পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Porte Jane Emn Ek Mojurer Proshno MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার MCQ প্রশ্ন ও উত্তর PDF.
নিচে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Porte Jane Emn Ek Mojurer Proshno MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন - বের্টোল্ট ব্রেখট
‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ মূল কবিতাটি জার্মান ভাষায় লিখিত। জার্মান ভাষায় কবিতাটির নাম ছিল “Fragen eines lesenden Arbeiters”। কবিতাটির ইংরেজি অনুবাদ ‘Questions From A Worker Who Reads’ আন্তর্জাতিক মহলে বিশেষভাবে জনপ্রিয়। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন স্বনামধন্য বাংলা সাহিত্যিক শঙ্খ ঘোষ। আলোচ্য পোস্টে বের্টোল্ট ব্রেখট এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার MCQ প্রশ্ন ও উত্তর - Porte Jane Emn Ek Mojurer Proshno MCQ Question Answer
১) ব্যবিলন বিখ্যাত ছিল যে কারণে-
ক)শূন্য মাঠ
খ)শূন্য পুরী
গ)শূন্য মরুভূমি
ঘ)শূন্য উদ্যান।
Ans: ঘ)শূন্য উদ্যান
২) “কে জিতেছিল? একলা সে? -একলা বলতে কার কথা বলা হয়েছে ?
ক)সিজার
খ)স্পেনের ফিলিপ
গ)দ্বিতীয় ফ্রেডারিক
ঘ)আলেকজান্ডার।
Ans: গ)দ্বিতীয় ফ্রেডারিক
৩) পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অণুবাদ করেছেন-
ক)অনিন্দ্য সৌরভ
খ)মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ)শঙ্খ ঘোষ
ঘ)উৎপল কুমার বসু।
Ans: গ) শঙ্খ ঘোষ
৪) “আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন”-
ক) ফ্রেডারিক
খ) সিজার
গ) ফিলিপ
ঘ) আলেকজান্ডার।
Ans: গ) ফিলিপ
৫) “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত ?”- কোন জায়গার কথা বলা হয়েছে ?
ক) ব্যাবিলন
খ) বাইজেনটিয়াম
গ) রোম
ঘ) আটলান্টিস্
Ans: ঘ)বাইজেনটিয়াম
৬) “সাত বছরের যুদ্ধ জিতেছিল”-
ক)দ্বিতীয় ফ্রেডারিক
খ)আলেকজান্ডার
গ)সিজার
ঘ)ফিলিপ
Ans: ক)দ্বিতীয় ফ্রেডারিক
৭) আলেকজান্ডার জয় করেছিলেন-
ক) জাপান
খ) শ্রীলঙ্কা
গ) ভারত
ঘ) ব্রহ্মদেশ।
Ans: গ) ভারত
৮) ‘গলদের’ নিপাত করেছিল –
ক) আলেকজান্ডার
খ) সিজার
গ) দ্বিতীয় ফ্রেডরিক
ঘ) হিটলার।
Ans: খ) সিজার
৯) গলদের নিপাত করেছিল সিজার।’- ‘গল’ যে দেশের প্রাচীন নাম তা হল-
ক)ইতালি
খ)ফ্রান্স
গ)গ্রিস
ঘ)স্পেন।
Ans: খ)ফ্রান্স
১০) মহনীয় রোম কী ছিল ?-
ক)কল্পিত নগরী
খ)প্রাচীন নগরী
গ)প্রাচীন সৌধ
ঘ)দ্বীপ রাষ্ট্র।
Ans: খ) প্রাচীন নগর
১১) ‘….. উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেল’ – ‘আটলান্টিস’ কী ?-
ক) জাহাজ
খ) শহর
গ) গ্রাসাদ
ঘ) উদ্যাননগরী।
Ans: ঘ) উদ্যাননগরী
১২) উপকথার নগরীর নাম কী ছিল ?
ক) বাইজেনটিয়ন
খ) লিমা
গ) রোম
ঘ) থিবস্।
Ans: ক) বাইজেনটিয়ন
১৩) লিমা যারা বানিয়েছিল, তারা হল-
ক) পুরোহিত
খ) রাজা
গ) মজুর
ঘ) মন্ত্রী।
Ans: গ) মজুর
১৪) ‘যখন সমুদ্র তাকে খেল’-সমুদ্র কাকে খেল-
ক) রোমকে
খ) ব্যাবিলনকে
গ) আটলান্টিসকে
ঘ) লিমাকে।
Ans: গ) আটলান্টিসকে
১৫) ‘আটলান্টিস’ কী ?-
ক) জাহাজ
খ) উপকথার রাজ্য
গ) রোমের রাজধানী
ঘ) মহাসাগর।
Ans: খ) উপকথার রাজ্য
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box