পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF.
নিচে পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF - পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর
পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF - পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর
পরিবেশ নীতি
1. CITES কী?
উঃ CITES এর পুরো কথা হল কনভেনশন অন ইন্টার ন্যাশানাল ট্রেড ইন এন্ডেনজার স্পিসিস এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত রয়েছে।
2. UPEN কী?
উঃ UPEN –র পুরো কথা হল ইউনাইটেড নেশনস এনভার্নমেণ্ট প্রোগ্রাম। ১৯৭৬ সালে গঠিত এই সংস্থাটির উদ্দেশ্য হল বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
3. EPA কী?
উঃ এওনভারমেন্টাল প্রোটেকশান এজেন্সি। ১৯৭০ সালে গঠিত এই মার্কিন সংস্থাটির কাজ হল জল বায়ু শব্দ ইত্যাদি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা।
4. ECC কী?
উঃ ECC এর পুরো কথা হল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপের ১২ টি দেশ সম্মিলিতভাবে এই সংস্থাটি গড়ে তুলেছে সদস্য দেশগুলির মধ্যে কৃষি বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির আদান প্রদান ও পারস্পরিক বোঝাপড়া ও নীতি নির্ধারণের উদ্দেশ্যে।
5. ICSU এর পুরো নাম কী?
উঃ ICSU–র পুরো কথা হল ইণ্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়নস।
6. INCO কী?
উঃ INCO–র পুরো কথা হল – ইন্টারনাশ্যানাল মেরিন কনসালটেটিভ অর্গানাইজেশন। এই সংস্থার কাজ হল দূর সমুদ্রে জাহাজ চলাচল ও সমুদ্র দূষণ নিবারণ করা।
7. SACEP কী?
উঃ SACEP সাউথ এশিয়া কো অপারেটিভ এনভার্মেন্ট প্রোগ্রাম নামক এই সংস্থাটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশের মধ্যে পরিবেশ সংক্রান্ত জ্ঞান ও তথ্য আদান প্রদান করা।
8. UNESCO এর পুরো নাম কী?
উঃ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন। রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলিতে শিক্ষা গবেষণা তথ্য ও সংস্কৃতির আদা প্রদান ও বিস্তারের উদ্দেশ্যে ১৯৪৫ সালে এই সংস্থাটি গড়ে তোলা হয়। ফ্রান্সের প্যারিসে এর মুখ্য কার্যালয়।
9. MAB কী?
উঃ MAB-এর পুরো কথা হল Man and Biosphere Program। ১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমণ্ডল সংক্রান্ত অধিবেশনে এই সংস্থাটি গড়ে তোলা হয়।
10. চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?
উঃ ১৯৭৩ সালে উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক স্থানে।
11. গোপেশ্বর অঞ্চলের চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ চণ্ডীপ্রসাদ ভট্ট।
12. আপিক্কো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়?
উঃ ১৯৮৩ সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে।
13. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উঃ পাণ্ডুরাও হেগড়ে।
14. ভারতবর্ষে আজ পর্যন্ত কতগুলি বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
উঃ প্রায় ৩৫০০।
15. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে?
উঃ মেধা পাটকর।
16. স্বাধীনতার পর ভারতে জলসেচের উন্নতির হার কি রকম?
উঃ প্রায় ৪ গুণ জমি জলসেচের আওতায় আনা হয়।
17. আন্তর্জাতিক কোন NGO ভারতে সিংগ্রোলী সুপার থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণের বিরোধিতা প্রদর্শন করে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের এনভায়রণমেণ্ট ডিফেন্স ফাণ্ড।
18. জলদূষণ ও বায়ুদূষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
উঃ জলদূষণ ১৯৭৪ সালে এবং বায়ুদূষণ ১৯৮১ সালে।
19. গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কী?
উঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি ১৯৮৪ সালে গ্রহণ করা হয়।
20. ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে?
উঃ সুন্দরলাল বহুগুণা।
21. চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে যে আন্দোলন তৈরী হয় তার নাম কী?
উঃ আপিক্কো আন্দোলন।
22. পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের জন্য তার নাম কী?
উঃ ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প।
23. এওনভারনমেণ্ট ডিফেন্স ফাণ্ড সংস্থাটি কোথায় অবস্থিত?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।
24. নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কী?
উঃ মেধা পাটকর।
25. বোধঘাট প্রকল্প কোথায় চালু হয়?
উঃ মধ্যপ্রদেশে।
26. EPA এর পুরো নাম কী?
উঃ এনভায়রনমেণ্টাল প্রোটেকশন এজেন্সি।
27. IUCN এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ সুইজারল্যাণ্ড।
28. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়?
উঃ ১৯৮৬ সালে।
29. কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কী?
উঃ সেণ্টাল পল্যুশন কন্ট্রোল বোর্ড।
30. গঙ্গা অ্যাকশন প্ল্যান করে তৈরী হয়?
উঃ ১৯৮৪ সালে।
31. ভারতে লোক দায়িত্ব বীমা আইন বলবৎ কবে হয়?
উঃ ১৯৯১ সালে।
32. পশ্চিমবঙ্গে বনবাসীদের নিয়ে অরণ্যসম্পদ রক্ষার জন্য আন্তর্জাতিক পল গেটি পুরস্কার কারা লাভ করে?
উঃ মেদিনীপুরের আরাবাড়ি প্রকল্প।
33. কেরালায় সাইলেণ্ট ভ্যালি প্রকল্পের বিরোধ আন্দোলন কারা গড়ে তোলে?
উঃ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।
34. ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইন্দিরা বৃক্ষমিত্র পুরস্কার পায়?
উঃ আরাবাড়ি প্রকল্প।
35. TERI-এর পুরো কথাটি কী?
উঃ Tata Energy Research Institute।
36. WCED কী?
উঃ ১৯৮৪ সালের রাষ্ট্রসংঘের একসাথে ২৩টি দেশকে নিয়ে গঠিত এই সংস্থাটি হল World Commission on Environment and Development।
37. NWMC এর পুরো নাম কী?
উঃ National Wasteland Management Committee।
38. NDDB এর পুরো নাম কী?
উঃ National Dairy Development Board।
39. CFC এর পুরো নাম কী?
উঃ Central Forestry Commission
40. গ্রীন বেঞ্চ কবে গঠিত হয়?
উঃ ১৯৮৬ সালে।
41. গ্রীন বেঞ্চ কী?
উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য ১৯৮৬ সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় তা গ্রীন বেঞ্চ নামে খ্যাত।
Download পরিবেশ নীতি প্রশ্নোত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box