান


উত্তরঃ A) উপরাষ্ট্রপতি


২৭) ISRO কোথায় অবস্থিত?


A) বেঙ্গালুরু


B) শ্রীহরিকোটা


C) ত্রিবান্দ্রম


D) কোনোটিই নয়


উত্তরঃ A) বেঙ্গালুরু


২৮) পশ্চিমবঙ্গে কোন সালে খাদ্য আন্দোলন হয়েছিল?


A) 1959


B) 1970


C) 1977


D) 1980


উত্তরঃ A) 1959


২৯) স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?


A) স্যার আশুতোষ মুখোপাধ্যায়


B) রবি রায়


C) বি আর আম্বেদকর


D) বলরাম জাখর


উত্তরঃ C) বি আর আম্বেদকর


৩০) কোন রাজ্যের অপর নাম 'প্রাচ্যের স্কটল্যান্ড'?


A) মণিপুর


B) নাগাল্যান্ড


C) ত্রিপুরা


D) মেঘালয়


উত্তরঃ D) মেঘালয়


৩১) হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য কোনটি?


A) রামায়ণ


B) মহাভারত


C) মহাভাষ্য


D) বেদ


উত্তরঃ A) রামায়ণ


৩২) কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত?


A) পেরিয়ার


B) পারকল


C) গিরি


D) জলদাপাড়া


উত্তরঃ A) পেরিয়ার


৩৩) হাইড্রা কিসের দ্বারা শ্বসন কার্য করে?


A) ফুসফুস


B) কানকো


C) সারা শরীর


D) বৃকলাঙ্ক


উত্তরঃ C) সারা শরীর


৩৪) হাইপোকাইসিস বলতে কোন গ্রন্থিকে বোঝায়?


A) থাইরয়েড


B) পিটুইটারি


C) টনসিল


D) জনন কোষ


উত্তরঃ B) পিটুইটারি


৩৫) কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) তিস্তা


B) তোর্সা


C) মহানন্দা


D) ইছামতি


উত্তরঃ B) তোর্সা


Also Read:



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


Download ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর - Food SI Model Question Answer PDF


File Details:-

File Name:- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মডেল প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.