মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক ভূগোল Population Distribution and Population Density of India Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF.
নিচে মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF - Population Distribution and Population Density of India Question Answers
মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF - Population Distribution and Population Density of India Question Answers
ভারতের জনবণ্টন ও জনঘনত্ব
1. আদমসুমারী (Census) কী?
উঃ প্রতি দশ বছর অন্তর ভারতে জনগণনা হয়। জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে আদমসুমারী বলে।
2. ভারতে কত বছর অন্তর জনগণনা বা আদমসুমারী হয়?
উঃ দশ (১০) বছর অন্তর।
3. ভারতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ প্রায় ১.৮ শতাংশ।
4. পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ কোনটি?
উঃ ভারত।
5. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?
উঃ সিকিম।
6. ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
উঃ লক্ষদ্বীপ।
7. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উঃ রাজস্থান।
8. আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
উঃ গোয়া।
9. ভারতের রাজধানীর নাম কী?
উঃ দিল্লী।
10. ভারতের মোট আয়তন কত?
উঃ ৩২,৮৭,৭৮২ বর্গ কিমি।
11. জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উঃ প্রথম, প্রতি বর্গ কিমিতে ৭৬৬ জন।
12. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব সম্পন্ন রাজ্যের নাম কী?
উঃ অরুণাচল প্রদেশ।
13. জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম কোনটি?
উঃ দিল্লী। প্রতি বর্গ কিমিতে ৬৩১৯ জন।
14. জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শেষ কোনটি?
উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। প্রতি বর্গ কিমিতে মাত্র ৩৭ জন।
15. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উঃ সপ্তম।
16. ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?
উঃ উত্তর-দক্ষিণে বিস্তার ৩২১৪ কিমি।
17. ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?
উঃ পূর্ব-পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিমি।
18. ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত?
উঃ ১৫২০০ কিমি।
19. ভারতের জনসংখ্যা কত?
উঃ ১৩৬.৬৪ কোটি (২০১৯ সালের আদমসুমারী অনুযায়ী) । তবে বর্তমান জনসংখ্যা আরও বেশি, ১৩৯.২৭ কোটি (এপ্রিল ২০২১, উইকিপিডিয়া)।
20. ভারতে ভাষার ভিত্তিতে রাজ্যগঠন কত সালে হয়?
উঃ ১৯৫৬ সালে।
21. ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?
উঃ ভাষা।
22. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
23. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯৫৩ সালে।
24. কোন বছর ভারতে পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয়?
উঃ ১৯৫৬ সালের ১লা নভেম্বর।
25. বিহারের রাজধানীর নাম কী?
উঃ পাটনা।
26. তামিলনাড়ুর রাজধানীর নাম কী?
উঃ চেন্নাই।
27. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?
উঃ পোর্টব্লেয়ার।
28. কেরালার রাজধানীর নাম কী?
উঃ তিরুবন্তপুরম।
29. নাগাল্যাণ্ডের রাজধানীর নাম কী?
উঃ কোহিমা।
30. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম কী?
উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
31. ভারপ্তের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কী?
উঃ উত্তরপ্রদেশ।
32. ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?
উঃ ত্রিপুরায়।
33. ভারতের কোথায় রেড ইন্ডিয়ানরা বাস করেন?
উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।
Download মাধ্যমিক ভূগোল ভারতের জনবণ্টন ও জনঘনত্ব প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box