মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক ভূগোল Solar System Questions Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল বই সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF.
নিচে মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF - Solar System Questions Answers
মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF - Solar System Questions Answers
1. সৌরজগৎ কাকে বলে?
উঃ সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। পৃথিবীসহ মোট ৮ টি গ্রহ, এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরও অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সূর্যকে নিয়ে এই যে জগৎ তাকে সৌরজগৎ বলে।
2. জ্যোতিষ্ক কাকে বলে?
উঃ সূর্য, চাঁদ এবং অন্যান্য যেসব আলোকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে।
3. গ্রহ কাকে বলে?
উঃ যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারিদিকে ঘোরে এবং যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই, তাদের গ্রহ বলে। যেমন –পৃথিবী, মঙ্গল প্রভৃতি।
4. উপগ্রহ কাকে বলে?
উঃ যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। যেমন – চাঁদ।
5. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
উঃ ৭৬ বছর অন্তর।
6. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী?
উঃ বুধ।
7. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উঃ প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি।
8. বুধের নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ৪৮২৮ কিমি।
9. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে?
উঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা।
10. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে?
উঃ ৮৮ দিন।
11. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উঃ শুক্র।
12. সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১০ কোটি ৭৮ লক্ষ কিমি।
13. শুক্রের নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ১২৭৫৭ কিমি।
14. সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত?
উঃ প্রায় ২২ কোটি ৮০ লক্ষ কিমি।
15. মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ৬৭৯০ কিমি।
16. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে?
উঃ ২৪ ঘণ্টা ৩৭ মিনিট।
17. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে?
উঃ ৬৮৭ দিন।
18. মঙ্গলের কটি উপগ্রহ? কী কী?
উঃ দুটি উপগ্রহ। ফোবোস ও ডাইমোস।
19. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
20. সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত?
উঃ প্রায় ৭৭ কোটি ৯১ লক্ষ কিমি।
21. বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত?
উঃ ১ লক্ষ ৪২ হাজার ৭৪৫ কিমি।
22. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে?
উঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট।
23. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে?
উঃ ১২ বছর ।
24. বৃহস্পতির কটি উপগ্রহ আছে?
উঃ ১৬ টি।
25. বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?
উঃ গ্যানিমিড।
26. সূর্য থেকে শনির গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৪২ কোটি ৬০ লক্ষ কিমি।
27. শনির নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৮ কিমি।
28. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে?
উঃ ১০ ঘণ্টা ১৪ মিনিট।
29. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে?
উঃ ২৯ বছর ৬ মাস।
30. শনির কটি উপগ্রহ আছে?
উঃ ১৮ টি।
31. শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?
উঃ টাইটান।
32. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী?
উঃ টাইটান।
33. সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
উঃ প্রায় ২৮৭ কোটি কিমি।
34. ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ৪৯ হাজার ১৫২ কিমি।
35. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে?
উঃ ১০ ঘণ্টা ৪২ মিনিট।
36. সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
উঃ ৮৪ বছর ১ মাস।
37. ইউরেনাসের কটি উপগ্রহ আছে?
উঃ ১৫ টি।
38. সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত?
উঃ প্রায় ৪৪৯ কোটি ৩০ লক্ষ কিমি।
39. নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত?
উঃ ৪৪ হাজার ৮০০ কিমি।
40. নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে?
উঃ ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।
41. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে?
উঃ ১৬৫ বছর।
42. নেপচুনের কটি উপগ্রহ আছে?
উঃ ৮ টি।
43. সূর্য থেকে প্লুটোর গড় দুরত্ব কত?
উঃ প্রায় ৫৮৯ কোটি ৮০ লক্ষ কিমি।
44. প্লুটোর নিরক্ষীয় ব্যাস কত?
উঃ প্রায় ৬৪০০ কিমি।
45. নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে?
উঃ ৬ দিন।
46. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লুটোর কত সময় লাগে?
উঃ ২৪৮ বছর।
47. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে?
উঃ ২৪৩ দিন।
48. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?
উঃ ২২৪ দিন।
49. ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
উঃ ৫১ কোটি ৬৭ হাজার বর্গ কিমি।
50. কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?
উঃ ১৫৩৬ কিমি (ঘণ্টায়)।
51. সূর্য থেকে দুরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ?
উঃ তৃতীয় গ্রহ।
52. আয়তন অনুসারে পৃথিবী সূর্যের কত নং গ্রহ?
উঃ পঞ্চম গ্রহ। (প্রথম–বৃহস্পতি, দ্বিতীয়–শনি, তৃতীয়–ইউরেনাস, চতুর্থ–নেপচুন)।
53. পৃথিবীর গড় পরিধি কত?
উঃ প্রায় ৪০০০০ কিমি।
54. ইরাসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত?
উঃ ৪৬ হাজার ২৫০ কিমি।
55. পৃথিবীর ওজন কত?
উঃ প্রায় ৫৯৭৬ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ।
56. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?
উঃ অভিগত গোলক (ওপর-নীচে সামান্য চাপা ও ডাইনে-বাঁইয়ে সামান্য ফোলা)।
57. পৃথিবীর কটি গতি? কী কী?
উঃ দুটি গতি। আহ্নিক গতি ও বার্ষিক গতি।
58. নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২ সেকেণ্ড।
59. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড।
60. পৃথিবীর উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ।
61. চাঁদের ব্যাস কত?
উঃ প্রায় ৩৪৭৬ কিমি।
62. পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত?
উঃ প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি।
63. নিজের মেরুদণ্ডের চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে?
উঃ ২৭.৩ দিন।
64. পৃথিবী থেকে সূর্যের দুরত্ব কত?
উঃ প্রায় ১৫ কোটি কিমি।
65. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
66. আলোর গতিবেগ কত?
উঃ সেকেণ্ডে প্রায় ৩ লক্ষ কিমি (১ লক্ষ ৮৬ হাজার মাইল)।
67. প্রথম মহাকাশযানের নাম কী? সেটি কবে মহাকাশে যাত্রা করে?
উঃ স্পুৎনিক। ১৯৫৭ সালের ৪ ঠা অক্টোবর।
68. প্রথম মহাকাশচারীর নাম কী? তিনি কবে কোন মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে?
উঃ ইউরী গ্যাগারিন। ১৯৬১ সালের ১২ ই এপ্রিল ভস্টক-১ নামে মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে।
69. মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে?
উঃ উজ্জ্বল নীল গোলক বলে মনে হয়।
70. পৃথিবীর মেরুব্যাস কত?
উঃ ১২৭১৪ কিমি।
71. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
উঃ ১২৭৫৭ কিমি।
72. পৃথিবীর মেরুব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত?
উঃ ৪৩ কিমি।
73. পৃথিবীর গড় ব্যাস কত?
উঃ ১২৭৩৫ কিমি।
74. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উঃ ৬৩৬৮ কিমি।
75. এরাটোস্থেনিস পৃথিবীর ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলেন?
উঃ ৬৪০০ কিমি।
Download মাধ্যমিক ভূগোল সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box