দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Class 10 Geography West Bengal Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF.
নিচে দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF - Class 10 Geography West Bengal Question Answers
দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF - Class 10 Geography West Bengal Question Answers
পশ্চিমবঙ্গ
1. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ ৮৭৮৫৩ বর্গ কিমি।
2. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?
উঃ তিনটি ভূ-প্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।
3. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?
উঃ ঘুম রেঞ্জ।
4. টাইগার হিলের উচ্চতা কত?
উঃ ২,৫৭৩ মিটার।
5. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?
উঃ ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।
6. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?
উঃ গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।
7. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।
উঃ
- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া
- বীরভূম – মথুরাখালি
- মেদিনীপুর – বেলপাহাড়ী।
8. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।
উঃ তিস্তা, জলঢাকা, মহানন্দা।
9. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।
উঃ সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।
10. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।
উঃ
- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।
- বৃষ্টির জলে পুষ্ট – অজয়
- জোয়ারের জলে পুষ্ট – মাতলা।
11. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।
উঃ অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।
12. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।
উঃ জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।
13. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?
উঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
14. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?
উঃ মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।
15. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?
উঃ ক্রান্তীয় মৌসুমী (উষ্ণ-আর্দ্র) প্রকৃতির।
16. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?
উঃ মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।
17. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?
উঃ গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।
18. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?
উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।
19. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?
উঃ দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।
20. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?
উঃ সান্দাকফু (৩৬৩০ মিটার)।
21. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।
উঃ অযোধ্যা পাহাড়।
22. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উঃ গোর্গাবুরু (৬৭৭ মিটার)।
23. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?
উঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।
24. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।
উঃ দামোদর নদ।
25. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?
উঃ শিলাবতী ও দারকেশ্বর।
26. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।
উঃ হুগলী নদী।
27. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।
উঃ দামোদর, অজয়, ময়ূরাক্ষী।
28. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।
উঃ হুগলী নদী।
29. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।
উঃ ময়ূরাক্ষী।
30. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।
উঃ তিস্তা।
31. ত্রাসের নদী কাকে বলে?
উঃ তিস্তা নদীকে।
32. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?
উঃ উপকূলের বালুকাময় সমভূমিতে।
33. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?
উঃ ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।
34. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?
উঃ ল্যাটেরাইট।
35. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?
উঃ লবণাক্ত।
36. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?
উঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে।
37. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।
উঃ অযোধ্যা পাহাড়।
38. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?
উঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে।
39. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।
উঃ ব্রাহ্মণী।
40. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?
উঃ মুণ্ডেশ্বরী
41. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?
উঃ দার্জিলিং –এ।
42. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?
উঃ পুরুলিয়া জেলা।
43. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?
উঃ দামোদর নদকে।
44. দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উঃ খামারপাত পাহাড় থেকে।
45. সুন্দরবন নামকরণের কারণ কী?
উঃ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।
46. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?
উঃ সুন্দরবন অঞ্চল।
47. পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় ব-দ্বীপ দেখা যায়?
উঃ সুন্দরবনে।
48. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?
উঃ সিঙ্গলিলা শৈলশিরা।
49. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উঃ বক্সা দুয়ার-এ।
50. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।
51. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?
উঃ গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।
52. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?
উঃ পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।
53. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?
উঃ ভাগীরথী হুগলী নদী।
54. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।
উঃ পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।
55. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?
উঃ কাঁসাই ও কেলেঘাই নদীর।
Download দশম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box