নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর - Nana Ranger Din MCQ Question Answer

নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Nana Ranger Din MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর PDF

নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর - Nana Ranger Din MCQ Question Answer

নিচে নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Nana Ranger Din MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



নানা রঙের দিন - অজিতেশ বন্দ্যোপাধ্যায়


‘নানা রঙের দিন’ নাটকটি আন্তন চেকভের ‘Swan Song’  নাটকের অনুকরনে রচিত। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনেকগুলি নাটক অনুবাদও করেছিলেন। যদিও অনুবাদের ক্ষেত্রেও তাঁর স্বকীয়তা চোখে পড়ার মতো। আলোচ্য নাটকেও নাট্যকারের নিজস্বতা মিশে রয়েছে। আলোচ্য পোস্টে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


নানা রঙের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর - Nana Ranger Din MCQ Question Answer


1. “শাহজাদী ! সম্রাটনন্দিনী ! মৃত্যুভয় দেখাও কাহারে ?” – কোন নাটকের সংকল্প ?

(A) জনা 

(B) মেবার পতন

(C) রিজিয়া

(D) নূরজাহান

Ans: (C) রিজিয়া


2. “গ্রিনরুমে ঘুমায় …” কে ঘুমোন ?

(A) ককীনাথ সেন

(B) রামব্রীজ

(C) রজনীকান্ত সেন

(D) রামচরণ

Ans: (A) ককীনাথ সেন


3. “রাজনীতি বড় কুট” – বক্তা হলেন –

(A) মোরাদ 

(B) যশবন্ত

(C) ঔরঙ্গজেব

(D) শাহজাহান

Ans: (C) ঔরঙ্গজেব


4. “আমার শিরায় শিরায় কী জল বইছে ? রক্ত বইছে না ? বিক্তার শিরায় শিরায় বইছে –

(A) রাজরক্ত

(B) নেশার রক্ত

(C) সদবংশের রক্ত

(D) পবিত্র রক্ত

Ans: (C) সদবংশের রক্ত


5. “এক পা এক পা করে এগিয়ে চলেছে” – 

(A) গ্রিনরুমের দিকে

(B) মৃত্যুর দিকে

(C) অডিটোরিয়ামের দিকে

(D) বাড়ির দিকে

Ans: (B) মৃত্যুর দিকে 


6. “মাইরি এইনা হল অ্যকটিং !” – একথা বলেছে – 

(A) কালীনাথ 

(B) রজনী বাবু

(C) দর্শক

(D) রামব্রিজ

Ans: (B) রজনী বাবু


7. “Life is a walking shadow” – কোন নাটকে কথাগুলি আছে ?

(A) ম্যাকবেথ

(B) কিংলিয়র

(C) হ্যামলেট 

(D) ওথেলো

Ans: (D) ওথেলো


8. ‘নানা রঙের দিন' নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স –

(A) ৫০ বছর 

(B) ৬৮ বছর

(C) ৬০ বছর

(D) ৭০ বছর

Ans: (B) ৬৮ বছর


9.“তাহলে সে রাজনীতি আমার জন্য নয় ।” – সংলাপটি কার – 

(A) মিরজুমলা 

(B) সিরাজ

(C) কালীনাথ

(D) রজনী

Ans: (C) কালীনাথ


10 “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে” – তার – 

(A) একতিত্ত নেই

(B) বার্ধক্য নেই

(C) রোগ নেই

(D) মৃত্যু নেই

Ans: (B) বার্ধক্য নেই


11. “আর জীবনে, ভোর নেই, সকাল নেই, দুপুর নেই – সন্ধেও ফুরিয়েছে – এখন শুধু” – 

(A) মৃত্যুর অপেক্ষা

(B) মাঝরাত্রির অপেক্ষা

(C) বার্ধক্যর অপেক্ষা

(D) স্বপনের অপেক্ষা

Ans: (B) মাঝরাত্রির অপেক্ষা


12. “Farewell the tranquil mind! farewell content !” – কথাগুলো – 

(A) ওথেলের

(B) ম্যাকবেথের

(C) সিরাজের

(D) অন্টোনিয়োর

Ans: (A) ওথেলের


13. “এ সব থিয়েটারী ভাষায় কী বকছেন বলুন তো ?” 

(A) প্রলাপ

(B) বেতাল

(C) বেচাল

(D) আবোল – তাবোল

Ans: (D) আবোল – তাবোল


14. “তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম” – কারণ – 

(A) স্বাধীনতাভাবে জীবন চালাতে লাগলাম

(B) নাটক নিয়ে জীবন শুরু করলাম

(C) ভালো চাকরির আসায় তৈরি হতে লাগলাম

(D) ব্যাবসায়ী হওয়ার তালিম চলতে লাগল

Ans: (B) নাটক নিয়ে জীবন শুরু করলাম


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.