দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Physical Environment of India Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF.
নিচে দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF - Physical Environment of India Question Answers
দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF
Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET | Upper Primary | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে।
Google News এ আমাদের ফলো করুন
দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF - Physical Environment of India Question Answers
1. ভারতের মোট আয়তন কত?
উঃ ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি।
2. ভারতের মোট জনসংখ্যা কত?
উঃ ১৩৮ কোটি (২০২০) । তবে বর্তমান জনসংখ্যা আরও বেশি, ১৩৯.২৭ কোটি (এপ্রিল ২০২১, উইকিপিডিয়া)।
3. ভারতীয় ভূখন্ডের উত্তর বিন্দুর নাম কী?
উঃ
ভারতের আয়ত্তাধীন: ইন্দিরা কলোনি (লাদাখ)। কিলিক পাস (প্রস্তাবিত, বর্তমানে পাক-অধিকৃত)।
নির্বিবাদে ভারতের আয়ত্তাধীন: কাং লা পাস (হিমাচল প্রদেশ)।
4. ভারতীয় ভূখন্ডের দক্ষিণ বিন্দুর নাম কী?
উঃ ইন্দিরা পয়েন্ট (নিকোবর দ্বীপপুঞ্জ)।
5. ভারতীয় মূল ভূখন্ডের দক্ষিণ বিন্দুর নাম কী?
উঃ কন্যাকুমারিকা অন্তরীপ (তামিলনাড়ু)।
6. ভারতীয় ভূখন্ডের পূর্ব বিন্দুর নাম কী?
উঃ ভারতের আয়ত্তাধীন: কিবিথু (অরুণাচল প্রদেশ, জেলা-আনজাও), এটি চীন নিজেদের বলে দাবী করে।
নির্বিবাদে ভারতের আয়ত্তাধীন: চৌকান পাস (অরুণাচল প্রদেশ)।
7. ভারতীয় ভূখন্ডের পশ্চিম বিন্দুর নাম কী?
উঃ ভারতের আয়ত্তাধীন: গুজরাত রাজ্যের স্যার ক্রিক (জেলা-কচ্ছ)।
নির্বিবাদে ভারতের আয়ত্তাধীন: গুহারমোতি (গুজরাত, জেলা-কচ্ছ)।
8. ভারতের রাজধানীর নাম কী?
উঃ দিল্লী।
9. ভারতবর্ষের নবীনতম রাজ্যের নাম কী?
উঃ তেলেঙ্গানা (২রা জুন ২০১৪)।
10. ভারতের নবতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উঃ জম্মু-কাশ্মীর ও লাদাখ (৩১শে অক্টোবর ২০১৯)।
11. LOC কী?
উঃ উত্তর পশ্চিমে অবস্থিত পাকিস্তান ও ভারতের মধ্যে চিহ্নিত সীমান্তকে নিয়ন্ত্রণ রেখা বা LOC (Line of Control)
12. প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) কী?
উঃ ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ একটি সীমানা রেখা যা চীনা নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ভারতীয় নিয়ন্ত্রিত অঞ্চলকে পৃথক করে। এটি সংক্ষেপে LAC (Line of Actual Control) নামে পরিচিত।
13. বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?
উঃ ২৮ টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল।
14. কত সালে ভারতের রাজ্য পুর্নগঠন কমিশন গঠিত হয়?
উঃ ১৯৫৩ খ্রীষ্টাব্দে।
15. কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের দৈর্ঘ্য কত কিমি?
উঃ ৩২১৪ কিমি।
16. ভারতের ভূ-প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ ভূ-প্রকৃতিগত বৈচিত্র্য অনুসারে ভারতের ভূ-প্রকৃতিকে প্রধান ৭ ভাগে ভাগ করা হয়। যথা-
১) উত্তরের পার্বত্য অঞ্চল
২) উত্তর-পূর্ব পাহাড়ী অঞ্চল ও মেঘালয় মালভূমি
৩) উত্তর ভারতের সমভূমি অঞ্চল
৪) পশ্চিমের মরু অঞ্চল
৫) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল
৬) উপকূলের সমভূমি অঞ্চল ও
৭) দ্বীপপুঞ্জ।
17. হিমালয় কী জাতীয় পর্বত?
উঃ ভঙ্গিল পর্বত।
18. হিমালয়ের দৈর্ঘ্য কত?
উঃ ২৫০০ কিমি।
19. হিমালয় পর্বতমালার বিস্তার (প্রস্থ) কত?
উঃ ১৫০ কিমি থেকে ৫০০ কিমি।
20. হিমালয় যেখানে অবস্থিত সেখানে আগে কী ছিল?
উঃ টেথিস সাগর।
21. টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?
উঃ বর্তমানে হিমালয় পর্বতশ্রেণি যে অঞ্চলে অবস্থিত।
22. টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে আগে কী ছিল?
উঃ টেথিস সাগরের উত্তরে আঙ্গারাল্যাণ্ড ও দক্ষিণে গণ্ডোয়ানাল্যাণ্ড।
23. হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে?
উঃ ভূ-তাত্ত্বিক সময়ের হিসাবে টারসিয়ারি যুগে অর্থাৎ প্রায় ৭ কোটি বছর আগে হিমালয় ওপরে ওঠা শুরু করে। তারপর বহু যুগ ধরে সেই উত্থানপর্ব চলে।
24. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)।
25. কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ গডউইন অস্টিন বা K2 (৮৬১১ মিটার)।
26. পৃথিবীর ছাদ কাকে বলে?
উঃ পামীর মালভূমিকে।
27. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উঃ গডউইন অস্টিন।
28. ভারতের তথা পৃথিবীর প্রাচীনতম পর্বত কোনটি?
উঃ আরাবল্লী (৬০-৭০ কোটি বছর পুরানো)।
29. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ গুরুশিখর (১৭২২ মিটার)।
30. ভারতের নবীনতম পর্বত কোনটি?
উঃ হিমালয় পর্বত।
31. ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ গডউইন অস্টিন বা K2।
32. হিমালয় পর্বতমালার মোট আয়তন কত?
উঃ ৭ লক্ষ বর্গ কিমি।
33. হিমালয় পর্বতমালার মোট আয়তন কত (ভারতে)?
উঃ ৫ লক্ষ বর্গ কিমি।
34. প্রস্থ বরাবর হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ চারভাগে। যথা-শিবালিক, হিমাচল, হিমাদ্রি ও টেথিস হিমালয়।
35. শিবালিক পর্বতশ্রেণির গড় উচ্চতা কত?
উঃ ৬০০ মিটার থেকে ১৫০০ মিটার।
36. হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত?
উঃ ২০০০ মিটার থেকে ৫০০০ মিটার।
37. হিমাচল হিমালয়ের শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ পীরপঞ্জল, ধাওলাধর, নাগটিব্বা, মুসৌরী, মহাভারত।
38. হিমাদ্রি হিমালয়ের শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- এভারেস্ট (৮৮৪৮ মিটার),
- কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার),
- মাকালু (৮৪৮১ মিটার),
- ধবলগিরি (৮১৭২ মিটার),
- মনাসুল (৮১৫৮ মিটার),
- চোওয়ু (৮১৫৩ মিটার),
- অন্নপূর্ণা (৮০৭৮ মিটার),
- গোসাইখান (৮০১৮ মিটার)।
39. টেথিস হিমালয় কী?
উঃ এটি মালভূমি বিশেষ। টেথিস বা তিব্বত হিমালয়ের কিছু অংশ ভারতের লাদাখে অবস্থিত।
40. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
উঃ লিওপারগেল (৭৪২০ মিটার)।
41. দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়?
উঃ তিনভাগে ভাগ করা হয়, যথা-পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় ও পূর্ব হিমালয়।
42. পশ্চিম হিমালয়ের শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- কারাকোরাম (৮৬১১ মিটার),
- জাসকর (৭৭৫৬ মিটার),
- বুন্ডিলপীর (৪২০০ মিটার),
- পীরপঞ্জল (৩৪৯৪ মিটার)।
43. মধ্য হিমালয়ের শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- এভারেস্ট (৮৮৪৮ মিটার),
- মাকালু (৮৪৮১ মিটার),
- ধবলগিরি (৮১৭২ মিটার),
- গৌরীশঙ্কর (৭১৪৫ মিটার)।
44. পূর্ব হিমালয়ের শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার),
- নামচেবারওয়া (৭৭৫৬ মিটার),
- জোমোলহারী (৭৩২৬ মিটার)।
45. সিকিম-দার্জিলিং হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার),
- ফালুট (৩৬৯৬ মিটার),
- সান্দাকফু (৩৬৩০ মিটার),
- সবরগ্রাম (৩৫৪৩ মিটার)।
46. সিকিম হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কী?
উঃ কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মিটার)।
47. ভুটান হিমালয়ের উল্লেখযোগ্য শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- জোমোলহারী (৭৩২৬ মিটার),
- কুলাকাংড়ি (৭২৯০ মিটার),
- লিংসিলা (৫৬৫৩ মিটার)।
48. ভুটান হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম লেখো।
উঃ জোমোলহারী (৭৩২৬ মিটার)।
49. দুন কাকে বলে?
উঃ কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় পর্বতশ্রেণি এবং শিবালিক পর্বতশ্রেণির মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন বলে। ‘দুন’ কথার অর্থ উপত্যকা, উদা: দেরাদুন।
50. পশ্চিম হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবনের নাম কর।
উঃ কাশ্মীরের ভেরনাগ।
51. গিরিপথ কী?
উঃ দুটি পর্বতের মাঝের সংকীর্ণ পথকে গিরিপথ বলা হয়। উদা: বানিহাল, বুরজিলা খলঘাট, ভোরঘাট, পালঘাট প্রভৃতি।
52. সিপকি-লা, লিপুলেক ও নাথুলা কী?
উঃ হিমালয় পার্বত্য অঞ্চলের তিনটি গিরিপথ।
53. ‘লা’ শব্দের অর্থ কী?
উঃ গিরিপথ।
54. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম কর।
উঃ জোজিলা (কাশ্মীর)।
55. পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কর।
উঃ নাথুলা।
56. সিকিম রাজ্যে অবস্থিত কোন গিরিপথ দিয়ে তিব্বত যাওয়া যায়?
উঃ নাথুলা।
57. ভারতের সর্বোচ্চ মালভুমি কোনটি?
উঃ লাদাখ মালভূমি।
58. লাদাখের রাজধানীর নাম কী?
উঃ লে শহর।
59. ভারতের উচ্চতম শহর কোনটি?
উঃ লে শহর।
60. ভারতের একটি ভঙ্গিল পর্বতের নাম কর।
উঃ হিমালয়।
61. বসুধার ধবল শীর্ষ কাকে বলে?
উঃ কারাকোরাম পর্বতশ্রেণিকে।
62. সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতের নাম কী?
উঃ কৃষ্ণগিরি পর্বত।
63. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উঃ ব্যারেন।
64. ভারতের উচ্চতম পর্বতের নাম কী?
উঃ হিমালয়।
65. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উঃ গেরসোপ্পা।
66. পূর্বাচল কাকে বলে?
উঃ উত্তর-পূর্ব ভারতের অন্তর্গত নাগাল্যাণ্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম প্রভৃতি রাজ্যে পাটকই, নাগা, লুসাই প্রভৃতি নামে যেসব পর্বতশ্রেণি উত্তর-দক্ষিণে প্রসারিত হয়েছে সেগুলিকে একসঙ্গে পূর্বাচল বলে।
67. পূর্বাচলের অন্তর্গত কয়েকটি পর্বতশ্রেণির নাম কর।
উঃ পাটকই, নাগা, লুসাই, মিশমী, বুম প্রভৃতি।
68. কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ জাপভো (২৯৯৫ মিটার)।
69. নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ সারামতী (৩৮৪০ মিটার)।
70. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ নকরেক (১৪১২ মিটার)।
71. শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার)।
72. সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ সান্দাকফু (৩৬৩০ মিটার)।
73. পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত?
উঃ সিঙ্গলীলা।
74. কাশ্মীর কোন হিমালয়ে অবস্থিত?
উঃ কাশ্মীর পশ্চিম হিমালয়ে অবস্থিত।
75. ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে?
উঃ কাশ্মীর উপত্যকাকে।
76. ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখ।
উঃ সাতপুরা পর্বত।
77. ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ।
উঃ আরাবল্লী।
78. সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত?
উঃ কারাকোরাম পর্বতে।
79. ভারতের একমাত্র উষ্ণ মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ রাজস্থান রাজ্যে।
80. ভারতের উষ্ণ মরুভূমি কী নামে পরিচিত?
উঃ মরুস্থলি (থর মরুভূমি)।
81. থর মরুভূমির মোট আয়তন কত?
উঃ প্রায় ২ লক্ষ ৬৯ হাজার বর্গ কিমি।
82. থর মরুভূমির (ভারতে) আয়তন কত?
উঃ প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ৭৮৭ বর্গ কিমি।
83. থর শব্দের অর্থ কী?
উঃ ‘থর’ শব্দের অর্থ ‘মৃতের আবাস’।
84. রাজস্থান সমভূমি বা মরুস্থলির উল্লেখযোগ্য নদী কোনটি?
উঃ লুনি।
85. হামাদা কাকে বলে?
উঃ শিলাময় মরুভূমিকে হামাদা বলে।
86. রাজস্থানের পশ্চিমাংশের চলমান বালিয়াড়িকে কী বলে?
উঃ ধ্রিয়ান।
87. টিব্বা কী?
উঃ রাজস্থানের ধ্রিয়ান বালিয়াড়িকে স্থানীয়ভাবে টিব্বা বলা হয়।
88. ধান্দ কী?
উঃ মরুভূমির লবণাক্ত জলের দীর্ঘাকার হ্রদকে ধান্দ বলে।
89. রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?
উঃ আরাবল্লী।
90. সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমির মোট আয়তন কত?
উঃ প্রায় ৬.৫২ লক্ষ বর্গ কিমি।
91. ভাবর কী?
উঃ গাঙ্গেয় সমভূমির উত্তর অংশ ভাবর নামে পরিচিত। এলাকাটি হিমালয় পাদদেশের নুড়ি-বালি পূর্ণ সছিদ্র ভূমি। হিমালয়ের খরস্রোতা নদীগুলি নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি বয়ে এনে এই ভূমি গঠন করেছে। এখানকার ভূমি সচ্ছিদ্র হওয়ায় হিমালয় থেকে আসা ছোটো ছোটো নদীগুলি এই অঞ্চলে এসে গর্ভস্থ হয়ে যায় এবং কিছুটা দক্ষিণে তরাই অঞ্চলে পুনরায় আত্মপ্রকাশ করে।
92. তরাই কী?
উঃ হিমালয়ের পাদদেশে নুড়ি-বালিপূর্ণ ভাবর অঞ্চলের দক্ষিণের জঙ্গলে ঢাকা জলাভূমিকে তরাই বলে। এখানকার ভূমিতেও যথেষ্ট নুড়ি-বালি মিশে থাকে। উত্তরের ভাবর অঞ্চলে যেসব নদী নুড়ি-কাঁকর স্তুপের মধ্যে হারিয়ে যায় সেগুলি তরাই অঞ্চলে আবার ফল্গুধারার মতো আত্মপ্রকাশ করে।
93. পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত তরাই ভূমিকে কী বলে?
উঃ ডুয়ার্স।
94. গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?
উঃ ভাঙ্গর।
95. গঙ্গা সমভূমি অঞ্চলে নতুন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?
উঃ খাদার।
96. রেহ বা কলার কী?
উঃ উত্তরপ্রদেশ ও হরিয়ানার শুষ্ক অঞ্চলে অধিক লবণতা যুক্ত যে পতিত ভূমি দেখা যায়, তাকে রেহ বা কলার বলে।
97. ভুর কাকে বলে?
উঃ গাঙ্গেয় সমভূমির পশ্চিমদিকে কোনো কোনো অঞ্চলে মাঝে মধ্যে বায়ু বাহিত বালির সঞ্চয়ের ফলে সৃষ্ট অনুচ্চ টিলার মতো ছোটো ছোটো বালিয়াড়ি দেখা যায়, এদের ভুর বলে।
98. বাগার ও রোহি বলতে কী বোঝ?
উঃ ভারতের বৃহৎ সমভূমির সর্বাধিক পশ্চিমাংশের নাম রাজস্থান সমভূমি। এই রাজস্থান সমভূমির বালুকাময় পশ্চিমাংশ বাগার নামে পরিচিত। এই সমভূমির পূর্বাংশটি আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন ছোটো ছোটো নদীর পলি সঞ্চয়ের ফলে উৎপন্ন হওয়ায় খুব উর্বর, এই অংশটি রোহি নামে পরিচিত।
99. ধায়া ও বেট কী?
উঃ পাঞ্জাব-হরিয়ানা সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিমাটি যুক্ত খাদার অঞ্চলের স্থানীয় নাম বেট। এই সমভূমিতে ৩ মিটার বা তার থেকে বেশি উঁচু খাড়া পাড় দেখা যায়, স্থানীয়ভাবে এদের ধায়া বলা হয়।
100. চো ও রাও কী?
উঃ পাঞ্জাব-হরিয়ানা সমভূমি অঞ্চলের ভাবর অংশের অনিত্যবহ ছোটো ছোটো নদীগুলি পাঞ্জাবে চো (Chos) ও হরিয়ানায় রাও (Raos) নামে পরিচিত।
101. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীচর কোনটি?
উঃ মাজুলী দ্বীপ।
102. ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে?
উঃ উত্তর ভারতের সমভূমিকে।
103. মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উঃ দাক্ষিণাত্য মালভূমির অংশ।
104. মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী?
উঃ বিন্ধ্য পর্বতশ্রেণি।
105. বিন্ধ্য পর্বতের পূর্ব অংশ কী নামে পরিচিত?
উঃ কইমুর শ্রেণি।
106. দণ্ডকারণ্য মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
উঃ কোরাপুট (১২০০ মিটার)।
107. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি?
উঃ পরেশনাথ (১৩৬৬ মিটার)।
108. প্যাট (Pat) বলতে কী বোঝ?
উঃ রাঁচি মালভূমির পশ্চিমঅংশ প্যাট নামে পরিচিত।
109. সাতপুরা ও বিন্ধ্য কী জাতীয় পর্বত?
উঃ স্তূপ পর্বত।
110. সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ ধূপগড় (১৩৫০ মিটার)।
111. নর্মদা ও তাপ্তী নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
উঃ সাতপুরা পর্বত।
112. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ অমরকণ্টক (১০৫৭ মিটার)।
113. মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ পাঁচমারি (১০৫০ মিটার)।
114. দাক্ষিণাত্যের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয় কেন?
উঃ সুইডিশ শব্দ ‘ট্র্যাপ’ এর অর্থ হলো সিঁড়ি বা ধাপ। লাভা সঞ্চয়ের ফলে গঠনের সময় দাক্ষিণাত্যের মালভূমি ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গেছে বলে এর অপর নাম ডেকান ট্র্যাপ।
115. পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- কলসুবাই (১৬৪৬ মিটার),
- সালার (১৫৭৬ মিটার),
- মহাবালেশ্বর (১৪৩৮ মিটার),
- হরিশ্চন্দ্রগড় (১৪২৪ মিটার)।
116. পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?
উঃ সহ্যাদ্রি পর্বতমালা।
117. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ আনাইমুদি (২৬৯৫ মিটার)।
118. পূর্বঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ নান্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, পচামালাই, জাভেদি।
119. পূর্বঘাট পর্বতের অপর নাম লেখো।
উঃ মলয়াদ্রি পর্বতমালা।
120. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ জিন্দাগাদা (১৬৯০ মিটার)।
121. পশ্চিমঘাট পর্বতের তিনটি গিরিপথের নাম লেখ।
উঃ পালঘাট, ভোরঘাট, থলঘাট।
122. নীলগিরি পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গগুলির নাম লেখো।
উঃ
- দোদাবেতা (২৬৩৭ মিটার),
- মাকুর্তি (২৫৫৪ মিটার)।
123. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ দোদাবেতা (২৬৩৭ মিটার)।
124. নীলগিরি পর্বতের একটি গিরিপথ-এর নাম লেখো।
উঃ পলঘাট।
125. নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত পর্বতগুলির নাম লেখো।
উঃ আনাইমালাই, পালনী ও কর্ডমম।
126. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত?
উঃ আনাইমালাই পর্বতে অবস্থিত।
127. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ আনাইমুদি (২৬৯৫ মিটার)।
128. একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো।
উঃ মালনাদ (কর্ণাটক)।
129. মালনাদ কাকে বলে?
উঃ কানাড়া ভাষায় মালনাদ কথার অর্থ ‘পাহাড়ী দেশ’ (মাল=পাহাড়, নাদ=দেশ)। কর্ণাটক মালভূমির পশ্চিমভাগের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন পাহাড়ী ভূমিকে বলে মালনাদ।
130. ময়দান কী?
উঃ মালনাদের পুর্বে অর্থাৎ কর্ণাটক মালভূমির পূর্বভাগে যে উন্মুক্ত সমতলভূমি আছে তাকে ময়দান বলে।
131. উপকূল বলতে কী বোঝ?
উঃ সমুদ্র তীরবর্তী অঞ্চলকে উপকূল বলা হয়।
132. ভারতের উপকূলভাগের দৈর্ঘ্য কত?
উঃ প্রায় ৩১০০ কিমি। পূর্ব উপকূল-প্রায় ১৫০০ কিমি, পশ্চিম উপকূল-প্রায় ১৬০০ কিমি।
133. গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে?
উঃ ভাঙ্গর।
134. ভারতের পূর্ব-উপকূলকে কয়ভাগে ভাগ করা হয়?
উঃ দুই ভাগে, যথা-উত্তর সরকার উপকূল ও করমণ্ডল উপকূল।
135. উত্তর সরকার উপকূল কাকে বলে?
উঃ উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণা নদীর ব-দ্বীপ পর্যন্ত পূর্ব উপকূলকে উত্তর সরকার উপকূল বলে।
136. করমণ্ডল উপকূল কাকে বলে?
উঃ বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব উপকূলের দক্ষিণাংশ, বিশেষত কৃষ্ণা নদীর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে করমণ্ডল বলে।
137. করমণ্ডল উপকূলের অপর নাম কী?
উঃ তামিলনাড়ু উপকূল।
138. উত্তর সরকার উপকূলকে কী কী ভাগে ভাগ করা হয়?
উঃ দুই ভাগে, যথা-ওড়িশা উপকূল ও অন্ধ্র উপকূল।
139. ওড়িশা উপকূলের অপর নাম কী?
উঃ মহানদী ব-দ্বীপ অঞ্চল।
140. ভারতের পূর্ব উপকূলের দুটি হ্রদের নাম লেখ।
উঃ চিল্কা এবং পুলিকট।
141. চিল্কা উপহ্রদ কোথায় অবস্থিত?
উঃ উত্তর সরকার উপকূলে পুরীর কাছে (ওড়িশা)।
142. পুলিকট হ্রদ কোথায় অবস্থিত?
উঃ করোমণ্ডল উপকূলে (তামিলনাড়ু)।
143. ভারতের পশ্চিম-উপকূলকে কয়ভাগে ভাগ করা হয়?
উঃ দুই ভাগে, যথা-কোঙ্কন উপকূল ও মালাবার উপকূল।
144. কোঙ্কণ উপকূল কাকে বলে?
উঃ মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত আরবসাগর পর্যন্ত আরবসাগর সংলগ্ন পশ্চিম উপকূলকে কোঙ্কণ উপকূল বলে।
145. ভারতের পশ্চিম উপকূলের কোন অংশে অনেক হ্রদ আছে?
উঃ মালাবার উপকূলে অনেক হ্রদ আছে।
146. কেরালার উপকূলভূমির নাম কী?
উঃ মালাবার উপকূল।
147. রাণ কী?
উঃ গুজরাটের কচ্ছ উপদ্বীপকে বেষ্টন করে আছে যে লবণাক্ত কর্দমময় অগভীর জলাভূমি তাকে বলে রাণ।
148. কচ্ছ শব্দের অর্থ কী?
উঃ জলময় দেশ।
149. কয়াল ও ব্যাক ওয়াটার্স কী?
উঃ কেরালা রাজ্যের মালাবার উপকূলে বিভিন্ন ভূ-প্রাকৃতিক কারণে সমুদ্রের জল আটকে গিয়ে বহু উপহ্রদ সৃষ্টি করেছে। স্থানীয় ভাষায় এগুলিকে কয়াল বলে। আর ভৌগোলিক ভাবে এগুলি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত।
150. ভোম্বনাদ কয়াল কোথায় অবস্থিত?
উঃ মালাবার উপকূলে (কেরালা)।
151. কোলার (কলেরু) হ্রদ কোথায় অবস্থিত?
উঃ কৃষ্ণা ও গোদাবরী নদীর ব-দ্বীপের মাঝে।
152. কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলের পাহাড়গুলি কী কী?
উঃ গির, ওসম বর্দা ও গিরনার।
153. কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলের উচ্চতম স্থান কী?
উঃ গিরনার (১১১৭ মিটার)।
154. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম লেখ।
উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
155. আন্দামান দ্বীপপুঞ্জের মোট কতগুলি দ্বীপ আছে?
উঃ ৩২৫ টি (৬১৭০ বর্গ কিমি)।
156. নিকোবর দ্বীপপুঞ্জে মোট কতগুলি দ্বীপ আছে?
উঃ ২৪৭ টি (১৭৬৫ বর্গ কিমি)।
157. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আয়তন কত?
উঃ ৮২৪৯ বর্গ কিমি।
158. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে?
উঃ দশ ডিগ্রি চ্যানেল (Ten Degree Channel)।
159. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উঃ স্যাডল পিক (৭৩২ মিটার) (উত্তর আন্দামান)।
160. ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কর।
উঃ ব্যারেন দ্বীপ (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)।
161. ব্যারেন আগ্নেয়গিরি কী প্রকৃতির?
উঃ সবিরাম প্রকৃতির।
162. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি কী প্রকৃতির?
উঃ ল্যাটেরাইট ও উপকূলের লবণাক্ত মাটি।
163. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উঃ পোর্টব্লেয়ার।
164. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?
উঃ পোর্টব্লেয়ার।
165. পোর্টব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন অংশে অবস্থিত?
উঃ দক্ষিণ আন্দামান-এ।
166. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন কোন সম্প্রদায়ের মানুষ বাস করেন?
উঃ জারোয়া, অঙ্গী, সেন্টিনেলী, নিকোবরী।
167. লক্ষদ্বীপের আয়তন কত?
উঃ ৩২ বর্গ কিমি।
168. লক্ষদ্বীপের অন্তর্গত দ্বীপ সংখ্যা কত?
উঃ ৩৬ টি।
169. লক্ষদ্বীপের প্রধান প্রধান দ্বীপের নাম কী?
উঃ লক্ষ, আমিনদিভি, মিনিকয়।
170. লক্ষদ্বীপের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি?
উঃ মিনিকয়।
171. লক্ষদ্বীপের রাজধানীর নাম কী?
উঃ কাভারাত্রি।
172. লক্ষদ্বীপের মাটি কী প্রকৃতির?
উঃ চুন জাতীয় (প্রবাল দ্বারা গঠিত)।
173. লক্ষ, মিনিকয় প্রভৃতি আরব সাগরের দ্বীপগুলি কী জাতীয়?
উঃ প্রবাল গঠিত দ্বীপ।
174. ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শ্রেণিটির নাম কী?
উঃ জাম্পুইটাং।
Download দশম শ্রেণির ভূগোল ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর PDF
File Details:-
File Format:-PDF
Quality:- High
File Size:- 5 Mb
File Location:- Google Drive
Click Here to Download
আরও পড়ুন:
Others Important Link
Syllabus Link: Click Here
Questions Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box