অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Swami Dayanand Merit Cum Means Scholarship 2022 Apply Now

স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022: Swami Dayanand Charitable Educational Foundation ভারতের ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, আইটি, স্থাপত্য বিদ্যায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য Swami Dayanand Merit Cum Means Scholarship চালু করেছে। এই Scholarship দরিদ্র ও মেধাবী মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য বিদ্যা ও আইটি কোর্সে অধ্যয়নরতদের এই স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। 

স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Swami Dayanand Merit Cum Means Scholarship 2022 Apply Now

এই স্কলারশিপের জন্য অনলাইনে ও অফলাইনে আবেদন করতে হয়। আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট। এই স্কলারশিপের নূন্যতম 30% কোটা মেয়েদের জন্য সংরক্ষিত থাকে। আসুন দেখে নিই Swami Dayanand Merit Cum Means Scholarship (স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022) -এর আবেদনের জন্য কি কি যোগ্যতা দরকার হয়, আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয়, আবেদনপত্র জমা দেয়ার প্রক্রিয়াসহ বিস্তারিত অনেক কিছু।


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Swami Dayanand Merit Cum Means Scholarship 2022 Apply Now


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022
বিষয়বিবরণ
স্কলারশীপের নামSwami dayanand merit cum means scholarship
স্কলারশিপ পরিচালনাকারীSwami Dayanand Charitable Educational Foundation
উপযুক্ত কোর্স সমুহমেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, ফার্মেসি, আইটি
আবেদনের শেষ তারিখ৩১শে আগষ্ট
ফলাফল ঘোষনাআবেদনের শেষ তারিখের ৩ মাস পর
যোগ্যতাউচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 85% নাম্বার পেয়ে পাশ করতে হবে।
আবেদনের মাধ্যমঅনলাইন ও অফলাইন
অঞ্চলসকল রাজ্যের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
স্কলারশিপের মেয়াদকালকোর্স শেষ হওয়া পর্যন্ত, তবে প্রতিবছর নবায়নের জন্য আবেদন করতে হবে।
পরিবারের বার্ষিক আয়বার্ষিক আয় 6 লক্ষ টাকার উর্ধে নয়।
স্কলারশিপের সংখ্যা200+
মেইল আইডিscholarships@swamidayanand.org
ওয়েবসাইটের ঠিকানাwww.swamidayanand.org
ফোন নাম্বার120-4146823
যোগাযোগের ঠিকানাA-74, Ground Floor, Sector-2, Noida-201301, UP (India) Whatsapp-8448770654



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Swami Dayanand Merit Cum Means Scholarship 2022 Apply Now


Swami Dayanand Charitable Educational Foundation কি কি সুবিধা দিয়ে থাকে

Swami Dayanand Merit Cum Means Scholarship ভারতের দরিদ্র ও মেধাবী ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা লাভ সুগম করতে তাদের পড়াশুনার খরচ মেটাতে বার্ষিক অনুদান দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় 6টি শ্রেনীতে স্কলারশিপ দেয়া হয়। নিচে আমরা এই Swami Dayanand Merit Cum Means Scholarship এর স্কলারশিপের পরিমান উল্লেখ করছি।


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 পাবার যোগ্যতা

এই স্কলারশিপ পাবার জন্য Swami Dayanand Merit Cum Means Scholarship বিশেষ কিছু যোগ্যতা নির্ধারন করেছে। আসুন দেখি যোগ্যতাগুলি কি কি?

1. শুধুমাত্র মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, ফার্মেসি, আইটির ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

2. যে সকল ছাত্রছাত্রীরা 85% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারাই এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।

3. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার উপর হতে পারবে না।


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 আবেদন প্রক্রিয়া

আসুন দেখে নি Swami Dayanand Merit Cum Means Scholarship -এর জন্য আবেদনের কি কি প্রক্রিয়া অনুসরন করতে হয়।

1. আগ্রহী আবেদনকারীকে অনলাইনে বা অফলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

2. আবেদনকারীকে অনলাইনে ফোন নাম্বার, মেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

3. আবেদনপত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য দিন ।

4. আবেদনকারী অফলাইনে আবেদন করলে এই আবেদনপত্র প্রিন্ট করে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিতে হবে।


A-74, Ground Floor, Sector-2,

Noida-201301, UP (India) Whatsapp- 8448770654


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

এই স্বামী দয়ানন্দ স্কলারশিপের জন্য কি কি কাগজপত্র দরকার হয়-

1. আধার কার্ড/ভোটার আইডি/জন্ম নিবন্ধন/ পাসপোর্টের Xerox কপি।

2. পরিবারের আয়ের প্রমান হিসেবে প্রমাণপত্র (সেলারী স্লিপ/ সরকারী প্রত্যয়ন পত্র/ আয়কর প্রদানের কপি)

3. মাধ্যমিক পরীক্ষার মার্কশীট

4. উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট

5. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি এর রশিদ।


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 এর নির্বাচন প্রক্রিয়া

এই স্কলারশিপের জন্য অনলাইনে Swami Dayanand merit cum means Scholarship এর ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যায়। সেই সাথে আবেদনপত্র ডাউনলোড করে, সকল কাগজপত্রে কপি সংযুক্ত করে ডাকযোগে পাঠানো যায়।


স্বামী দয়ানন্দ স্কলারশিপ 2022 আবেদনের বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়?

1. একটি জুরি বোর্ড বাছাইকৃত আবেদনকারী হতে চুড়ান্ত নির্বাচিত করে থাকে।

2. সকল প্রক্রিয়া শেষে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.