অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর - Mohuar Desh MCQ Question Answer

মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Mohuar Desh MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর PDF

মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর - Mohuar Desh MCQ Question Answer

নিচে মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Mohuar Desh MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



মহুয়ার দেশ - সমর সেন


‘মহুয়ার দেশ’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক সমর সেনের ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর - Mohuar Desh MCQ Question Answer


1. “ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে” – 

(A) নির্জন নিঃসঙ্গতার সঙ্গে

(B) উজ্জ্বল স্তব্ধতার মতো

(C) সমুদ্রের দীর্ঘশাসের মতো

(D) শীতের দুঃস্বপ্নের মতো ।

Ans: (D) শীতের দুঃস্বপ্নের মতো ।



2. সবুজ সকাল কীসে ভেজা ?

(A) শিশিরে

(B) জলে

(C) মেঘে

(D) ভোরের আলোয়

Ans: (A) শিশিরে


3. মহুয়া বনের ধরে আছে – 

(A) কয়লাখনি

(B) সূর্যের দেশ

(C) অবসন্ন মানুষ

(D) জলস্রোত

Ans: (A) কয়লা খনি


4. “অন্ধকার ধূসর ফেনায়” – কবিতা কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে ?

(A) নিরাশাবাদী

(B) আশাবাদী

(C) জীবন ও জগতের রুর বাস্তবতায় বিভ্রান্ত

(D) অনুভূতিহীন মানুষ ।

Ans: C) জীবন ও জগতের রুর বাস্তবতায় বিভ্রান্ত


5. অলস সূর্য কোথায় আগুন জ্বালায় ?

(A) মহুয়ার দেশে

(B) জলের অন্ধকারে

(C) মানুষের মনে

(D) প্রভাত শিশিরে

Ans: (B) জলের অন্ধকারে


6. “অলস সূর্য এঁকে দেই” – অলস সূর্য কী এঁকে দেই ?

(A) প্রকৃতির ছবি 

(B) মানুষের ছবি

(C) নিজের ছবি

(D) জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ ।

Ans: (D) জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ ।


7. “ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস”…বলতে বোঝানো হয়েছে – 

(A) নাগরিক সমস্যা

(B) নাগরিক জীবনের মালিন্যকে

(C) বঙ্কিমচন্দ্রের নিঃশ্বাসকে 

(D) কবির হতাশ্বসকে 

Ans: (B) নাগরিক জীবনের মালিন্যকে


8. “শিশিরে ভেজা সবুজ সকাল” – বলতে বোঝানো হয়েছে – 

(A) শিশির ও সবুজ রঙে চোবানো একটি মসাল

(B) শিশির মাখা সবুজ গাছপালাই মোড়া একটি সকাল 

(C) সুন্দর সকাল

(D) চিত্রে স্থির নিসর্গ ।

Ans: (B) শিশির মাখা সবুজ গাছপালাই মোড়া একটি সকাল


9. ‘মহুয়ার দেশ ‘ কবিতাটির রচয়িতা – 

(A) সমর সেন

(B) শক্তি চট্টপাধ্যায় 

(C) মৃদুল দাশগুপ্ত

(D) জীবনানন্দ দাশ

Ans: (A) সমর সেন


10. সমস্ত মহুয়ার দেশে পথের দু ‘ ধারে কে ছায়া ফেলে ?

(A) মহুয়া

(B) দেবদারু

(C) নিঃসঙ্গতা

(D) ক্লান্তি

Ans: (B) দেবদারু


11. “আমার ক্লান্তির ওপর ঝরুক …” 

(A) মহুয়ার গন্ধ

(B) মহুয়ার ফুল

(C) মহুয়ার দেশ

(D) মহুয়া

Ans: (B) মহুয়ার ফুল


12. মহুয়ার দেশে রাত্রির নির্জনতাকে কে আলোড়িত করে ?

(A) দেবদারুর ছায়া

(B) সমুদের গর্জন

(C) মহুয়ার গন্ধ

(D) সমুদ্রের দীর্ঘনিঃশ্বাস ।

Ans: (D) সমুদ্রের দীর্ঘনিঃশ্বাস 


18. “অবসন্ন মানুষের শরীরে দেখি” – কবি কী দেখেন ?

(A) ধুলোর কলঙ্ক 

(B) আঘাতের চিহ্ন

(C) রক্তের দাগ

(D) কাদার চিন্হ

Ans: (A) ধুলোর কলঙ্ক


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.