রূপনারানের কূলে SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Rupnaraner Kule SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রূপনারানের কূলে SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF.
নিচে রূপনারানের কূলে SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Rupnaraner Kule SAQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
রূপনারানের কূলে - রবীন্দ্রনাথ ঠাকুর
‘রূপনারানের কূলে’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রূপনারানের কূলে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
রূপনারানের কূলে SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Rupnaraner Kule SAQ Question Answer
1. “রূপনারানের কূলে জেগে উঠিলাম”—জেগে ওঠার অর্থ কী?
Ans:জেগে ওঠা বলতে আত্মোপলব্ধির পথ ধরে জগৎ ও জীবন সম্পর্কে নবতর ধারণাকেই বোঝানো হয়েছে।
2. “সে কখনো করে না বঞ্চনা”– এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে?
Ans: ‘শেষলেখা’ কাব্যের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ নামাঙ্কিত কবিতায় ‘সে’ বলতে ‘কঠিনের কথা বলা হয়েছে।
3. “সত্য যে কঠিন”– কবি ‘সত্য’কে ‘কঠিন’ বলেছেন কেন ?
Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে। তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্ন বিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি। তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে।
4. “রক্তের অক্ষরে দেখিলাম”—‘রক্তের অক্ষরে’ কথাটির অর্থ কী?
Ans: ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ নানা আঘাতে বেদনায় জর্জরিত হয়েছিলেন। ‘রক্তের অক্ষরে বলতে কবির ক্ষতবিক্ষত হৃদয়ের উপলব্ধিকেই বোঝানো হয়েছে।
5. “সত্যের দারুণ মূল্য” বলতে কবি কী বুঝিয়েছেন?
Ans: মৃত্যুপথযাত্রী কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন। দুঃখের তপস্যায় তিনি নিজেকে চিনেছেন। সত্যের সাধনা যে কত কঠিন এবং তার জন্যে কতখানি ত্যাগ করতে হয় সেই উপলব্ধিকে ব্যক্ত করতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন কবি।
6. “চিনিলাম আপনারে”—কবি কীভাবে নিজেকে চিনেছেন?
Ans: কবি আঘাতে বেদনায় জর্জরিত হয়ে নিজেকে চিনেছেন।
7. “রক্তের অক্ষরে দেখিলাম।” “রক্তের অক্ষরে’ কবি কী দেখেছিলেন ?
Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তের অক্ষরে’ দেখেছিলেন তার আত্মরুপ তথাৎ ‘আপনার রূপ’ দেখেছিলেন রক্তের অক্ষরে।
8. “চিনিলাম আপনারে” – কবি আপনাকে কীভাবে চিনেছিলেন?
Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি আঘাতের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন।
9. “কঠিনেরে ভালোবাসিলাম”–কঠিনকে কবি ভালোবেসেছেন কেন?
Ans: সত্য হল কঠিন। কঠিন হলেও সে কখনও মানুষকে বঞ্ছনা করে না। তাই কবি কঠিনকেই ভালোবেসেছেন।
10. সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কী করতে চেয়েছেন?
Ans: সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি মৃত্যুতে জীবনের সব ঋণ শোধ করে দিতে চেয়েছেন।
11. “কঠিনেরে ভালোবাসিলাম”—কবি কেন কঠিনকে ভালোবাসলেন ?
Ans: “রূপনারানের কূলে’ কবিতায় কবি ‘কঠিন’-কে ভালোবাসলেন কারণ কঠিনই হল সত্যের স্বরূপ এবং সে কখনও কাউকে বঞ্ছনা করে না।
12. ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি কাকে ভালোবেসেছেন?
Ans: কবি সত্যরূপ কঠিনকে ভালোবেসেছেন।
13. ‘রক্তের অক্ষর’ কী?
Ans: আঘাতে বেদনায় জর্জরিত হয়ে জগৎ ও জীবন সম্পর্কে সম্যক উপলব্ধির পথকেই কবি ‘রক্তের অক্ষর’ বলেছেন।
14. ‘রূপনারানের কূলে’ কবিতাটি কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?
Ans: ‘রূপনারানের কূলে’ কবিতাটি ‘শেষ লেখা’ কাব্যের অন্তর্ভুক্ত।
15. ‘রূপনারানের কূলে’ কবিতাটির প্রেক্ষাপট জানা যায় কোন্ বই থেকে?
Ans: ‘রূপনারানের কূলে’ কবিতাটির প্রেক্ষাপট জানা যায় রাণীচন্দের ‘আলাপচারী রবীন্দ্রনাথ” বই থেকে।
16. ‘সে কখনো করে না বর্ণনা।”—–কে, কাকে বঞ্ছনা করে না?
Ans: সত্য কখনও মানুষকে বর্ণনা করে না।
17. ’রূপনারান’ কি?
Ans: রূপনারান হলো রূপময় জগৎ।
18. ‘সত্যের দারুণ মূল্য’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ans: রবীন্দ্রনাথ ব্যক্তিগত মানসিক সংকট থেকে সত্যের মূল্যনির্ধারণ করেননি বরং জাতীয় ও আন্তর্জাতিক পট ও প্রেক্ষিতে সমস্ত মানুষের মুক্তির প্রয়াস অনুসন্ধান করেছেন। তিনি মনে করেন সত্যকে লাভ করতে হলে মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সকল দেনা পরিশোধ করে যেতে হয়। অর্থাৎ, সত্যকে লাভ করতে হয় ‘দুঃখের তপস্যা’-র মধ্য দিয়ে।
19. “রূপনারানের কূলে জেগে উঠলাম।” কে রূপনারানের কূলে জেগে উঠেছিলেন ?
Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে জেগে উঠেছিলেন।
20. “আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন।” জীবন’-কে দুঃখের তপস্যা’ বলা হয়েছে কেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, জীবনে দুঃখের আধার রাত্রি বার বার ঘনিয়ে আসে। কোনো এক অদৃশ্য নাগপাশে আমরা বাঁধা পড়ে থাকি। ফলে আমাদের শান্তি বিঘ্নিত হয়। এজন্যে কবি জীবন’কে ‘দুঃখের তপস্যা’ বলেছেন।
21. “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” কীভাবে কবি একথা জেনেছিলেন?
Ans: কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে’ যখন জেগে উঠেছিলেন, অর্থাৎ তিনি যখন মানবসংসারে জেগে উঠেছিলেন, তখনই জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়।
22. কবি কোন সত্যকে ভালোবেসেছিলেন?
Ans: সে সত্য রূঢ় বাস্তব, যাকে মানুষ মেনে নিতে বাধ্য কবি একথা উপলব্ধি করে সেই সত্যকেই ভালোবেসেছিলেন।
23. সত্য প্রকাশের ক্ষেত্রে কবির বক্তব্য কী?
Ans: সত্য প্রকাশের ক্ষেত্রে কবির বক্তব্য – সত্য অপ্রকাশিত থাকে না।
24. রূপনারানের কূলে কবিতায় মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন?
Ans: জীবনের পদে পদে বিচিত্র দুঃখ-বেদনার আঘাতে আঘাতে কঠিন সত্যকে স্বীকার করে মৃত্যুকে বরণ করলেই জীবনের ঋণ শোধ করা সম্ভব।
25. “রূপনারানের কূলে/জেগে উঠিলাম”—এই কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
Ans: মানব ও প্রকৃতির প্রতি যে অনন্ত তৃস্না, মর্ত্যমানবের প্রতি নুগভীর দরদ কবি প্রাণে জাগ্রত তারই হিসাব মেলাতে তিনি জীবনের প্রবহমান স্রোতে সন্তরণ করে প্রতীকি রূপনারানের কূলে উত্তীর্ণ হয়েছেন। বিশ্বপথিক রবীন্দ্রনাথ আসলে জীবনসমুদ্রে ডুব দিয়ে যে অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন তা অত্যন্ত কঠিন ও রূঢ় বাস্তবতায় পূর্ণ।
26. ‘রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ’— সে রূপটি কেমন?
Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামায় মানুষ মারার হোলি খেলায় একদল মানুষ মত্ত। একক মানুষ হিসেবে নয় সমগ্র মানুষের প্রতিনিধি রূপে কবি সভ্যতার এই স্বরূপটি চিনতে পেরেছেন।
27. কবি নিজেকে চিনলেন কীভাবে?
Ans: জীবনসায়াহ্নে পৌঁছে অভিজ্ঞতার কষ্টিপাথরে নিজেকে যাচাই করেছেন কবি। মানবসভ্যতার ধ্বংসকারী সত্তার সঙ্গে যুঝে নিজের অবস্থান ঠিক করতে গিয়ে আত্মানুসন্ধানের স্থলে সত্যানুসন্ধান করেছেন কবি।
28. “সত্য যে কঠিন”– কথার অর্থ কী?
Ans: কবির মনে প্রত্যয় জন্মেছে জীবনের সংগ্রামই হল সত্য সাপেক্ষ ত্যাগ ও তিতিক্ষা। স্বভাবতই সত্য এখানে কঠিন রূপে প্রতিভাত হয়।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box