অলৌকিক গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Aloukik MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অলৌকিক গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF.
নিচে অলৌকিক গল্পের MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Aloukik MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
অলৌকিক - কর্তার সিং দুগগাল
আলোচ্য পোস্টে কর্তার সিং দুগগাল এর ‘অলৌকিক’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
অলৌকিক গল্পের MCQ প্রশ্ন ও উত্তর - Aloukik MCQ Question Answer
১. “সেখানে ঘন ঘন সাকা হল” – ‘ সাকা ‘ শব্দের অর্থ কী ?
(ক) সাদা কলোয় মিশ্রণ করা
(খ) অরন্ধন করা
(গ) মহৎ কাজে প্রনোৎসর্গ করা
(ঘ) উৎসব করা
Ans: (গ) মহৎ কাজে প্রনোৎসর্গ করা
২. “মার সঙ্গে তর্ক শুরু করি।” – এর কারণ –
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয়
(খ) পাথর ছুড়ে মারা সম্ভব নয়
(গ) পাথর অদৃশ্য করা সম্ভব নয়
(ঘ) পাথরের চাঙ্গর থামিয়ে দেওয়া সম্ভব নয়
Ans: (ঘ) পাথরের চাঙ্গর থামিয়ে দেওয়া সম্ভব নয়
৩. ‘ গুরু নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল ‘ কার – কথা বলা হয়েছে ?
(ক) লেখকের
(খ) বলী কন্ধারীর
(গ) ভাই মর্দানার
(ঘ) লেখকের মায়ের
Ans: (গ) ভাই মর্দানার
৪. “মাষ্টারমশায়ের সঙ্গেও তর্ক করলাম।” – তর্কের বিষয় হলো –
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া
(খ) হাত দিয়ে পাথরের চাঙ্গর থামিয়ে দেওয়া
(গ) পাথর অদৃশ্য করা
(ঘ) পাথর ছুড়ে মারা
Ans: (খ) হাত দিয়ে পাথরের চাঙ্গর থামিয়ে দেওয়া
৫. “গল্পটা শুনে বেশ ভালো লাগছিল।” – গল্পটা হল –
(ক) বলী কন্ধারীর গল্প
(খ) শিষ্য মর্দানার জলপানের গল্প
(গ) শিষ্য মর্দানার পাথর ভাঙ্গার গল্প
(ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
Ans: (ঘ) গুরু নানকের ধ্যানের গল্প
৬. বলী কন্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ?
(ক) চার বার
(খ) একবার
(গ) দু ‘ বার
(ঘ) তিনবার
Ans: (ঘ) তিনবার
৭. ‘ অলৌকিক ‘ গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা বলা আছে, তা হলো –
(ক) জয় মহাদেব
(খ) জয় জগদম্মা
(গ) জয় নিরঙ্কর
(ঘ) জয় মহাদিদেব
Ans: (গ) জয় নিরঙ্কর
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box