অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


শিকার MCQ প্রশ্ন ও উত্তর - Shikaar MCQ Question Answer

শিকার MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Shikaar MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিকার MCQ প্রশ্ন ও উত্তর PDF

শিকার MCQ প্রশ্ন ও উত্তর - Shikaar MCQ Question Answer

নিচে শিকার MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Shikaar MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



শিকার - জীবনানন্দ দাশ


‘শিকার’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ এবং ‘মহাপৃথিবী’ উভয় কাব্যগ্রন্থেই রয়েছে। আলোচ্য পোস্টে জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


শিকার MCQ প্রশ্ন ও উত্তর - Shikaar MCQ Question Answer


1. “ ঘুমহীন ক্লান্ত বিহুল শরীরটাকে স্রোতের মতাে / একটা আবেশ দেওয়ার জন্য ” হরিণটি কী করল ? ” 

(ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল 

(খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল। 

(গ) অর্জুন বনের ছায়ায় বসে রইল। 

(ঘ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের উত্তাপ নিল। 

Ans. (খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল।


2. “ নদীর জল …… পাপড়ির মতাে লাল। ” 

(ক) মচকা ফুলের 

(খ) গােলাপ ফুলের 

(গ) জবা ফুলের 

(ঘ) মােরগ ফুলের। 

Ans. (ক) মচকা ফুলের


3. “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ” — এখানে কার কথা বলা হয়েছে ? 

(ক) চিতাবাঘিনীর কথা 

(খ) সুন্দরী বাদামি হরিণীর কথা 

(গ) রােগা শালিকের কথা 

(ঘ) দেশােয়ালিদের কথা।

Ans. (খ) সুন্দরী বাদামি হরিণীর কথা


4. “ সুন্দরী বাদামী হরিণ ” – কার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে ? 

(ক) চিতাবাঘিনীর হাত থেকে 

(খ) মিশরের মানুষীর হাত থেকে 

(গ) দেশােয়ালিদের হাত থেকে 

(ঘ) মানুষের হাত থেকে। 

Ans. (ক) চিতাবাঘিনীর হাত থেকে


5. “ সূর্যের আলােয় তার রং কুকুমের মতাে নেই আর ” — তার রং কীসের মতাে হয়ে গেছে ? 

(ক) শুকনাে পাতার ধূসর ইচ্ছার মতাে 

(খ) কচি বাতাবি লেবুর মতাে সবুজ 

(গ) রােগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে 

(ঘ) নীল আকাশের মরা চাদের আলাের মতাে।

Ans. (গ) রােগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে


6. ‘ একটা অদ্ভুত শব্দটি ‘ কীসের ? 

(ক) গাড়ির হর্নের শব্দ 

(খ) মানুষের কান্নার শব্দ 

(গ) পাতার মর্মর শব্দ 

(ঘ) বন্দুক থেকে গুলি ছােড়ার শব্দ। 

Ans. (ঘ) বন্দুক থেকে গুলি ছােড়ার শব্দ।


7. জরায়ুর যে বিশেষণ কবিতায় আছে

(ক) হিমকুঞ্চিত 

(খ) অন্ধকার 

(গ) সুস্পষ্ট ও স্ফীত 

(ঘ) সবুজাভ

Ans. (ক) হিমকুঞ্চিত


8. “একটা অদ্ভুত শব্দ”- ‘অদ্ভুত’ শব্দটি কীসের?

(ক) গাড়ির হর্নের শব্দ 

(খ) মানুষের কান্নার শব্দ 

(গ) পাতার মর্মর শব্দ 

(ঘ) বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ

Ans. (ঘ) বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ


9. “একটি তারা এখন আকাশে রয়েছে” – একটি তারা’-র সঙ্গে কবি তুলনা করেছেন।

(ক) একটি ফুলের 

(খ) একটি মেয়ের 

(গ) একটি নদীর 

(ঘ) একটি গানের

Ans. (খ) একটি মেয়ের


10. “সুন্দরী বাদামী হরিণ”– কার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে?

(ক) চিতাবাঘিনীর হাত থেকে 

(খ) মিশরের মানুষীর হাত থেকে 

(গ) দেশোয়ালিদের হাত থেকে 

(ঘ) মানুষের হাত থেকে

Ans. (ক) চিতাবাঘিনীর হাত থেকে


11. “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”– এখানে কার কথা বলা হয়েছে?

(ক) চিতাবাঘিনীর কথা 

(খ) সুন্দরী বাদামি হরিণের কথা

(গ) রোগা শালিকের কথা 

(ঘ) দেশোয়ালিদের কথা

Ans. (খ) সুন্দরী বাদামি হরিণের কথা


12. “সূর্যের আলোয় তার রং কুকুমের মতো নেই আর” – তার রং কীসের মতো হয়ে গেছে?

(ক) শুকনো পাতার ধূসর ইচ্ছার মতো 

(খ) কচি বাতাবি লেবুর মতো সবুজ 

(গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো 

(ঘ) নীল আকাশের মরা চাদের আলোর মতো

Ans. (গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো


13. নদীর ঢেউয়ের বিশেষণ

(ক) তীক্ষ্ণ শীতল 

(খ) তরঙ্গায়িত 

(গ) হিমশীতল 

(ঘ) এলোমেলো

Ans. (ক) তীক্ষ্ণ শীতল


14. সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে—

(ক) পাকা বাতাবি লেবুর সঙ্গে 

(খ) কচি বাতাবি লেবুর সঙ্গে 

(গ) দারুচিনির পাতার সঙ্গে 

(ঘ) কমলালেবুর সঙ্গে

Ans. (খ) কচি বাতাবি লেবুর সঙ্গে


15. ত্রাসমুক্ত হরিণের শরীর-এর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে-

(ক) নিদ্রা নিপুণ 

(খ) সতেজ সবুজ 

(গ) ঘুমহীন ক্লান্ত বিল 

(ঘ) বিনিদ্র শান্ত

Ans. (গ) ঘুমহীন ক্লান্ত বিহ্বল


16. নীল মদের গেলাসে কী রাখা হয়েছিল?

(ক) রুপো 

(খ) সোনা 

(গ) প্রবাল 

(ঘ) মুক্তা

Ans. (ঘ) মুক্তা


17. “সারারাত মাঠে আগুন জ্বেলেছে”—কারা আগুন জ্বেলেছে ?

(ক) প্রবাসীরা 

(খ) অতিথিবৃন্দ 

(গ) দেশোয়ালিরা 

(ঘ) বনবাসীরা

Ans. (গ) দেশোয়ালিরা


18. “হিমের রাতে শরীর উম্ রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে”—

(ক) গান করেছে 

(খ) নাচ করেছে 

(গ) খেলায় মেতেছে 

(ঘ) আগুন জ্বেলেছে

Ans. (ঘ) আগুন জ্বেলেছে


19. দেশোয়ালিদের আগুনকে কে নিষ্প্রভ করেছে?

(ক) সিগারেটের ধোঁয়া 

(খ) সূর্যের আলো 

(গ) টর্চের আলো

 (ঘ) হরিণের মৃত্যু

Ans. (খ) সূর্যের আলো


20. আকাশের রং ঘাসফরিঙের দেহের মতাে— 

(ক) কোমল সবুজ 

(খ) কোমল নীলাভ 

(গ) নীল সবুজ 

(ঘ) কোমল নীল। 

Ans. (ঘ) কোমল নীল।


21. “ চারিদিকে পেয়ারা ও নােনার গাছ ” — 

(ক) গােধূলিমদির মেয়েটির মতাে 

(খ) মচকা ফুলের পাপড়ির মতাে 

(গ) ভােরের রােদ্রের মতাে 

(ঘ) টিয়ার পালকের মতাে 

Ans. (ঘ) টিয়ার পালকের মতাে


22. “ দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের ” – যার -

(ক) শুকনাে ঘাসে 

(খ) শুকনাে অশ্বত্থ পাতায় 

(গ) শুকনাে সুন্দরী গাছে 

(ঘ) শুকননা অর্জুনের গাছে। 

Ans. (খ) শুকনাে অশ্বত্থ পাতায়


23. “ ভােরের জন্য অপেক্ষা করছিল। ” 

(ক) শিকারিরা 

(খ) দেশওয়ালিরা। 

(গ) গােধূলিমদির মেয়েটি 

(ঘ) বাদামি হরিণ। 

Ans. (ঘ) বাদামি হরিণ।


24. “ নদীর জল …… পাপড়ির মতাে লাল। ” 

(ক) মচকা ফুলের 

(খ) গােলাপ ফুলের 

(গ) জবা ফুলের 

(ঘ) মােরগ ফুলের।

Ans. (ক) মচকা ফুলের


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.