ক্রন্দনরতা জননীর পাশে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Krondonrota Jononir Pashe Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রন্দনরতা জননীর পাশে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ক্রন্দনরতা জননীর পাশে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Krondonrota Jononir Pashe Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
ক্রন্দনরতা জননীর পাশে - মৃদুল দাশগুপ্ত
‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
ক্রন্দনরতা জননীর পাশে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Krondonrota Jononir Pashe Short Type Question and Answer
প্রশ্নঃ জননী ‘ক্রন্দনরতা’ কেন?
উত্তরঃ ২০০৬ সালে সিঙ্গুর জমি আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ও বিপন্নতা দেখা যায়, তার অভিঘাতেই জননী ক্রন্দনরতা।
প্রশ্নঃ ‘এখন যদি না থাকি’ —বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে?
উত্তরঃ দেশজননী ক্রন্দনরতা, কারন তার কোলে লালিত মানুষ আক্রান্ত।একজন সৃজনশীল মানুষ হিসেবে কবির তাই ধারণা যে, এই দুঃসময়ে দেশ জননীর পাশে দাঁড়ানো সত্যিই দায়িত্বস্বরূপ।
প্রশ্নঃ ‘নিহত ভাইদের শবদেহ দেখে’ —”নিহত ভাই” বলতে কবি কাকে বুঝিয়েছেন?
উত্তরঃ ‘নিহত ভাই’ বলতে কবি সেইসব ভাইকে বুঝিয়েছেন , যারা সিঙ্গুর জমি আন্দোলনে শহীদ হয়েছিল।
প্রশ্নঃ ‘না -ই যদি হয় ক্রোধ’ —ক্রোধ হওয়ার কারন কী?
উত্তরঃ কবি মৃদুল দাশগুপ্ত তাঁর নিহত ভাইদের মৃতদেহ দেখে ক্রোধ হওয়ার কথা বলেছেন।
প্রশ্নঃ ‘জঙ্গলে তাকে পেয়ে’ —জঙ্গলে কাকে কীভাবে পাওয়া যায়?
উত্তরঃ “ক্রন্দনরতা জননীর পাশে” কবিতার নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন ও লাঞ্চিত অবস্থায় পাওয়া যায়।
প্রশ্নঃ ‘জঙ্গলে তাকে পেয়ে’ কবির কীরূপ অনুভূতি হয়?
উত্তরঃ কবির মতে, বর্তমান অস্থির সময় থেকে অসহায় মানুষের মুক্তির জন্য আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাওয়া যুক্তিযুক্ত নয়।
প্রশ্নঃ ‘আমি তা পারি না।’ —বক্তা কি পারেন না?
উত্তরঃ বক্তা অর্থাৎ কবি নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে, আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box