অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


জিপি বিড়লা স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – GP Birla Scholarship 2022 Apply Now

জিপি বিড়লা স্কলারশিপ 2022: পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই  স্কলারশিপের (GP Birla Scholarship 2022) আবেদন করতে পারবেন। টাকার পরিমাণ, আবেদন পদ্ধতি, স্কলারশিপের নাম সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদন।

জিপি বিড়লা স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – GP Birla Scholarship 2022 Apply Now


জিপি বিড়লা স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – GP Birla Scholarship 2022 Apply Now


জিপি বিড়লা স্কলারশিপ 2022
বিষয় বিবরণ
স্কলারশিপের নাম GP Birla Scholarship
পরিচালনায় GP Birla Foundation
প্রযোজ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী
স্কলারশিপের সংখ্যা ১০০
পরীক্ষার শতকরা নম্বর ৮০% (রাজ্যের বোর্ড) ৮৫% (কেন্দ্রের বোর্ড)
আবেদন শুরু জুলাই
আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর
স্কলারশিপের পরিমান ৫০,০০০ টাকা
আবেদনের মাধ্যম অফলাইন
ওয়েবসাইট gpbirlaedufoundation.com



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


জিপি বিড়লা স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি – GP Birla Scholarship 2022 Apply Now


স্কলারশিপের নাম: G.P Birla Scholarship 2022

প্রদানকারী প্রতিষ্ঠান: G.P Birla Foundation

টাকার পরিমান: এই স্কলারশিপের আবেদনকারী প্রার্থীরা প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত পেতে পারবেন।

অফিশিয়াল ওয়েবসাইট: gpbirlaedufoundation.com


জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি

G.P Birla Scholarship -এ আবেদন করতে পারবেন অনলাইন ও অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এবং অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।



GP Birla Scholarship Application Form: Click Here


জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকা ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য। সঙ্গে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০/- টাকার কম হতে হবে। এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।


জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদনপত্র পাঠানোর অফিশিয়াল ঠিকানা


GP Birla Educational Foundation 78, Syed Amir Ali Avenue

Kolkata- 700019 (Landmark. Calcutta Ice Skating Rink)


জিপি বিড়লা স্কলারশিপ 2022 প্রয়োজনীয় ডকুমেন্টস

1. শেষ পরীক্ষার মার্কশীট।

2. মাধ্যমিক পাশের এডমিট কার্ড।

3. ভর্তির রশিদ।

4. স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।

5. পারিবারিক আয়ের সার্টিফিকেট।

6. ব্যাংকের পাস বই।

7. পাসপোর্ট সাইজের কালার ছবি।

8. কাস্ট সার্টিফিকেট।


জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন শুরু তারিখ

জুলাই, ২০২২। এই স্কলারশিপের আবেদন করার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাকি বিস্তারিত তথ্য জানা যাবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.