পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Porte Jane Emn Ek Mojurer Proshno SAQ Question Answer

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Porte Jane Emn Ek Mojurer Proshno SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Porte Jane Emn Ek Mojurer Proshno SAQ Question Answer

নিচে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Porte Jane Emn Ek Mojurer Proshno SAQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন - বের্টোল্ট ব্রেখট


‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ মূল কবিতাটি জার্মান ভাষায় লিখিত। জার্মান ভাষায় কবিতাটির নাম ছিল “Fragen eines lesenden Arbeiters”। কবিতাটির ইংরেজি অনুবাদ ‘Questions From A Worker Who Reads’ আন্তর্জাতিক মহলে বিশেষভাবে জনপ্রিয়। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন স্বনামধন্য বাংলা সাহিত্যিক শঙ্খ ঘোষ। আলোচ্য পোস্টে বের্টোল্ট ব্রেখট এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Porte Jane Emn Ek Mojurer Proshno SAQ Question Answer


1. ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি কে অনুবাদ করেন?

Ans: আধুনিক কবি শঙ্খ ঘোষ জার্মান কবি বের্টোল্ট ব্রেখটের ‘Questions From a Worker Who Reads ‘ কবিতার বাংলা অনুবাদ করেন ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ নামে।


2. ‘সাত দরজাঅলা থিস্’ কথাটি কোন্ জায়গা সম্পর্কে বলা হয়েছে?

Ans: উত্তর আধুনিক কালের কবি শঙ্খ ঘোষের অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় প্রাচীন গ্রিসের রাজধানী থিস্ সম্পর্কে এ কথা বলা হয়েছে। মিশরীয় থিস্-এর থেকে এর পৃথক্করণের জন্য স্থানটির এই প্রকার নামকরণ করা হয়েছে।


3. এ. ‘কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস?’—কবির এ কথা বলার অর্থ কী?

Ans: পৃথিবীর সমস্ত সভ্যতা গড়ে তোলার নেপথ্যে অগণিত শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম প্রধান ভূমিকা পালন করে। অথচ যারা সভ্যতা তৈরি করে তাদের নাম ইতিহাসের পাতায় স্থায়ী আসন লাভ করে না বরং রাজরাজড়াদের নাম সংযুক্ত হয়ে থাকে। এই আক্ষেপ প্রকাশ প্রসঙ্গেই কবি এরূপ মন্তব্য করেছেন।


4. ব্যাবিলন কী এবং কোথায় অবস্থিত?

Ans: প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার বুকেই ব্যাবিলন নামক সভ্যতা গড়ে ওঠে। বর্তমান ইরাক প্রদেশের বুকে খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দে সভ্যতাটি গড়ে উঠেছিল।


5. ”বইয়ে লেখে রাজার নাম”—রাজার নাম লেখাতে কবির আপত্তি কেন?

Ans: প্রাচীন গ্রিসের থিস নগরী গড়ে উঠেছিল শ্রমজীবী মানুষের মেহনতের বিনিময়ে। অথচ তার প্রতিষ্ঠাতা হিসেবে লেখা আছে রাজার নাম। এইজন্য কবির আপত্তি।


6. “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।”—কেন ফিলিপ কেঁদেছিলেন?

Ans: স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন।


7. “আর কেউ কাঁদে নি?”—–কান্নার কারণ কী ছিল? 

Ans:  স্পেনের বিখ্যাত রণতরী আর্মাডা সমুদ্রে নিমজ্জিত হয়েছিল—এটাই ছিল কান্নার কারণ।


8. “যখন সমুদ্র তাকে খেল”—কাকে সমুদ্র খেয়েছিল?

Ans: আটলান্টিস নামক দ্বীপভূখণ্ডকে সমুদ্র খেয়েছিল।


9. ”খরচ মেটাত কে?”—কীসের খরচ?

Ans: বিজয় উৎসবের ভোজের আয়োজনে অথবা মহামানবের প্রতিষ্ঠার যে খরচ হত এখানে তার কথাই বলা হয়েছে।


10. “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা।”—কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?

Ans: সুদীর্ঘ শ্রমের বিনিময়ে রাজমিস্ত্রিরা একদিন চিনের প্রাচীর তৈরি সমাপ্ত করেন| যেদিন এই প্রাচীর তৈরি সমাপ্ত হয়েছিল, এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।


11. “চিৎকার করে উঠেছিল”—–কে, কাদের জন্য চিৎকার করে উঠেছিল?

Ans: আটলান্টিস ডুবে গিয়েছিল সমুদ্রে। ডোবার সময় এই ভূখণ্ড কেঁদেছিল তার নির্মাতা ক্রীতদাসদের জন্য।


12. গল্ কারা?

Ans: ফ্রান্সের পূর্ব নাম গল্। তাই এর অদিবাসীদেরও গল্ বলা হত।


13. “সেখানে কি সবাই প্রসাদেই থাকত?”— কোথায় ?

Ans: ’সেখানে’ বলতে বাইজেনটিয়ান নগরীর কথা বলা হয়েছে।


14. “নিদেন একটা রাঁধুনি তো ছিল?” –কার সঙ্গে, কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?

Ans: জুলিয়াস সিজার গল্ জাতিকে বিনাশ করেছিলেন। এই গল্দের নিপাতকালে তাঁর সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।


15. “ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল”—কে, কাদের জন্য চিৎকার করে উঠেছিল?

Ans: উপকথার আটলান্টিস ডুবতে ডুবতে ক্রীতদাসদের জন্য চিৎকার করে উঠেছিল।


16. “কে, আবার গড়ে তুলল এতবার?” –কী গড়ে তোলার কথা বলা হয়েছে?

Ans: বারবার ধবংস হয়ে যাওয়া ব্যাবিলন শহরকে গড়ে তোলার কথা বলা হয়েছে।


17. লিমা কী এবং কারা এটি তৈরি করে?

Ans: লিমা হল পেরুর রাজধানী এবং সর্ববৃহৎ শহর। এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। সোনারুপার দেশ বলে স্পেনীয়রা সেখানে সুদীর্ঘকাল ঘাঁটি গেঁড়ে বসেছিল এবং সুসভ্য নগর রূপে গড়ে তুলেছিল।


18. সিজার কে?

Ans: প্রাচীন রোমান সভ্যতার একনায়ক তথা প্রধান সেনাপতি হলেন জুলিয়াস সিজার। তার পুরোনাম গাউস জুলিয়াস সিজার। তিনি প্রায় দশ বছর ধরে একনায়ক রূপে শাসন ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত ছিলেন।


19. বাইজেনটিয়াম কাদের জন্য তৈরি হয়েছিল?

Ans: যে-কোনো উন্নত সভ্যতার মতো প্রাচীন বাইজেনটিয়াম শ্রমিক, মজুদের রক্ত ঘামে তৈরি হলেও তাদের নাম অনুল্লেখিত থেকে যায় ইতিহাসের পাতায়। সেখানে শুধু রাজরাজড়ারাই বসবাস করতেন না, তার সঙ্গে অগণিত শ্রমজীবী মানুষ বসবাস করত। কারণ, সেই সাম্রাজ্য সকলের জন্য তৈরি হয়েছিল।


20. আটলান্টিস ডুবে যাওয়ার সময় কারা কারা কেঁদেছিল?

Ans: আটলান্টিস ছিল হারকিউলাসের পিলারের পাদদেশে অবস্থিত একটি দ্বীপ। কোনো এক সময়ের প্রলয়ে যখন এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় তখন তার শোকে মুহ্যমান হয়ে পড়ে রাজারাসহ সেখানকার বন্দি ক্রীতদাসেরাও চোখের জল ফেলেছিল। কারণ, সে স্থানটি তাদেরও একান্ত আদরের দেশ রূপে পরিচিত ছিল।


21. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?

Ans: গ্রিসের অন্তর্গত ম্যাসিডন রাজ্যের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। পিতার মৃত্যুর পর তিনি সেখানকার রাজা হন ও পারস্য-সিরিয়াসহ ভারত ভূমি ও বিশ্বের বিভিন্ন স্থানে সাম্রাজ্য বিস্তার করেন।


22. ‘খরচ মেটাত কে?’—কীসের খরচ?

Ans: সুদীর্ঘকাল ধরে প্রভাবশালী দোর্দণ্ডপ্রতাপ মহামানবদের বা শক্তিধর রাজাদের আগমনে যে বিলাসব্যসনপূর্ণ রাজকীয় আয়োজন করা হত তাতে বিপুল পরিমাণ অর্থব্যয় ঘটত। এখানে সেই আয়োজনের জন্য অর্থ খরচের কথাই বলা হয়েছে।


23. “কত সব খবর। কত সব প্রশ্ন।” – এ কথার অর্থ কী?

Ans: দেশ-সমাজ-প্রগতি-সভ্যতা গড়ে তোলে শ্রমজীবী মানুষ ৷ অথচ ইতিহাসের পাতায় তারাই থাকে অনুল্লেখিত। যারা সভ্যতা গড়ার কারিগর তারাই থাকে সভ্যতার আলো থেকে বহুদূরে, সভ্যতার অন্তরালে চাপা পড়ে যায় তাদের কণ্ঠস্বর। কবি কণ্ঠে সেই স্বরই বিস্ময় ও প্রশ্নের ভঙ্গিমায় উঠে এসেছে।


24. চিনের প্রাচীর কারা তৈরি করে?

Ans: খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত চিনের উত্তর-পশ্চিম সীমান্তের সুরক্ষার জন্য অগণিত শ্রমিকেরা কিং বংশ থেকে শুরু করে মিং রাজবংশের আমল পর্যন্ত পাথর ও মাটি দিয়ে পৃথিবীর অন্যতম আশ্চর্য এই মহাপ্রাচীর তৈরি করে।


25. রোম কী দিয়ে ঠাসা?

Ans: সুপ্রাচীনকাল থেকে গড়ে ওঠা রোম শহরে অজস্র জয়স্তম্ভ ও তোরণের ছড়াছড়ি। বিশেষত, রোমান সাম্রাজ্যের রাজধানী রূপে লাতিউম অঞ্চলের প্রধান শহর রোম স্থাপত্য ও ভাস্কর্য সুষমায় সমুন্নত হয়ে ওঠে।


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.