মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর - দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর

মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF

মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর - দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর

নিচে মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর - দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর


মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF

Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET  | Upper Primary  | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে। 



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর - দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর


গ্যাসের আচরণ


1. গ্যাসের আয়তন কাকে বলে?

উঃ গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই। যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আয়তনকেই গ্যাসের আয়তন হিসাবে গণ্য করা হয়। এজন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় অবশ্যই চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয়। অর্থাৎ, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থ যতটা জায়গা দখল করে থাকে তাকে ওই গ্যাসীয় পদার্থের আয়তন বলে।


2. গ্যাসের চাপ কাকে বলে?

উঃ নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেওয়ালের একক ক্ষেত্রফলযুক্ত তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই গ্যাসের চাপ বলা হয়।


3. CGS ও SI পদ্ধতিতে আয়তনের একক কী?

উঃ CGS পদ্ধতিতে আয়তনের একক ঘনসেণ্টিমিটার (cm3)

SI পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার (m3)


4. CGS ও SI পদ্ধতিতে বলের একক কী?

উঃ CGS পদ্ধতিতে বলের একক ডাইন।

SI পদ্ধতিতে বলের একক নিউটন।


5. CGS ও SI পদ্ধতিতে চাপের একক কী?

উঃ CGS পদ্ধতিতে চাপের একক ডাইন/বর্গসেমি (dyn/cm2)।

SI পদ্ধতিতে চাপের একক নিউটন/বর্গমিটার (N/m2) বা প্যাস্কাল।


6. প্যাস্কাল কী?

উঃ SI পদ্ধতিতে চাপের একক। 1 বর্গমিটার ক্ষেত্রের ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয়ে তাকে 1 প্যাস্কাল বলে।


7. প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কী বোঝ?

উঃ শূন্য ডিগ্রি সেলসিয়াস (0 ডিগ্রি C) বা 273 K-কে প্রমাণ উষ্ণতা ধরা হয়, 0 ডিগ্রি C উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেমি দীর্ঘ পারদস্তুম্ভ যে চাপ প্রয়োগ করে, তাকে প্রমাণ চাপ বা 1 অ্যাটমস্স্ফিয়ার (1 atm) বলা হয়।


8. চাপমান গেজ (pressure guage) বা ম্যানোমিটার কী?

উঃ কোনো আবদ্ধ পাত্রে বায়ু বা গ্যাসের চাপ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি ম্যানোমিটার নামে পরিচিত। একে চাপমান গেজও বলা হয়।


9. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উঃ ম্যানোমিটার।


10. বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?

উঃ ব্যারোমিটার।


11. বয়েলের সূত্র কত সালে প্রকাশিত হয়?

উঃ 1662 খ্রিষ্টাব্দে।


12. বয়েলের সূত্রটি লেখ।

উঃ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়।


13. চার্লসের সূত্রটি কত সালে প্রকাশিত হয়?

উঃ 1787 খ্রিষ্টাব্দে বিজ্ঞানী চার্লস এবং 1802 খ্রিষ্টাব্দে গে-লুসাক নিরপেক্ষভাবে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন। এই সূত্রকে চার্লসের সূত্র বলে।


14. চার্লসের সূত্রটি লেখ।

উঃ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি C উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন, তার 1⁄273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।


15. পরম শূন্য উষ্ণতা কাকে বলে?

উঃ চার্লসের সূত্রানুযায়ী, স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -273 ডিগ্রি C বা আরও সঠিকভাবে -273.15 ডিগ্রি C। কেলভিন স্কেলে এর মান 0 K।


16. পরম স্কেল কী?

উঃ উষ্ণতার যে স্কেলে -273 ডিগ্রি C উষ্ণতাকে শূন্য বিন্দু এবং উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস স্কেলের এক ডিগ্রির সমান ধরা হয়, তাকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে।


17. পরম শূন্যকে ‘পরম’ বলার কারণ কী?

উঃ পরম শূন্য উষ্ণতার মান (-273 ডিগ্রি C) গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ বা আয়তন-কোনোটির উপরই নির্ভর করে না এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এর থেকে কম উষ্ণতা পাওয়া অসম্ভব। এই উষ্ণতায় পৌঁছাবার অনেক আগেই সমস্ত গ্যাসীয় পদার্থ তরল বা কঠিনে পরিণত হয়। এজন্য পরম শূন্যকে ‘পরম’ নামে অভিহিত করা হয়।


18. ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?

উঃ ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.67ডিগ্রি F।


19. বাস্তবে কোনো গ্যাসের আয়তন কি শূন্য হতে পারে-উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উঃ তত্ত্বগতভাবে পরম শূন্য উষ্ণতায় (-273ডিগ্রি C) সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়। কিন্তু বাস্তুবক্ষেত্রে দেখা যায় এই তাপমাত্রায় পৌঁছাবার অনেক আগেই সমস্ত গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়। ফলে বাস্তুবে কোনো গ্যাসের আয়তনকে কখনই শূন্যে আনা সম্ভব হয় না।


20. মোলার আয়তন কাকে বলে?

উঃ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল পরিমাণ কোনো পদার্থ যে আয়তন দখল করে থাকে তাকে ওই উষ্ণতা ও চাপে ওই পদার্থের মোলার আয়তন বলে।


21. আদর্শ গ্যাস কাকে বলে?

উঃ যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই বয়েল ও চার্লসের সূত্র বা PV=nRT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।


22. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো।

উঃ PV = RT (1 মোল গ্যাসের জন্য) ।

PV = nRT (n মোল গ্যাসের জন্য) ।

যেখানে P = গ্যাসের চাপ, V = গ্যাসের আয়তন, n = গ্যাসের মোল সংখ্যা, R = সর্বজনীন গ্যাস ধ্রুবক, T = কেলভিন স্কেলে গ্যাসের উষ্ণতা।


23. বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস কী?

উঃ যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস বলে। আমাদের পরিচিত সমস্ত গ্যাসগুলিই বাস্তব গ্যাস। যেমন-হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি।


24. অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো।

উঃ একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু থাকে।


25. গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখ।

উঃ একই উষ্ণতা ও চাপে গ্যাসীয় পদার্থের বিক্রিয়া কালে গ্যাসগুলির আয়তন সরল অনুপাত রক্ষা করে। বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটি যদি গ্যাস হয় তাহলে একই উষ্ণতা ও চাপে উৎপন্ন গ্যাসের আয়তন বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাত রক্ষা করে।


26. কাকে সর্বজনীন ধ্রুবক বলা হয়?

উঃ PV = nRT সমীকরণে ‘R’ হল মোলার গ্যাস ধ্রুবক। ‘R’ এর মান যেহেতু সব গ্যাসের ক্ষেত্রে সমান, তাই R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।


27. চার্লসের সূত্রে ধ্রুবক কী কী?

উঃ গ্যাসের ভর ও চাপ।


28. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত?

উঃ 373 K।


29. ব্যাপন কাকে বলে?

উঃ যে ধর্মের জন্য পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক গুরুত্ব নির্বিশেষে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশ্রিত হয়, তাকে ব্যাপন বলে।


30. শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু লঘু (হালকা) কেন তা ব্যাখ্যা কর।

উঃ স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনের বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায়। কারণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে। এখন জলীয় বাষ্প (আণবিক ভর=18) অক্সিজেন (আণবিক ভর=32) ও নাইট্রোজেন (আণবিক ভর=28)-এর থেকে হালকা। তাই, স্থির উষ্ণতায় বাতাসে যত বেশি জলীয় বাষ্প অন্য গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে। সুতরাং একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়।


31. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কী?

উঃ বাস্তুব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে প্রধানত দুটি কারণ উল্লেখ করা হয়-

১) গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলিকে বিন্দুভরবিশিষ্ট কণারূপে কল্পনা করা হয় এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। কিন্তু বাস্তুবে গ্যাসের অণুগুলি খুব ছোটো হলেও তাদের নির্দিষ্ট আয়তন আছে। কাজেই উপরিউক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতায় এবং খুব নিম্ন চাপে সঠিক হলেও সবসময় নির্ভুল নয়। বাস্তব গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য তাদের কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় সামান্য কম হয়।

২) গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে না। কিন্তু চাপ বেশি হলে গ্যাসের আয়তন কমে যায় এবং গ্যাসীয় অণুগুলি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। এর ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। সুতরাং কল্পিত আদর্শ গ্যাসের অণুগুলি আকর্ষণ বলযুক্ত অবস্থায় পাত্রের ভেতরের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা, বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না।


32. বাস্তব গ্যাসগুলি কোন অবস্থায় আদর্শ গ্যাসের মত আচরণ করে?

উঃ উচ্চতাপমাত্রা ও নিম্নচাপে।


33. পরম শূন্য কী?

উঃ স্থির চাপে এবং -273ডিগ্রি C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য-ওই তাপমাত্রাকে পরম শূন্য বলে।


34. কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়?

উঃ পরম শূন্য (0 K) তাপমাত্রায়।


35. গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আলোচনা কর।

উঃ একটি সিলিন্ডারের মধ্যে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস নেওয়া হল। সিলিন্ডারের ওপর একটি ঘর্ষণহীন পিস্টন চাপিয়ে রাখা হল। এখন কিছু পরিমাণ ওজন পিস্টনের ওপর রাখলে গ্যাসটি সংকুচিত হয় এবং আয়তন হ্রাস পায়। আবার ওজনটি তুলে নিলে পিস্টনটি আবার আগের জায়গায় ফিরে আসে অর্থাৎ আয়তন বৃদ্ধি পায়। সুতরাং দেখা যাচ্ছে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় আবার চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়।


36. গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব আলোচনা কর।

উঃ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তাপশক্তি শোষণের ফলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। সুতরাং উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় অণুগুলির বেগ বাড়ে। অপরপক্ষে উষ্ণতা হ্রাস করলে গ্যাস অণুগুলির গতিশক্তি তথা বেগ হ্রাস পায়।


37. গ্যাসের অণুগুলির চাপের উপর উষ্ণতার প্রভাব আলোচনা কর।

উঃ যেহেতু উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুদের গড় গতিবেগ বৃদ্ধি পায়, সুতরাং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়। পাত্রের দেওয়ালে গ্যাস অণুগুলির সংঘর্ষজনিত কারণে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের চাপও হ্রাস পায়।


38. বেলুনে ফুঁ দিলে চাপ এবং আয়তন দুইই বাড়ে-এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়?

উঃ না, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না। কারণ বয়েলের সূত্র অনুসারে গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকলে গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক হয়। কিন্তু বেলুনে ফুঁ দেওয়ার সময় বেলুনের মধ্যে গ্যাসের পরিমাণ (ভর) বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়।


39. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে উঠে এলে সেটির আয়তনে কি পরিবর্তন হবে?

উঃ আয়তন বাড়বে।


40. বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি?

উঃ গ্যাসের ভর।


Download মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর PDF


File Details:-

File Name:- মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:-PDF
Quality:- High
File Size:-  5 Mb
File Location:- Google Drive

Click Here to Download


আরও পড়ুন:

❏ কীটপতঙ্গের বর্গের নামের তালিকা

❏ সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর

❏ প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম

❏ সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য

❏ ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ

❏ উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF




Others Important Link

Syllabus Link: Click Here

Questions Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.