অলৌকিক গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Aloukik Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অলৌকিক গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF.
নিচে অলৌকিক গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Aloukik Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
অলৌকিক - কর্তার সিং দুগগাল
আলোচ্য পোস্টে কর্তার সিং দুগগাল এর ‘অলৌকিক’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অলৌকিক গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Aloukik Short Type Question and Answer
প্রশ্নঃ ‘এগুবার আর উপায় নেই।’ —কেন?
উত্তরঃ শিষ্য মর্দানা এতটাই জল তেষ্টায় কাতর যে, সে আর নড়তে রাজি নয়।
প্রশ্নঃ ‘মর্দানা তবু নড়তে রাজি নয়।’ —মর্দানা নড়তে রাজি ছিল না কেন?
উত্তরঃ মর্দানার পথ চলতে চলতে তীব্র জলপিপাসা পেয়েছিল , তাই সে নড়তে রাজি হয়নি।
প্রশ্নঃ ‘হটাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে’ —ওর মনে প্রশ্ন জাগার কারন কী?
উত্তরঃ বলি কান্ধারির কাছে শিষ্য মর্দানা জল প্রার্থনা করেছিল। কিন্তু মর্দানা তাঁর কাছে অপরিচিত ছিল। তাই তার পরিচয় জানার জন্য ‘ওর’ মনে প্রশ্ন জেগেছিল।
প্রশ্নঃ ‘সে আবার গেল।’ —কে, কোথায় গেল?
উত্তরঃ শিষ্য মর্দানা পুনরায় জল প্রার্থনা করতে বলী কান্ধারির কুটিরে গেল।
প্রশ্নঃ কীভাবে ঝরনার জল বেরিয়ে এসেছিল?
উত্তরঃ মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য গুরু নানক তাকে সামনের একটি পাথর জলের তুলতে বলেন। মর্দানা পাথরটা তুলতেই পাথরের তলা থেকে জলের ঝরনা বেরিয়ে আসে।
প্রশ্নঃ ‘সাকা’ কী?
উত্তরঃ ‘সাকা’ জল শিখ ধর্মালম্বী মানুষের ধর্ম, জাতীয়তা ও সম্মান রক্ষার্থে আত্মবলিদান।
প্রশ্নঃ ‘সেকালে ঘনঘন ‘সাকা’ হত।’ —’সাকা’ হলে কী করতে হত?
উত্তরঃ সেকালে ‘সাকা’ হলেই বাড়িতে অরন্ধন হাত আর রাতে মেঝেতে শুতে হত।
প্রশ্নঃ ‘আমার চোখে জল।’ —বক্তার চোখে কেন জল এল?
উত্তরঃ ক্ষুধাতৃষ্ণায় কাতর মানুষদের অন্ন ও জলদানের উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদান কথা স্মরণ করে বক্তার চোখে জল এল।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box