মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF.
নিচে মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF
মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF
এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ
জাপান
1. জাপানের রাজধানীর নাম কী? কোন দ্বীপে এটি অবস্থিত?
উঃ টোকিও। হনসু দ্বীপের পূর্ব উপকূলে টোকিও উপসাগরের তীরে টোকিও অবস্থিত।
2. জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?
উঃ ফুজিয়ামা। উচ্চতা ৩,৭৭৬ মিটার।
3. জাপানের দীর্ঘতম নদীটির নাম কী?
উঃ শিনানো। (৩৬৮ কিমি)।
4. ‘নিপ্পন’ কথার অর্থ কী?
উঃ উদীয়মান সূর্যের দেশ।
5. জাপানের জনসংখ্যা কত?
উঃ প্রায় ১২৭,১৭৫,১৩৬ জন (জুলাই ২০১৮)।
6. জাপানে কী পদ্ধতিতে কৃষিকাজ করা হয়?
উঃ নিবিড় কৃষিপদ্ধতি।
7. জাপানের দুটি উল্লেখযোগ্য কৃষিজ ফসলের নাম লেখ।
উঃ ধান এবং চা।
8. জাপানের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখ।
উঃ নাগাসাকি।
9. এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহরের নাম কী?
উঃ টোকিও।
10. এশিয়ার বৃহত্তম লোহা-ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
উঃ জাপানের কিউসু দ্বীপের উত্তরাংশে ইয়াওয়াটায়।
11. জাপানের ম্যাঞ্চেস্টার বা প্রাচ্যের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উঃ ওসাকা- কে।
12. মৎস্য শিকার ও রেশম উৎপাদনে বিশ্বে জাপানের স্থান কী?
উঃ প্রথম।
13. ‘ফোসা ম্যাগনা’ অঞ্চল কেন বিখ্যাত?
উঃ রেশন উৎপাদনের জন্য।
14. পৃথিবীর বৃহত্তম নগরের জনসংখ্যাসহ নাম লেখ।
উঃ টোকিও। ১কোটি ২৫ লক্ষ।
15. জাপানের সর্বাধিক জনবহুল শহরের নাম কী?
উঃ টোকিও।
16. ‘প্রাচ্যের ব্রিটেন’ কাকে বলে?
উঃ জাপানকে।
17. জাপানের সবচেয়ে বড় দ্বীপটির নাম কী?
উঃ হনসু।
18. জাপানের একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কর।
উঃ টোকিও।
সৌদিআরব
1. আরব উপদ্বীপের বৃহত্তম দেশটির নাম কী?
উঃ আরব।
2. ইরানের রাজধানীর নাম কী?
উঃ তেহেরান।
3. সৌদি আরবের রাজধানীর নাম কী?
উঃ রিয়াধ।
4. সৌদি আরবের একটি খনিজ তেল শোধনাগারের নাম কর।
উঃ ধাহরান।
5. দক্ষিণ-পশ্চিম এশিয়ার বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি?
উঃ ইরানের আবাদান।
6. পৃথিবীর সর্ববৃহৎ তেল শোধনাগার কোনটি?
উঃ ইরানের আবাদান।
7. দক্ষিণ-পশ্চিম এশিয়ার কোন দেশ সর্বাধিক খনিজ তেল উৎপাদন করে?
উঃ সৌদিআরব।
8. আবাদান কেন বিখ্যাত?
উঃ ইরানের আবাদানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারটি অবস্থিত বলে এই স্থান বিখ্যাত।
9. ইরাকের বিখ্যাত তেলখনিটির নাম কী?
উঃ কিরকুক।
10. ইরাকের রাজধানীর নাম কী?
উঃ বাগদাদ।
11. দক্ষিণ-পশ্চিম এশিয়ার অর্থনীতি মূলত কোন পণ্যদ্রব্যের ওপর নির্ভরশীল?
উঃ খনিজ তেল বা পেট্রোলিয়াম।
12. দক্ষিণ-পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উঃ সৌদিআরব।
13. OPEC পুরো কথাটি কী?
উঃ Organisation of Petroleum Exporting countries.
14. পৃথিবীর বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোন দেশে অবস্থিত?
উঃ ইরানের আবাদানে।
15. এশিয়ার বৃহত্তম উপদ্বীপটির নাম কী?
উঃ আরবীয় উপদ্বীপ।
16. বিশ্বের বৃহত্তম তেলখনির নাম কী এবং এটি কোথায় অবস্থিত?
উঃ তেলখনির নাম ঘারওয়ার। এটি সৌদি আরবে অবস্থিত।
17. দক্ষিন-পশ্চিম এশিয়ার কোন দেশ খেজুর উৎপাদনে বিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করে?
উঃ ইরাক।
18. দক্ষিণ-পশ্চিম এশিয়ার কোন দেশ ‘মুক্তার দেশ’ নামে পরিচিত?
উঃ বাহেরিন।
19. সাত-এল-আরব কোন দুই নদীর মিলিত ধারা?
উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত ধারা।
Download মাধ্যমিক ভূগোল এশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি দেশ প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box