বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Bivab Short Type Question and Answer

বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Bivab Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF

বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Bivab Short Type Question and Answer

নিচে বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Bivab Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



বিভাব - শম্ভু মিত্র


‘বিভাব’ নাটকটি একটি নির্দিষ্ট বিষয় স্থির রেখে "বহুরূপী" নাট্য গোষ্ঠীর সদস্যরা নিজেদের সংলাপ নিজেই বানিয়ে নিয়ে যে নাটক রচনা করেন, তা পরবর্তীতে শম্ভু মিত্র গ্রন্থাগারে সাজিয়ে এই নাটকটির নাম দেন 'বিভাব'। নাটকের রচয়িতা ছিল বহুরূপী সদস্যরা। কিন্তু পরবর্তীতে নাট্যকার হিসেবে নাম রাখা হয় শম্ভু মিত্রের। আলোচ্য পোস্টে শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


বিভাব নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Bivab Short Type Question and Answer


প্রশ্নঃ ‘বিভাব’ নাটকে নামকরনের স্বাতন্ত্র্য কী?

উত্তরঃ ‘বিভাব’ নাটকের চরিত্ররা তাদের বাস্তব জীবনের নামেই পরিচিত। নাটকে শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর এবং তৃপ্তি মিত্র তৃপ্তি নামেই উপস্থিত ছিলেন। নিজ নামে পরিচিত হয়েই চরিত্রগুলি স্বতন্ত্র। 


প্রশ্নঃ ‘বিভাব’ নাটকে নারী চরিত্রের সংখ্যা ক-টি?

উত্তরঃ ‘বিভাব’ নাটকে নারী চরিত্রের একটি। 


প্রশ্নঃ ‘তমে ঘোড়া নেইকরী চঞ্চল খবর নিয়ে আসিবি’ —অর্থ কী?

উত্তরঃ উক্তিটিতে দেখা গেছে যে, রাজ্ দূতকে ঘোড়া নিয়ে দ্রুত খবর সংগ্রহ করে আনার নির্দেশ দিচ্ছেন। 


প্রশ্নঃ উড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে?

উত্তরঃ দূত ছোট ছেলের মতো দু-পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চাপার ভঙ্গি করে বেরিয়ে যায় এবং কিছুক্ষন পরে  ভঙ্গিতে খবর সংগ্রহ করে ফিরে এসে রাজাকে জানায়।


প্রশ্নঃ ‘এমনি সময় হটাৎই এক সাহেবের লেখা পড়লাম।’ —কোন সাহেবের কথা বলা হয়েছে?

উত্তরঃ রুশদেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের কথা বলা হয়েছে। 


প্রশ্নঃ ‘বিভাব’ নাটকে উল্লিখিত ‘কাবুকি’ নাটকের বৈশিষ্ঠ্য সংক্ষেপে লেখো?

উত্তরঃ ‘কাবুকি’ নাটকের বৈশিষ্ঠ্য হল –

  • এটি একপ্রকার জাপানি থিয়েটার
  • এই নাটকের অভিনয়ে ভঙ্গির বহুল প্রয়োগ দেখা যায়। 


প্রশ্নঃ ‘এই পড়ে বুকে ভরসা এল’ —কী পড়ে বুকে ভরসা এল?

উত্তরঃ জাপানি থিয়েটার ‘কাবুকি’ পড়ে “বহুরূপী” নাট্যদলের পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন। 


প্রশ্নঃ সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কেন?

উত্তরঃ  সম্পাদক হাসির নাটক করতে বলেছেন কারন, হাসির নাটকের দারুন বক্সঅফিস। 


প্রশ্নঃ ‘খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?’ —কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়?

উত্তরঃ বউদি পরিকল্পিত প্রথম প্রেমের নাটকের দৃশ্যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। 


প্রশ্নঃ “বিশ্ব ভারতীয় কি পারমিশন দেবে?” —কীসের পারমিশন?

উত্তরঃ রবীন্দ্রসঙ্গীতের গায়কি ঢঙের পরিবর্তনের জন্য বিশ্বভারতীর পার্মিশনের কথা বলা হয়েছে।


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.