অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Sitaram Jindal Scholarship 2022 Apply Now

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022: দুর্দান্ত স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে প্রতিমাসে ৫০০ টাকা থেকে ২৫০০ টাকা। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে (Sitaram Jindal Scholarship 2022) আবেদন করতে পারবেন। প্রায় প্রতি বছর কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করা ছাত্র ছাত্রীরা সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত জানানো হলো।

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Sitaram Jindal Scholarship 2022 Apply Now


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – Sitaram Jindal Scholarship 2022 Apply Now


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022
বিষয় বিবরণ
স্কলারশিপের নাম Sitaram Jindal Scholarship
পরিচালনায় Sitaram Jindal Foundation
প্রযোজ্য উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী
আবেদনের সময় যে কোন সময়
আবেদনের মাধ্যম অফলাইন ও অনলাইন
ওয়েবসাইট sitaramjindalfoundation.org
ঠিকানা Sitaram Jindal Foundation “NATURELLE” No.11, Green Avenue, Behind Sector D III, Bhatta Road, Vasant Kunj, New Delhi- 110 070



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


সীতারাম জিন্দাল স্কলারশিপ 2022 – Sitaram Jindal Scholarship 2022


স্কলারশিপের নাম: সীতারাম জিন্দাল স্কলারশিপ।

টাকার পরিমান: প্রতিমাসে ৫০০/- থেকে ২৫০০/- হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।

আবেদনের মাধ্যম: ইচ্ছুক ছাত্রছাত্রীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শুরু তারিখ: আবেদন চলছে।

অফিশিয়াল ওয়েবসাইট: sitaramjindalfoundation.org


সীতারাম জিন্দাল স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা – Sitaram Jindal Scholarship 2022

1. ক্যাটগরি A: আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে। আবেদনকারী ছেলে হলে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নাম্বার পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নাম্বার পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

2. ক্যাটাগরি B: আবেদনকারীকে সরকারী অথবা বেসরকারী ITI এ অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

3. ক্যাটাগরি C: আবেদনকারীকে গ্র্যাজুয়েট/ পোষ্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

4. ক্যাটাগরি D: আবেদনকারীকে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত হতে হবে। ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে । এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

5. ক্যাটগরি E: আবেদনকারীকে ইঞ্জিয়ারিং বা মেডিক্যাল কোর্সে অধ্যয়নরত হতে হবে। আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে, মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। সঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।


সীতারাম জিন্দাল স্কলারশিপের টাকার পরিমাণ

1. ক্যাটগরি A:

(Class 11& 12) প্রতি মাসে-

৫০০/- টাকা। সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।


2. ক্যাটাগরি B:

(ITI Student) প্রতি মাসে-

  • ৫০০/- টাকা (সরকারী ITI)
  • ৭০০/- টাকা (বেসরকারী ITI)


3. ক্যাটাগরি C:

(Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্সে প্রতি মাসে-

  • ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী)
  • ৮০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
  • ১০০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
  • ১২০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে) পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
  • ১২০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্রী) ১০০০/- টাকা (সাধারন বিভাগে ছাত্র)
  • ১২০০/- টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
  • ১৫০০/- টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)


4. ক্যাটাগরি D:

ডিপ্লোমা কোর্সে প্রতি মাসে-

  • ১২০০/- টাকা (ছাত্রী)
  • ১০০০/- টাকা (ছাত্র)


5. ক্যাটগরি E:

ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সে প্রতি মাসে-

  • ১৭০০/-টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী)
  • ১৫০০/- টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র)
  • ২০০০/- টাকা (মেডিক্যালের ছাত্রী)
  • ১৮০০/- টাকা (মেডিক্যালের ছাত্র)
  • ২৫০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী)
  • ২৩০০/- টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)


Sitaram Jindal Scholarship 2022 Application Process

যে সকল ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে উপরের উল্লেখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।



Sitaram Jindal Scholarship 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 


The Trustee, Sitaram Jindal Foundation 11, Green Avenue, Behind Sector D-3, Vasant Kunj, New Delhi 110070


Sitaram Jindal Scholarship 2022 required Documents

1. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।

2. মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।

3. পারিবারিক আয়ের সার্টিফিকেট।

4. পাসপোর্ট সাইজের কালার ছবি।

5. সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)

6. শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।


Sitaram Jindal Scholarship Last Date 2022

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের Last Date নেই। যেকোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়।

Sitaram Jindal Scholarship Application Form: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.